
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার সকালে রাজধানীতে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, আগামী সাত থেকে আট বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।
গভর্নর বলেন, আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে ড. আহসান এইচ মনসুর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম///