এলপিজির ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি লোয়াবের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এলপিজির ওপর অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানিয়েছে এলপিজি অপারেটরদের সংগঠন লোয়াব। এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে এলপিজি অপারেটরস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এলপিজির মতো একটি পরিবেশবান্ধব জ্বালানীর ওপর অতিরিক্ত কর আরোপ ভোক্তার ক্রয়সীমার ক্ষেত্রে চরম আঘাত হেনেছে। এতে এলপি গ্যাসের ব্যবহার কমিয়ে গ্রাহক কাঠখড়ি পোড়াতে উৎসাহিত হবে যা পরিবেশের বিপর্যয় ঘটিয়ে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবে।

লোয়াবের বলছে, এলপিজি একটি নিরাপদ এবং অপরিহার্য জ্বালানী হিসাবে বাংলাদেশে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। সারাদেশে এলপিজি ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সহজলভ্য জ্বালানী হিসাবে এটা ভোক্তার অন্যতম পছন্দ। শুধু বাংলাদেশেই নয়, পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে এলপিজি সারা বিশ্বব্যাপীই সচেতন জনগণের অন্যতম পছন্দসই জ্বালানীতে পরিণত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বাংলাদেশ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সরকার পরিবেশবান্ধব এলপিজি ব্যবহারের ক্ষেত্রে নানাবিধ প্রণোদনা দিচ্ছে। জীবাশ্ম জ্বালানীর ব্যবহার এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে বাংলাদেশে এলপিজি অসামান্য ভূমিকা রেখে চলেছে।

এতে বলা হয়, এলপি গ্যাসের ক্ষেত্রে শুরুতে ট্যারিফ মূল্যের উপর ১৫ শতাংশ মূসক প্রযোজ্য ছিল, যার ফলে প্রতি ১২ কেজির ট্যারিফ ভ্যালু ধরা ছিল ৬০ টাকা এবং এর উপর ১৫ শতাংশ হারে সর্বমোট ৯ টাকা মূসক একজন ভোক্তাকে পরিশোধ করতে হতো। পরবর্তীতে উৎপাদন/বোতলজাতকরণ পর্যায়ে ৫ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ২ শতাংশ অর্থাৎ সর্বমোট ৭ শতাংশ মূসক আরোপ করা হয় যা জ্বালানী গ্রাহকদের জন্য অতিরিক্ত করের বোঝা হয়ে দাঁড়ায়।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *