১ জুলাই শেয়ারবাজার বন্ধ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আগামীকাল ১ জুলাই, মঙ্গলবার শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ব্যাংক হলিডের কারণে লেনদেন বন্ধ থাকবে বলে। ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরের দিন বুধবার থেকে যথারীতি দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

মেঘনা সিমেন্টের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘বিবিবি-’ এবং স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-৪’ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে দ্যা বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি লিমিটেড (বিডিআরএল)।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে বিডিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে অগ্নি সিস্টেমস; ২য় স্থানে লাভেলো আইসক্রিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৪ লাখ টাকা।

মিডল্যান্ড ব্যাংকের ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ১৫ কোটি ৬৯ লাখ, সী পার্লস হোটেলের ১৫ কোটি ৫ লাখ, বিচ হ্যাচারির ১৩ কোটি ১৬ লাখ, স্কয়ার ফার্মার ১১ কোটি ৯৭ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ১১ কোটি ৫২ লাখ, সে্ট্রাল ইন্স্যুরেন্সের ৯ কোট ২৭ লাখ ও ইষ্টার্ণ লূব্রিকেন্টসের ৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

পাকিস্তানের জন্য ৩৪০ কোটি ডলারের সমপরিমাণ বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন।

পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, এই ঋণ নবায়নের পাশাপাশি সাম্প্রতিক অন্যান্য কিছু বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ দেশটির মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

সূত্র উল্লেখ করে রিপোর্টে বলা হয়, চীন ২১০ কোটি ডলার রিজার্ভ ঋণ হিসেবে নবায়ন করেছে, যা তিন বছর ধরে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে জমা ছিল। পাশাপাশি দুই মাস আগে পাকিস্তান যে ১৩০ কোটি ডলারের একটি বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও চীন পুনরায় অর্থায়ন করেছে।

এছাড়া পাকিস্তান মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংক থেকে পেয়েছে ১০০ কোটি ডলার। বহুপাক্ষিক অর্থায়ন সংস্থার পক্ষ থেকে পেয়েছে ৫০ কোটি ডলার। এই ঋণ সহায়তা নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলেছে, এখন আমাদের রিজার্ভ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।

স্টকমার্কেটবিডি.কম////

গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন: অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করতেন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমার পরে যারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তারা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ ব্যাংক চলতো সরকারি নির্দেশে আদেশে। যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না। এখন কিন্তু সেটা নাই।

সোমবার (৩০ জুন) বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দুদক নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, আগের সরকারের আমলেও প্রশ্ন উঠেছে দুদক রাষ্ট্রের হাতিয়ার হিসেবে ব্যবসার হচ্ছে কি না? এনবিআরে যারা আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করেছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, প্রথমত আমি দুদক সম্পর্কে কোনো উত্তর দেব না। সেটা তাদের আলাদাভাবে জিজ্ঞেস করবেন। এখন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের ইন্টারফেয়ার করে না, সেটা আপনারা লক্ষ্য করবেন।

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দুদক দেখবে, যদি কোনো ইস্যু থাকে। আপনারা ভাবতে পারেন এ সময় শুরু করল কেন? শুধু এনবিআর না, আমার কাছে দুনিয়ার লোক আসছে, আমার একাউন্ট বন্ধ হয়ে গেছে, কতো কিছু।

স্টকমার্কেটবিডি.কম/////

দিনশেষে লেনদেনের সাথে সূচকের সামান্য পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাসান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সী পার্লস হোটেল, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সে্ট্রাল ইন্স্যুরেন্স ও ইষ্টার্ণ লূব্রিকেন্টস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৩৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৩৫ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রাজস্ব আদায় গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত : এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গতবারের চেয়ে রাজস্ব আদায় বেশি হবে এটা নিশ্চিত। কিন্তু যে রকম আশা করছিলাম, এই কয়দিনের কাজকর্মে একটু তো হোঁচট খাওয়ার কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

সোমবার এনবিআর ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিগত এক সপ্তাহ ধরে চেয়ারম্যান অপসারণের জন্য আন্দোলন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

সরকারের কঠোর পদক্ষেপে গতকাল আন্দোলন প্রত্যাহার করে সংগঠনটি। এরপর আজ (সোমবার) প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন এনবিআর চেয়ারম্যান।
তিনি বলেন, আজ সকাল ১০টা পর্যন্ত আমাদের রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯২২ কোটি টাকা। আজ যেটা ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট কাল পাবো।

এর বাইরে সরকারি প্রকল্পের কর বা মূসকের বিল থাকে; যেটা আদায় হয়, সেটা সমন্বয় করতে কিছুটা সময় লাগবে। নরমালি জুন ক্লোজিং-এ একটু সময় লাগে। ২-৩ সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা সিস্টেমেটিক।

আমরা ম্যানুয়াল রিপোর্ট করি না। আইবাসে আমরা আদায়ের রিপোর্ট করি।

স্টকমার্কেটবিডি.কম///

এনবিআরে কাজের গতি আসায় সরকার সন্তুষ্ট : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থবিরতা কাটিয়ে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পুনরায় কাজের গতি আসায় সরকার সন্তুষ্ট জানিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কোনো পক্ষপাতিত্ব ছাড়া কাজ করে যেতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

আজ সোমবার বিকালে অর্থ বিভাগে উপদেষ্টার অফিসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় স্বার্থে কখনও এমনটি করা উচিত না, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু বন্দর বন্ধ করে দেওয়া সমর্থনযোগ্য নয়।

এটি বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের হস্তক্ষেপে নয় দুদক স্বপ্রণোদিত হয়েই এনবিআরের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত বিষয়ে তারাই বলতে পারবেন।

সরকার কোনো হস্তক্ষেপ করছে না। এখন অনেকের বিরুদ্ধেই দুদক তদন্ত করছে। আন্দোলন যা হবার হয়েছে, এখন ভয় পক্ষপাত ছাড়া ঠিকভাবে কাজ করতে হবে সবাইকে। স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

ফেনীতে জমি কিনবে ইবনে সিনা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলসির পরিচালনা বোর্ড ফেনী জেলায় জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত এক বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিটি ফেনী জেলার চারপুর মৌজায় ১৫ ডেসিমল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। আর এ জমি কিনতে জমি নিবন্ধন এবং অন্যান্য খরচ বাদে ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৯ জুন) অনুষ্ঠিত বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় এসেছে ০.০৩ টাকা। আর ৩১ ডিসেম্বর পর্যন্ত শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭.৯৫ টাকা।

আগামী ২১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ৩০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি