আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের অন্য কোনো দেশে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান। তিনি বলেন, ‘আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান শুরু করা হবে।’

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২৬ সালের প্রাক-বাজেট ও রাজশাহী বিভাগের চেম্বারের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রহমান বলেন, ‘আমাদের ট্যাক্স বেইস বড় করতে হবে। আমাদের ১ কোটি ১২ লাখ টিআইএনধারী আছেন। রির্টান দেন ৪০ লাখ। তার মধ্যে ২৫-২৬ লাখই ট্যাক্স দেন না বা মিনিমাম ট্যাক্স দেন।

বাকি যারা আছে তাদের আমরা চেজ করতে পারছি না। এখন এটাকে নিয়ে নোটিশ করা হচ্ছে। আমাদের বড় বাধা হচ্ছে যে বিশ্বের মধ্যে এত কম ট্যাক্স কোনো জাতি দেয় না। এটা কিন্তু সত্য কথা।

আমরা ৫২-৫৩ বছর ধরে প্রতি ঋণ নিয়ে নিয়ে বাজেট প্রণয়ন করায় আমরা ঋণগ্রস্ত জাতিতে পরিণত হয়েছি। এই অবস্থা থেকে উত্তরণে বেশি ভ্যাট ট্যাক্স আদায়ে অভিযান চালানো হবে।’

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এবারের বাজেটে জনগণের লাইফ একটু ইজি করতে ব্যাপক সংস্কার থাকবে। আমাদের লোকজন যারা কাজ করেন তারা কিন্তু মাঠে খুব চষে বেড়াবেন। এর সঙ্গে আপনাদের সবাইকে কিন্তু লাগবে।
আমরা ব্যাপক অভিযান চালাচ্ছি। আমরা মনে করি, এই বাংলাদেশের মানুষ আরো বেটার লাইফ ডির্জারভ করে। আমাদের সেই ক্যাপাবিলিটি আছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের ব্যয় বাড়লেও ভ্যাট আদায় বাড়ছে না। ফলে অর্থের সংকট সৃষ্টি হচ্ছে। ১৯৯১ সালের ভ্যাট আইন পরিবর্তন করার ফলে এই সমস্যা আরো তীব্র হয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশনকে অটোমেটেড করার ওপর জোর দেওয়া হচ্ছে। করপোরেট ট্যাক্স আদায়ও অনলাইনে করা হচ্ছে। ট্যাক্স প্রদান সহজ করে সবাইকে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি ৩ কোটি টাকার ওপরের টার্ন অভার সহনশীল করা হবে।’

স্টকমার্কেটবিডি.কম///

অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা ক্ষীণ : গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উচ্চ খেলাপি ঋণ এবং অনিয়মে জর্জরিত কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি গুড গভর্নেন্সের (সুশাসন) মাধ্যমে ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখার জন্য। পুরোটা হয়তো পারব না। সব ব্যাংকই যে বেঁচে যাবে, এমন নয়।

কিছু কিছু ব্যাংকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ কোন কোন ব্যাংকের আমানতের ৮৭ শতাংশ একটি পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক দুই দিনের সম্মেলনের দ্বিতীয় দিনে ‘ম্যাক্রো-ইকোনমিক পলিসি অ্যান্ড গভর্ন্যান্স ইন দ্য ব্যাংকিং সেক্টর’ সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, ‘এই মুহূর্তে নতুন করে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার চিন্তা করছি না। এর বদলে এমএফএস-কে আন্তঃলেনদেন যোগ্য কীভাবে করা যায়, সে চিন্তা করছি।’

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) টিকে থাকলেও ব্যাংকে প্রভাব বিস্তার করতে পারবে না, এমন নীতিমালা করা হচ্ছে মন্তব্য করে গভর্নর বলেন, এফআইডি ব্যাংকখাতে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। তারা চাইলে বিমা কোম্পানি টেক-কেয়ার করতে পারে, তবে ব্যাংক নয়।

স্টকমার্কেটবিডি.কম///

৬০ হাজার টন ইউরিয়া কিনবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ ৫২ হাজার ২০০ টাকা।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এ প্রস্তাবের অনুমোদন দিয়েছে।

জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেডের কাছ থেকে তৃতীয় লটের ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার ২০০ টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪৩৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

অপর এক প্রস্তাবে শিল্প মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে দেশীয় প্রতিষ্ঠান কাফকো’র কাছ থেকে ১৩তম লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৪১০দশমিক ৫০ মার্কিন ডলার।

স্টকমার্কেটবিডি.কম///

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ সময়সূচি জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের সকল তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ বিরতির সময় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন অব্যাহত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///

স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয় করবে সরকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জরুরি প্রয়োজন মেটাতে সরকার সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র ৮ম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রস্তাবটি সভায় উত্থাপন করে।

সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম///

লেনদেনের শীর্ষে জিপি; ২য় স্থানে অগ্নি সিস্টেমস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জিপি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে অগ্নি সিস্টেমসের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২১ লাখ টাকা।

শাইনপুকুর সিরামিকসের ১৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ১০ কোটি ৭২ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১০ কোটি ০০ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৫৭ লাখ, সী পার্লসের ৯ কোটি ৮৩ লাখ, এনআরবি ব্যাংকের ৮ কোটি ৪৪ লাখ, আরডি ফুডসের ৮ কোটি ৪১ লাখ ও ইসলামী ব্যাংকের ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. জিপি
  2. অগ্নি সিস্টেমস
  3. শাইনপুকুর সিরামিকস
  4. ব্র্যাক ব্যাংক
  5. বেষ্ট হোল্ডিংস
  6. ওরিয়ন ইনফিউশন
  7. সী পার্লস
  8. এনআরবি ব্যাংক
  9. আরডি ফুডস
  10. ইসলামী ব্যাংক।

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৭৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৮৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯৩০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬০৭ কোটি ২০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৪৪ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জিপি, অগ্নি সিস্টেমস, শাইনপুকুর সিরামিকস, ব্র্যাক ব্যাংক, বেষ্ট হোল্ডিংস, ওরিয়ন ইনফিউশন, সী পার্লস, এনআরবি ব্যাংক, আরডি ফুডস ও ইসলামী ব্যাংক।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৩৫.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭০৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ১৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ৩১ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ-’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৪’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৪ সালের ডিসেম্বর মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ইউনিলিভার কনজিউমারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি ইউনিলিভার কনজিউমার লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৪ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩:৪৫টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি