সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে এনবিআর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারাদেশে সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প-ডেস্ক চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বৃহস্পতিবার এনবিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধন করেছেন। করদাতাগণ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সহজে অনলাইনে রিটার্ন পূরণ করে নিমিষেই অনলাইনে দাখিল করতে পারছেন।

এ পর্যন্ত প্রায় ২৯ লাখ ২০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন এবং ৬ লাখ ৩৫ হাজার জন করদাতা অনলাইনে ২০২৫-২০২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিল করেছেন।

ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোন করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ্য না হলে ৩১ অক্টোবর, ২০২৫ তারিখের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের নিকট সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে তিনি পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

মুন্নু ফেব্রিকসের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মুন্নু ফেব্রিকস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৩ অক্টোবর বেলা সাড়ে ৪টায় রাজধানীর ওয়ারিতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এর আগে ১২ অক্টোবর এই বোর্ড সভার দিন নির্ধারণ করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল; ২য় স্থানে সিভিও পেট্রো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সিভিও পেট্রোর শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ টাকা।

রহিমা ফুডসের ১৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৪ কোটি ৪১ লাখ, সোনালী পেপারের ১৩ কোটি ১৬ লাখ, রবি আজিয়াটার ১১ কোটি ৭৩ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোট ৫৬ লাখ, সাপোর্টের ১১ কোটি ১২ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৮৯ লাখ ও প্রগতি ইন্স্যুরেন্সের ১০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দিনশেষে দুই এক্সচেঞ্জেই কমেছে লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,২৮৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩০ কোটি ১৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬১১ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯২টির আর অপরিবর্তিত আছে ৩৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ডমিনেজ স্টিল, সিভিও পেট্রো, রহিমা ফুডস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার, রবি আজিয়াটা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সাপোর্ট, ওরিয়ন ইনফিউশন ও প্রগতি ইন্স্যুরেন্স।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৮.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯৪৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে ৮ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ডমিনেজ স্টিল
  2. সিভিও পেট্রো
  3. রহিমা ফুডস
  4. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  5. সোনালী পেপার
  6. রবি আজিয়াটা
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. সাপোর্ট
  9. ওরিয়ন ইনফিউশন
  10. প্রগতি ইন্স্যুরেন্স।

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় বিমাটি চলতি বছরের উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

খেলাপিদের আবার ঋণ নেওয়ার পথ বন্ধ হতে পারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খেলাপি ঋণগ্রহীতারা ব্যাংকের ঋণ পরিশোধ না করেই এক শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নিয়ে সেই ঋণ ‘নিয়মিত’ করে ফেলছেন। এমন সুবিধা নিয়েছেন এক হাজার ৮৬ জন ঋণগ্রহীতা। তাদের নিয়মিত করা ঋণের পরিমাণ এক লাখ ৬৩ হাজার ১৫০ কোটি টাকা। এই অনিয়ম ঠেকাতে এবার কঠোর হতে যাচ্ছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ে এ বিষয়ে সম্প্রতি একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান আর্থিক কর্মকর্তারা (সিএফও)।

বৈঠকে অংশ নেওয়া অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, দেশের অনেক প্রভাবশালী ব্যবসায়ী ঋণ পরিশোধ না করেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে পার পেয়ে যাচ্ছেন। এ জন্য আইনের অপব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।

সূত্র জানায়, খেলাপি ঋণ থেকে রেহাই পেতে রিট করার পেছনে রাজনৈতিক ও বিভিন্ন প্রভাবশালী মহলের ভূমিকা রয়েছে। এই অপচর্চা বন্ধে প্রয়োজনীয় আইনি সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে কোন কোন আইনের মারপ্যাচ বন্ধ করতে হবে, সেগুলোও চিহ্নিত করা হয়েছে।

একইসঙ্গে, উচ্চ আদালতে আর্থিক খাত সংশ্লিষ্ট মামলাগুলো পরিচালনার জন্য একটি ডেডিকেটেড বেঞ্চ গঠনের প্রস্তাবও উঠেছে। এতে করে মামলা দ্রুত নিষ্পত্তি হবে এবং ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ আটকে থাকবে না।

বর্তমানে, গ্রাহকরা অনুমোদিত ঋণের মাত্র ১ শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই রিট করে স্থগিতাদেশ নিতে পারছেন এবং পরবর্তীতে নতুন ঋণ পাওয়ার সুযোগও তৈরি হচ্ছে। সরকার এই হার বাড়িয়ে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত করতে চায়, যাতে এ ধরনের সুবিধা গ্রহণ কঠিন হয়ে পড়ে। এতে করে খুব সহজে রিট করে খেলাপি খাতা থেকে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ হবে।

এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করছে অর্থ মন্ত্রণালয়। নতুন নীতিমালা প্রণয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ইউনাইটেড ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৫ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় ৩০ মিনিট রাজধানীতে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনআরবিসি ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষশা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্দ্যোক্তার ১৭ লাখ শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সৈয়দ মুনসিফ আলী নামে এই পরিচালক ১৭,৩৬,৫০৩ লাখ শেয়ার বিক্রয় করবেন। উনার হাতে ব্যাংকটির মোট ২৩,৫৪,৬৪৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পরে ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ারগুলো বিক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বিএসআরএম স্টিল ও বিএসআরএমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানি দুটির ৩০ জুন ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪টা ও বেলা ৫টায় চট্টগ্রামে কোম্পানিগুলোর নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ সভায় কোম্পানিগুলো শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি