Day: July 9, 2025
A Notice For Shareholders of Delta Life Insurance Company Limited.
ঢাকা ব্যাংকের শেয়ার শেয়ার হস্তান্তর সম্পন্ন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক আব্দুর ওয়াহেদ তার স্ত্রীকে শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এই উদ্যোক্তা পরিচালক তার স্ত্রী মিসেস জাহেদা ওয়াহেদকে ১ কোটি ৩ লাখ ২৬ হাজার ২৬২টি লাখ শেয়ার উপহার দিলেন।
উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসেবে স্ত্রীকে দিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অনুমোদনের পরই আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা সম্পন্ন করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
আইডিএলসির ফাইন্যান্সের নগদ লভ্যাংশ বিতরণ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান আইডিএলসির ফাইন্যান্স পিএলসি গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।
আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
স্টকমার্কেবিডি.কম/এসবি
বিডি ফাইন্যান্সের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান বিডি ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৭ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ৪টায় রাজধানীর মতিঝিলে নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
সভা শেষে এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভ বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক; ২য় স্থানে বিচ হ্যাচারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৮৪ লাখ টাকা।
মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিএসসির ১৩ কোটি ১০ লাখ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ১১ কোটি ৪৮ লাখ, লাভেলো আইসক্রিমের ১১ কোটি ১৭ লাখ, ওরিয়ন ইউনফিউশনের ১০ কোটি ১৮ লাখ, সী পার্লস হোটেলের ১০ কোটি ৪ লাখ, ইন্দো বাংলা ফার্মার ৯ কোট ৫০লাখ ও অগ্নি সিস্টেমসের ৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
ডরিন পাওয়ারের নতুন সচিব আবির ইসলাম এফসিএস
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের নতুন কোম্পানি সচিব হিসাবে (সিএস) নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবির ইসলাম এফসিএস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোহাম্মদ আবির ইসলাম এফসিএসকে নিয়োগ দেওয়া হয়েছে।
গত ৩ জুলাই থেকে ডরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেমস লিমিটেডের নতুন কোম্পানি সচিব হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত হবেন।
স্টকমার্কেটবিডি.কম/এ
পোশাক রপ্তানিতে দ্বিতীয় স্থান ধরে রেখেছে বাংলাদেশ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) তথ্য বলছে—২০২৪ সালে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
গত বছর বাংলাদেশ ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এর আগের বছরের তুলনায় শূন্য দশমিক ২১ শতাংশ বেশি।
এই রপ্তানিমূল্য বিশ্ব বাজারের ছয় দশমিক ৯০ শতাংশ। ২০২৪ সালে বিশ্ব বাজারে পোশাক বিক্রি হয় ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার। এক বছর আগে বিশ্ব বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানির অংশ ছিল সাত দশমিক ৩৮ শতাংশ।
ডব্লিউটিওর তথ্য অনুসারে, ২০২৪ সালে চীন শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ ছিল। বিশ্ব বাজারে এর অংশ ছিল ২৯ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে এই দেশ ১৬৫ দশমিক ২৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। এটি আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৩০ শতাংশ বেশি।
২০২৩ সালে বৈশ্বিক পোশাক রপ্তানিতে চীনের অংশ ছিল ৩১ দশমিক ৬৪ শতাংশ।
২০২৪ সালে ভিয়েতনাম তৃতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হওয়া সত্ত্বেও চীন ও বাংলাদেশ তুলনায় এর রপ্তানি প্রবৃদ্ধি বেশি হয়েছে। ২০২৪ সালে দেশটি ৩৩ দশমিক ৯৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছিল। এটি আগের বছরের তুলনায় নয় দশমিক ৩৪ শতাংশ বেশি।
ভিয়েতনামের পোশাক রপ্তানির হিসাব এক বছর আগের পাঁচ দশমিক ৯৬ শতাংশ থেকে বেড়ে ২০২৪ সালে ছয় দশমিক শূন্য নয় শতাংশ হয়।
বিশ্ব বাজারে পোশাক রপ্তানিতে তুরস্ক চতুর্থ অবস্থানে আছে। এরপর আছে ভারত, কম্বোডিয়া ও পাকিস্তান। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইন্দোনেশিয়া অষ্টম ও যুক্তরাষ্ট্র নবম স্থান অর্জন করে।
স্টকমার্কেটবিডি.কম///
মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে সরকার : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি সংস্কারে না গিয়ে সরকার দেশে কিছু মৌলিক সংস্কার বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি নিজেও অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে দীর্ঘদিন থাকছি না, খুব বেশি হলে হয়তো ৭-৮ মাস।
বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং আমি কিছু মৌলিক সংস্কার করতে খুবই সিরিয়াস। আমরা কোনো দীর্ঘমেয়াদি বা মধ্যমেয়াদি সংস্কার করব না।
বুধবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট’–এ ‘বাংলাদেশের অর্থনৈতিক শাসনে এফআরসির ভূমিকা ও প্রভাব’ শীর্ষক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, যতটুকু সংস্কার শুরু হয়েছে, আমরা তা বাস্তবায়নের চেষ্টা করব।
আমরা অনেক প্রতিবন্ধকতা ও বাধার সম্মুখীন হচ্ছি। বহু জটিল বিষয় আছে যেগুলো বাইরে থেকে বুঝতে পারবেন না।
এই সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি ব্যবসায়ী ও ঋণদানকারী সংস্থাগুলোর সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, তারা খুব ভালো সমর্থন দিয়েছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মানসুর ও ঢাকায় বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সোলেয়মান কুলিবালি।
উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। এ সময় স্বাগত বক্তব্য দেন বিশ্বব্যাংকের লিড গভর্ন্যান্স স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত।
বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএবি) সভাপতি এন কে এ মবিন এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস ইনস্টিটিউটের (আইসিএমএবি) সভাপতি মাহতাব উদ্দিন আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
স্টকমার্কেটবিডি.কম////
- ব্র্যাক ব্যাংক
- বিচ হ্যাচারি
- মিডল্যান্ড ব্যাংক
- বিএসসি
- বারাকা পতেঙ্গা পাওয়ার
- লাভেলো আইসক্রিম
- ওরিয়ন ইউনফিউশন
- সী পার্লস হোটেল
- ইন্দো বাংলা ফার্মা
- অগ্নি সিস্টেমস।