1. ন্যাশনাল ফিড মিল
  2. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  3. অগ্নি সিস্টেমস
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. আইডিএলসি ফিন্যান্স
  6. ওয়েস্টার্ণ মেরিন
  7. সিভিও পেট্রো
  8. এবি ব্যাংক
  9. কেপিসিএল
  10. অলটেক্স টেক্সটাইল।

শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই নিম্নমূখী সূচক

indexস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের শুরুতেই সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে। দিনের প্রথম ঘণ্টায় মূল্য সূচক নিম্নমুখী ছিল।

সকাল সাড়ে ১১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৯১১ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ১৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ৬২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

এসময় লেনদনে এগিয়ে- ন্যাশনাল ফিড মিল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, অগ্নি সিস্টেমস, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, ওয়েস্টার্ণ মেরিন, সিভিও পেট্রো, এবি ব্যাংক, কেপিসিএল ও অলটেক্স টেক্সটাইল।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক সকাল সাড়ে ১১টায় ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১২২ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ১৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৭৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির।

এসময় সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিন এ সময়ে লেনদেন হয়েছিল ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এএআর

ন্যাশনাল ফিড মিলের লেনদেন শুরু

national_groupস্টকমার্কেট ডেস্ক :

সদ‌্য অনুমোদন পা্ওয়া ন্যাশনাল ফিড মিল লিমিটেডের লেনদেন শুরু হবে আজ। কোম্পানিটি শেয়ারবাজারে ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ডিএসইতে ন্যাশনাল ফিডের ট্রেডিং কোড হবে ‘NFML’। আর কোম্পানি কোড হবে ৯৯৬৪০।

এর আগে গত ১৯ জানুয়ারি সোমবার লেনদেন শুরু করার অনুমোদন পায়। আর গত ৬ জানুয়ারি এই কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

বিওতে ওয়েস্টার্ণ মেরিণের লভ্যাংশ

weastaernস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ড লিমিটেডের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ড ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ১৮ জানুয়ারি ওয়েস্টার্ণ মেরিণ শিপইয়ার্ডের বোনাস শেয়ার লাভ করছে বিনিয়োগকারীরা।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

সাইফ পাওয়ারটেকের ২০ কোটি টাকার মেশিন

SAIF powerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাইফ পাওয়ারটেক লিমিটেড প্রায় ২০ কোটি টাকার মেশিন ও যন্ত্রপাতি কিনেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র বলছে, কোম্পানিটি কমলাপুর রেলওয়ে ষ্টেশনে কন্টেইনার পরিবহনের জন্য অত্যাধুনিক কিছু মেশিন কিনেছে। এ বাবদ অর্থ ব্যয় হয়েছে ২০ কোটি ১৫ লাখ টাকা।

প্রসঙ্গত : সাইফ পাওয়ার আইপিওতে আসার আগে থেকেই কমলাপুর রেলওয়ে ষ্টেশনে কন্টেইনার উঠা-নামানো কাজটি করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

‘আর্থিক প্রতিবেদনে গরমিলের জন্য নিরীক্ষক দায়ী’

duনিজস্ব প্রতিবেদক :

আর্থিক প্রতিবেদনে যেকোনো ধরনের গরমিলের জন্য নিরীক্ষক দায়ী বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ আয়োজিত ‘এ্যাকাউন্টিং ফর ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, গরমিল থাকা সত্ত্বেও আর্থিক প্রতিবেদন ট্রু এ্যান্ড ফেয়ার (সত্য ও বস্তুনিষ্ঠ) বলে একজন নিরীক্ষক সত্যায়িত করলে তার জন্য ওই নিরীক্ষকই দায়ী।

দেশের অধিকাংশ নিরীক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন কোম্পানিতে পরামর্শক হিসেবে কাজ করে। পাশাপাশি নিরীক্ষা কাজও করে। কিন্তু পরামর্শক হিসেবে কাজ করার কারণে নিরীক্ষার মান প্রশ্নবিদ্ধ হয়। আর একই সঙ্গে দু’টি কাজ করা সম্ভব নয় বলে মন্তব্য করেন অধ্যাপক অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

ফিন্যান্সিয়াল রিপোর্টিং এ্যাক্টের অধীনে (এফআরসি) ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলে (এফআরসি) দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউটেন্ট অব বাংলাদেশের (আইসিএবি) কাউকে চেয়ারম্যান করা হলে তা যৌক্তিক হবে না বলে মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, নিরীক্ষকের অডিট মান যাচাই নিয়ে কাজ করার জন্য এফআরসি গঠন করা হচ্ছে। সেখানে আইসিএবি থেকে এফআরসির চেয়ারম্যান নিয়োগ করা হলে আশানুরূপ ফল পাওয়া যাবে না।

