ফার কেমিক্যালের ২৫% লভ্যাংশ ঘোষণা

far camস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২ নভেম্বর।

ফার কেমিক্যাল লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আর্থিক প্রতিবেদন প্রতিবেদন দাখিল না করায় জরিমানা

bsecনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আর্থিক প্রতিবেদন দাখিলের ব্যর্থ হওয়ায় পরিচালকদের জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির ৫৫৫তম কমিশন সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির ২০১৪ সালে ৩০ জুন সমাপ্ত অর্ধবার্ষিকী ও ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন দাখিলের ব্যর্থতার জন্য এ জরিমানা করা হয়।

এ কারণেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে।

এই সভায় কমিশন ক্লিয়ারিং ও স্টেটলমেন্ট কোম্পানি আইনটি যাচাই-বাছাই পূর্বক অনুমোদন দিয়েছে। আইনটির উপর টেক হোল্ডারদের মতামতের জন্য প্রেরণ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

পেনিনসুলা হোটেলের ১৫% লভ্যাংশ ঘোষণা

peninস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও অবকাশ খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড বিনিয়োগকারীদের জন্য নগদ ১০ শতাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড সভায় ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ অক্টোবর। আর এজিএমের দিন ঘোষণা করেছে আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায়।

দ্যা পেনিনসুলা চট্টগ্রাম লিমিটেড গত বছর ২০১৪ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

মার্জিনধারীদের তালিকা চেয়েছে ডিবিএইচ

dbhস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কোম্পানি লিমিটেড লভ্যাংশ বিতরণের জন্য ব্রোকারেজ হাউজের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটি ব্রোকারেজ হাউজগুলোর কাছ থেকে মার্জিন ঋনধারীদের নাম, বিও নম্বর, ইটিআইএনসহ বিস্তারিত তথ্য চেয়েছেন। ব্রোকারহাউজ থেকে ঋণ নিয়ে (মার্জিন) শেয়ার কিনেছেন এমন বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে কোম্পানিটি।

আগামী ১৫ নভেম্বরের মধ্যে ব্রোকারেজ হাউজগুলোকে তাদের চিঠিতে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

রূপালি লাইফের উদ্যোক্তার শেয়ার বিক্রি

rupaliস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্যোক্তা হাতে থাকা কোম্পানিটির ৩১ হাজার ৯২১টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মোহাম্মদ হেলাল উদ্দিন নামে এই উদ্যোক্তা ২ লাখ ৮১ হাজার ৯২১ টি শেয়ারের মধ্যে এসব শেয়ার বিক্রয় করবেন। আগামি ২৯ অক্টোবরের মধ্যে কোম্পানিটির এসব শেযার বিক্রয় করবেন।

এই প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা এসব শেয়ার বাজার দরে বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

আইটিসির আইপিও আবেদন ২ নভেম্বর

ITC-Logo-230x155-145x150নিজস্ব প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট লিমিটেডের (আইটিসি) প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন জমা নেওয়া শুরু হবে আগামী ২ নভেম্বর, যা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা যায়।

১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়বে আইটিসি। আর এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটি।

২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা।

শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।

বিএসইসির ৫৫৪তম সভায় এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

সিএসইতে ৩৪ কোটি টাকার লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয়দিনে সূচকের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই দিন সিএসইতে অধিকাংশ শেয়ারের দর কমেছে। সিএসই সূ্ত্রে জানা যায়।

সিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক ১.৮১ পয়েন্ট কমে ১৪ হাজার ৮০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর সিএসসিএক্স .৫৮ পয়েন্ট কমে ৯ হাজার ১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৩০ ১৯.৭০ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই৫০ ৩.০৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই দিন সিএসআই ৩.৭৪ পয়েন্ট কমে ১ হাজার ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ কোটি ৬৬ লাখ টাকা। সোমবার হয়েছিল ২২ কোটি ৮১ লাখ টাকার শেয়ারের লেনদেন। দিনশেষে লেনদেনের শীর্ষে রয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক ও বেক্স ফার্মা।

মঙ্গলবার সিএসইতে ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৪টির দাম বেড়েছে, কমেছে ১৩৪ টির আর অপরিবর্তিত ছিল ২৯ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. বেক্স ফার্মা
  2. সাইফ পাওয়ারটেক
  3. স্কয়ার ফার্মা
  4. ব্র্যাক ব্যাংক
  5. গ্রামীন ফোন
  6. আরএকে সিরামিক
  7. লাফার্জ সুরমা
  8. ট্রাস্ট ব্যাংক
  9. আইএফআইসি
  10. ফার কেমিক্যাল।

ডিএসইতে প্রধান সূচক ও লেনদেন বেড়েছে

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ও লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৪ কোটি টাকা। তবে এই দিন অধিকাংশ শেয়ারের দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, মঙ্গলবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ২.৭৫ পয়েন্ট কমে ১ হাজার ১৬৮ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২.৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪২ পয়েন্টে অবস্থান করছে।

দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৪১৪ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে কিছুটা বেশী। গত কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ৩৮৪ কোটি ৬২ লাখ ১৮ হাজার টাকা।

ডিএসইতে ৩২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৯ টির দাম বেড়েছে, কমেছে ১৭৩টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার।

লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, সাইফ পাওয়ারটেক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, গ্রামীন ফোন, আরএকে সিরামিক, লাফার্জ সুরমা, ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ও ফার কেমিক্যাল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

এ্যাকটিভ ফাইনের শেয়ার ক্রয়

activeস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যাল লিমিটেডের একজন পরিচালক কোম্পানিটির ১ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, এস এম সাইফুর রহমান নামে এই পরিচালক আগামী ২৯ অক্টোবরের মধ্যে এসব শেয়ার ক্রয় করবেন।

এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