নর্দার্ণ জুট ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

juteস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি ক্যাটাগরি পরিবর্তন করেছে ডিএসই। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

শাহিদ সারওয়ার ডেসকোর নতুন এমডি

descoস্টকমার্কেট ডেস্ক :

ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো. শাহিদ সারওয়ার, এনডিসি, পিএসসি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নতুন ব্যবস্থাপনা পরিচালক পদে গতকাল যোগদান করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

তিনি ১৯৮০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরে কমিশন্ড লাভ করেন। পরবর্তীতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স) ডিগ্রি অর্জন করেন। তিনি সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

সম্প্রতি তিনি সেনাবাহিনী হতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসর গ্রহণ করেন। পারিবারিক জীবনে তিনি দুই সন্তানের জনক।

স্টকমার্কেটবিডি.কম/এম/এলকে

রতনপুর স্টিলকে এ ক্যাটাগরিতে উন্নীত

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আগামী ৫ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এলকে

  1. লাফার্জ সুরমা সিমেন্ট
  2. এমজিএলবিডি
  3. অগ্নি সিস্টেমস
  4. বেক্সিমকো ফার্মা
  5. সিভিও পেট্রোকেমিক্যাল
  6. গ্রামীন ফোন
  7. আইডিএলসি
  8. ডেসকো
  9. সাপোর্ট
  10. একটিভ ফাইন।

বছরের প্রথম দিনে সূচকের ব্যাপক উত্থান

index hনিজস্ব প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে নতুন বছরের প্রথম দিনে সূচকের বড় ধরনের উত্থান হয়েছে। বৃহস্পতিবার দেশের প্রধার শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৭৬ পয়েন্ট। তবে টাকার হিসাবে লেনদেন সামান্য কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৭৪ পয়েন্টে। এদিকে ডিএস৩০ সূচক ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসে ছিল ২৬৫ কোটি ৪০ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে এগিয়ে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট, এমজিএলবিডি, অগ্নি সিস্টেমস, বেক্সিমকো ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, গ্রামীন ফোন, আইডিএলসি, ডেসকো, সাপোর্ট ও একটিভ ফাইন।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৬টি কোম্পানির। আর দর কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক ২০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ১৪২ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

ইউএলসির লেনদেন সোমবার বন্ধ

ulcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড লিজিং কোম্পানির (ইউএলসি) রেকর্ড ডেট ও ট্রেডিং কোড পরিবর্তনের কারণে আগামী ৫ জানুয়ারি সোমবার লেনদেন বন্ধ থাকবে।

এই কোম্পানির লেনদেন আগামী ৩০ ডিসেম্বর ও ১ জানুয়ারি স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে ছিল। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট আগামী ৫ জানুয়ারি সোমবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারগুলোর লেনদেন বন্ধ থাকবে।

ইউনাইটেড লিজিং কোম্পানি ট্রেডিং কোড পরিবর্তন করবে। কোম্পানিটি বর্তমান ট্রেডিং কোড ‘ইউএলসির’ পরিবর্তে ‘ইউনাইটেড ফিন্যান্স’ নামে লেনদেন করবে শেয়ারবাজারে।

আগামী ৬ জানুয়ারি থেকে এই কোম্পানির নতুন ট্রেডিং কোড কার্যকর হবে।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

আলহাজ্ব টেক্সটাইলের সংবেদনশীল তথ্য নেই

alhazস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তারিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল লিমিটেডের শেয়ারের দর বাড়ার পিছনে কোনো সংবেদনশীল তথ্য নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গতকাল ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো কারণ নেই।

ডিএসইর তথ্য বিশ্লষণে দেখা যায়, গত ৩ কার্যদিবস ধরে শেয়ারটির দর বাড়ছে। এ সময়ে শেয়ারটির দর বেড়েছে ৮১ টাকা থেকে ৯৩ টাকা ৮০ পয়সা পর্যন্ত।

এদিকে গত ৫২ সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ৬৯ টাকা ১০ পয়সা থেকে ১৯১ টাকা ৫০ পয়সা পর্যন্ত।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/এএআর

বিডি থাইয়ের সম্পদ পুনর্মূল্যায়ন

bd thaiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই এলুমিনিয়ামের পরিচালনা পর্ষদ কোম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

পূনর্মূল্যায়নের পর বিডি থাইয়ের জমি এবং উন্নয়নকৃত জমির মূল্য দাঁড়িয়েছে ১৪৮ কোটি ৩৪ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। আগের যার মূল্য ছিল ৯১ কোটি ৭৫ লাখ ১ হাজার ৭২৪ টাকা।

পূনর্মূল্যায়নের পর এ কোম্পানির সম্পদ বেড়েছে ৫৬ কোটি ৫৯ লাখ ৩৫ হাজার ৭৭৬ টাকা। গত ৩০ নভেম্বর পুনর্মূল্যায়ন করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পূনর্মূল্যায়নের পর উদ্বৃত্ত অর্থ কোম্পানির আর্থিক প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের জমি কেনার সিদ্ধান্ত

olympicস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। নারায়ণগঞ্জে অবস্থিত ২৯.৫০ ডেসিমেল এই জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে এ জমির মূল্য মাত্র ৭৯ লাখ ৮৫ হাজার টাকা।

জমিটি নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের লোলাতিতে অবস্থিত বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এএআর