পারিবারিক পরিচালনা পর্ষদের কোম্পানিগুলোতে আর্থিক প্রতিবেদনে তথ্য গোপন করার প্রবণতা বেশী বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান। একটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মাত্র ১৫ মিনিটে শেষ হয়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

আলোচনা সভার প্রধান আয়োজক ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, বিনিয়োগকারীরা অন্যের কথা শুনে শেয়ার কেনেন। পুঁজিবাজারের স্বার্থে বিনিয়োগকারীদের এই চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে। এ ছাড়া সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এ্যান্ড রেগুলেটর এ্যাসোসিয়েশন ও ডিমিউচুয়ালাইজেশন আরও অনেক আগে হওয়া উচিত ছিল বলে জানান তিনি।

শেয়ারবাজারে কোনো কেলেঙ্কারি হলে তার যথাযথ বিচার হয় না বলে জানান জামাল উদ্দিন আহমেদ। তার মতে, এ কারণে আরেকটি দুর্ঘটনার সম্ভাবনা থাকে।

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান, মমতাজ উদ্দিন আহমেদ, ইমার্জিং ক্রেডিট রেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ড. জামাল উদ্দিন আহমেদসহ বাণিজ্য অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ন্যাশনাল ফিডের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

natinalস্টকমার্কেট ডেস্ক :

সদ্য লেনদেনে আসা তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এই প্রান্তিকে কোম্পানিটি আগের প্রান্তিকের তুলনায় ভালো মুনাফা করেছে।

গত ২০১৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে কোম্পানিটি কর পরবর্তী মুনাফা করেছে ২ কোটি ২২ লাখ টাকা। কোম্পানিটির আইপিওতে আসার আগে একই সময়ে ইপিএস ছিল .৫৬ টাকা আর পরে ইপিএস দাঁড়িয়েছে .৩৮ টাকা।

এর আগে একই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির কর পরবর্তী মুনাফা করেছে ৫ কোটি ৯৫ লাখ। এসময় ইপিএস ছিল ১.০৩ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ১.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে

প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিওতে

PRIMELIFEস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে লিমিটেডের সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের (বেনিফিশিয়ারি ওনার্স) বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, প্রাইম লাইফ ৩১ ডিসেম্বর ২০১৩ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

যেসব বিনিয়োগকারীদের ব্যাংক একাউন্টে অনলাইন সুবিধা চালু আছে, তাদের লভ্যাংশ বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্কের (বিইএফটিএন) মাধ্যমে পাঠানো হয়েছে। আর যাদের অনলাইন সুবিধা চালু নেই, তাদের পোস্ট অফিস ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে।

গত ২০ নভেম্বর প্রাইম লাইফের রেকর্ড ডেট ছিল। এসময় যাদের বিওতে কোম্পানির শেয়ার ছিল তারা এই বোনাস লাভ করবে।

গত ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএমে) এই লভ্যাংশ অনুমোদন করে প্রাইম লাইফের পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডিকিম/এইচ/এলকে

  1. সিভিও পেট্রো
  2. আইডিএলসি
  3. বিবিএস
  4. অগ্নি সিস্টেমস
  5. লাফার্জ সুরমা সিমেন্ট
  6. সাইফ পাওয়ারটেক
  7. অলটেক্স ইন্ডাস্ট্রিজ
  8. গ্রামীণফোন
  9. ফার্মা এইডস
  10. জেএমআই সিরিঞ্জ

সিএ্যান্ডএ টেক্সটাইল লেনদেনে আসছে বুধবার

cnaস্টকমার্কেট ডেস্ক :

সকল প্রক্রিয়া শেষ করে আগামী ২১ জানুয়ারি থেকে দেশের উভয় শেয়ারবাজারে সি এ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ‘এন’ ক্যাটাগরির অধীনে এ কোম্পানির লেনদেন শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এ কোম্পানির ট্রেডিং কোড হবে CNATEX এবং কোম্পানি কোড ১৭৪৬৫। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।

এর আগে গত ৬ জানুয়ারি এ কোম্পানিকে ডিএসইর পরিচালনা পর্ষদ তালিকাভুক্তির অনুমোদন দেয়।

সি এ্যান্ড এ টেক্সটাইল ৪৫ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে গত ৯ নভেম্বর আবেদন নেওয়া শুরু করে। যা চলমান ছিল ১৩ নভেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিল ২২ নভেম্বর পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এলকে