শ্রমিকদের বেতন দিতে না পারায় ১২ মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের বেধে দেওয়া সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করায় ১২টি কারখানার মালিকের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর বর্তমান শ্রম পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতরের পূর্বে শ্রমিক অসন্তোষ নিরসনে করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শ্রম উপদেষ্টা।

শ্রম উপদেষ্টা জানান, কারখানার মালিকরা শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না বলেও জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইমিগ্রেশনে তাদের বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
তিনি বলেন, ২৭ মার্চের মধ্যে পোশাক কারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করার কথা। কিন্তু ১২টি কারখানা নির্ধারিত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না বলে জানিয়েছে।

উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যারা বেতন-ভাতা পরিশোধ করতে পারছে না তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আমরা শ্রম আইন অনুযায়ী এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেব।

স্টকমার্কেটবিডি.কম///

স্ত্রীসহ এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের দুই মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

সমন্বিত কার্যালয় ঢাকা-১-এ মামলা দুটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মাহমুদুল হাসান বাদী হয়ে।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, এস আলম গ্রুপ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে ৭৯৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

তিনি জানান, দ্বিতীয় মামলায় সাইফুল আলমের স্ত্রী ফারজানা পারভীনের বিরুদ্ধে ৭৪৩ কোটি ৫৭ লাখ ১ হাজার ৪৫৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

ঈদের ছুটিতে এটিএম সেবা চালু রাখার নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঈদুল ফিতরের ছুটিতে গ্রাহকের সুবিধার্থে ব্যাংকের অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল থাকার বিষয়টিও নিশ্চিত করতে বলা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস), কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে হবে। এ ছাড়া এটিএম বুথে সার্বক্ষণিক সেবা, যে কোনো কারিগরি ত্রুটি দ্রুত সমাধান এবং পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি বুথে সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানসহ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের পরিদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়েছে। আর পয়েন্ট অব সেলের (পিওএস) ক্ষেত্রে সার্বক্ষণিক পিওএস ও কিউআর কোড সেবা নিশ্চিত এবং জালজালিয়াতি রোধে মার্চেন্ট ও গ্রাহককে সচেতন করার কথাও বলা হয়েছে।

এতে আরও বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে কার্ডভিত্তিক ‘কার্ড নট প্রেজেন্ট’ লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিফিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। এমএফএস সেবায় সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা ও এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

তিন মাসের মধ্যে স্টারলিংক বাণিজ্যিকভাবে চালুর নির্দেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের এমন নির্দেশনা দিয়েছেন বলে প্রেস উইং থেকে নিশ্চিত করেছে।

প্রেস উইং থেকে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ৯০ দিনের মধ্যে স্টারলিংকয়ের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেছেন, পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক তার বিদেশি স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক সেবাদানকালে, এনজিএসও নীতিমালা মেনে কোম্পানিটি স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করবে।

এর আগে ২৩ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এক সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯ এপ্রিল থেকে দেশে স্টারলিংক ইন্টারনেটের ব্যবহার শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/////

বিচ হ্যাচারির রেজিস্টার্ড অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস গুলশানে অবস্হিত ন্যাম ভিলাতে নেওয়া হয়েছে।

আগামী ১ এপ্রিল থেকে সকল শেয়ারহোল্ডারদের প্রয়োজনীয় কাজে নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিমা দাবি নিষ্পত্তির জন্য জমি বিক্রি করবে পদ্মা লাইফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিমা দাবির অর্থ পরিশোধের জন্য কোম্পানির সম্পত্তি—বিশেষ করে জমি— বিক্রির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) ইতোমধ্যে এই সম্পত্তি বিক্রির অনুমোদন দিয়েছে।

কুমিল্লায় থাকা ২০ শতাংশ জমি এক কোটি ৯০ লাখ টাকায় বিক্রি করা হবে।

আইডিআরএর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে ২২৬ কোটি টাকার বিমা দাবি এসেছে। কিন্তু এর মধ্যে প্রায় ২২১ কোটি টাকার দাবি এখনো নিষ্পত্তি হয়নি।

স্টকমার্কেটবিডি.কম////

অবৈধ স্যাটেলাইট পে-চ্যানেল বন্ধে বিটিআরসির নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশে স্যাটেলাইট পে-চ্যানেল প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। দেশের কিছু ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) অনুমোদন ছাড়া স্যাটেলাইট পে-চ্যানেল বিজ্ঞাপনসহ (ক্লিন ফিডবিহীন) দেখাচ্ছে। বিটিআরসি আগামী ২৯ মার্চের মধ্যে এ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের কাছ থেকে জরুরি ভিত্তিতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সে ব্যাপারে জানতে চেয়েছে।

সম্প্রতি বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন শাখার উপপরিচালক মো. হাসিবুল কবিরের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশের কিছু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যথাযথ অনুমোদন ছাড়াই প্রযুক্তি ব্যবহার করে অনুমোদিত বিদেশি চ্যানেলের ডিস্ট্রিবিউটরদের (পরিবেশকদের) পরিবেশিত পে-চ্যানেলগুলো পাইরেসি করে বাসা-বাড়িতে ক্লিন ফিডবিহীন অবস্থায় ইন্টারনেট কানেকশনে প্রদর্শন করছে।

এছাড়া কিছু কিছু ডিজিটাল প্ল্যাটফর্মেও একই কার্যক্রম পরিচালনা করছে। যার ফলে বাংলাদেশ স্যাটেলাইট কম্পানি লিমিটেডের সেবার আওতায় বিদেশি চ্যানেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এসব আইএসপি প্রতিষ্ঠানের এমন অবৈধ কার্যক্রম বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর ৭৩ নম্বর ধারা এবং আইএসপি গাইডলাইনের অনুচ্ছেদ ৭ দশমিক ৬-এর লঙ্ঘন।

একইসঙ্গে গাইডলাইনের সঙ্গে সংযুক্ত এপেনডিক্স-৪ এর ২(ডি) (এক্স)-এর হলফনামার অঙ্গীকারের সরাসরি বরখেলাপও।

স্টকমার্কেটবিডি.কম/////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে বেক্সফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বেক্সফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৮ লাখ টাকা।

লংকাবাংলা ফাইন্যান্সের ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকসের ১০ কোটি ৮৬ লাখ, সী পার্লসের ৯ কোটি ৬০ লাখ, বিচ হ্যাচারির ৮ কোটি ৯৩ লাখ, স্কয়ার ফার্মার ৮ কোটি ৬৪ লাখ, উত্তরা ব্যাংকের ৮ কোটি ৮ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪২ লাখ ও ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. বেক্সফার্মা
  3. লংকাবাংলা ফাইন্যান্স
  4. শাইনপুকুর সিরামিকস
  5. সী পার্লস
  6. বিচ হ্যাচারি
  7. স্কয়ার ফার্মা
  8. উত্তরা ব্যাংক
  9. সান লাইফ ইন্স্যুরেন্স
  10. ইন্ট্রাকো রি-ফুয়েলিং।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৬ কোটি ৪৭ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫০৪ কোটি ২৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৭টির আর অপরিবর্তিত আছে ৮০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, বেক্সফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিকস,সী পার্লস, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, উত্তরা ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি-ফুয়েলিং।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ১৮.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৩০ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১৩ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি