স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সাসান্য পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৮৩৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮১৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৬৪ কোটি ৫৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৪ কোটি ৩৪ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৪০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৫টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – অগ্নি সিস্টেমস, লাভেলো আইসক্রিম, মিডল্যান্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সী পার্লস হোটেল, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সে্ট্রাল ইন্স্যুরেন্স ও ইষ্টার্ণ লূব্রিকেন্টস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪১.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৩৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৩৫ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি