স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ৩ কার্গো এলএনজি, ২ লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার এবং ১৫ হাজার মেট্রিক টন রক সালফার ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, প্রতি এক বা দুই মাস অন্তর গ্যাসের মতো জ্বালানির দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ ছিল, কিন্তু জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বিভিন্ন হিসাব-নিকাশ অনুসরণ করে অন্তর্বর্তীকালীন সরকার দাম বাড়ায়নি। এটা একটা ভালো দিক।
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে-প্রয়োজনীয় এলএনজির সরবরাহ নিশ্চিত করা। যাতে জ্বালানির দাম বাড়ানোর জন্য আমাদের উপর কোন চাপ তৈরি না হয়। কারণ এই ধরনের মূল্য বৃদ্ধি গ্রাহকদের পাশাপাশি শিল্পের উপরও প্রভাব ফেলতে পারে।’
স্টকমার্কেটবিডি.কম/////