এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যূয়াল থাতের কোম্পানি এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় ফান্ডটি।

এসময় কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। আর কোম্পানির ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১১ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট ১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী শুরু ৮ ফেব্রুয়ারি

DGT2220180206213553স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী (ডিটিজি)। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী খোকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এতে বিশ্বের ৩৬টি দেশের ১১০০ টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নেবে।

যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে বিটিএমএ, হংকংয়ের প্রতিষ্ঠান ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং কোম্পানি। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মোহাম্মদ আলী খোকন জানান, টেক্সটাইল খাতে বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা আমাদের তৈরি পোশাকের প্রবৃদ্ধি ও তাকে টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর মোট রফতানির ৮৩ দশমিক ৩৮ শতাংশ এ খাত থেকে আয় হয়েছে।

তিনি আরও জানান, ২০০৪ সাল থেকে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন শুরু হয়েছে। বস্ত্র খাতের নিত্য-নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে উদ্যোক্তাদের পরিচিত করাতে এ ধরনের প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় এক হাজার ২০০ বুথ নিয়েছে মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্রব্যমূল্য নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়: কৃষিমন্ত্রী

motiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় মাত্রায় রয়েছে। এ নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনাবিষয়ক এক সংবাদ সম্মেলনে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “চালের দাম অবশ্যই কমেছে। তা না হলে ৩৯ টাকায় আমরা চাল কিনতে পারতাম না।”

তিনি বলেন, “আগাম বন্যার কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছিল। তবে এখন তা স্বভাবিক সহনীয় মাত্রায় চলে এসেছে। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দাম বৃদ্ধি নিয়ে কারো মধ্যে কোনো অসন্তুষ্টি নেই।”

এবার কৃষকদের ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটার উদ্দেশ্য হলো- কৃষকদের উৎসাহিত করা, আবাদের এলাকা বৃদ্ধি করা, ফলন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা এবং পতিত জমিগুলো আবাদের আওতায় আনা।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিজার্ভ চুরি নিয়ে নিউ ইয়র্কে মামালার সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, “মামলাটি হবে নিউ ইয়র্কে। মামলায় ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের (বাংলাদেশ) পক্ষে কাজ করবে।”

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।”

রিজার্ভ চুরির বিষয়ে ড. ফরাস উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নাহী এ‌্যালুমিনাম কম্পােজিট ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

Nahiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি নাহী এ‌্যালুমিনাম কম্পােজিট প্যানেল লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আর নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর

লভ্যাংশ দেওয়ায় ম্যাকসন স্পিনিংয়ের ক্যাটাগরি পরিবর্তন

Maksonsস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেড ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১২ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল ৮ ফেব্রয়ারি থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত ২০১৭ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

  1. বেক্স ফার্মা
  2. লংকা-বাংলা ফাইন্যান্স
  3. ওসমানিয়া গ্লাস
  4. আইএলএফএল
  5. সিটি ব্যাংক
  6. স্কয়ার ফার্মা
  7. আলিফ ইন্ডাস্ট্রিজ
  8. ফার্মা এইডস
  9. মুন্নু সিরামিকস
  10. গ্রামীন ফোন লিমিটেড।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কম

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে সূচকেরও পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক .০৩ পয়েন্ট কমে অবস্থান করে ২২১৬ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৩৯৮ কোটি ১৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৮৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪৯টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্স ফার্মা, লংকা-বাংলা ফাইন্যান্স, ওসমানিয়া গ্লাস, আইএলএফএল, সিটি ব্যাংক, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার্মা এইডস, মুন্নু সিরামিকস ও গ্রামীন ফোন লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৮৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১১৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন টাকায় লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৭ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিডি ফাইন্যান্স ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

মার্কিন শেয়ারবাজারে ভয়াবহ দরপতন : বিশ্ববাজারেও ধস

usaস্টকমার্কেটবিডি ডেস্ক :

সোমবার ছয় বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দরপতনের মুখে পড়ে মার্কিন শেয়ারবাজার। উচ্চ সুদের হারের কারণে উদ্বেগ বৃদ্ধি পাওয়ায় সোমবার শেয়ার বিক্রির ধুম পড়ে যায়। শুরু হয় দরপতন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাজ্য, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের শেয়ারবাজারে দরপতনের ধারা চলছে।

যুক্তরাষ্ট্রে ৩০টি প্রধান কোম্পানি নিয়ে গঠিত সূচক ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ইনডেক্স ৪ দশমিক ৬ শতাংশ কমে ২৪ হাজার ৩৪৫ পয়েন্টে নেমেছে। বাজারে বড় ধসের মুখে বিনিয়োগকারীদেরকের আশ্বস্ত করতে হোয়াইট হাউজ বলেছে, দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মৌলিক দিকগুলোর প্রতি নজর দেয়া হচ্ছে, যেগুলো দারুণ শক্তিশালী অবস্থানে রয়েছে।

ডাউ জোন্সের পাশাপাশি বৃহত্তর এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৪ দশমিক ১ শতাংশ এবং প্রযুক্তি কোম্পানিগুলো নিয়ে তৈরি সূচক নাসদাক ৩ দশমিক ৭ শতাংশ দর হারিয়েছে। লন্ডনের প্রধান কোম্পানিগুলো নিয়ে গঠিত এফটিএসই ১০০ সূচক ১০৮ পয়েন্ট বা ১ দশমিক ৪৬ শতাংশ কমেছে।

মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ওয়াল স্ট্রিটকে অনুসরণ করে দরপতন শুরু হয়। জাপানের প্রধান সূচক নিক্কেই কিছুটা ঘুরে দাঁড়ানোর আগে ২২৫ পয়েন্ট বা ৪ দশমিক ৮ শতাংশ দর হারায়, যেখানে অস্ট্রেলিয়ার প্রধান সূচক এসঅ্যান্ডপি/এএসএক্স দর হারিয়েছে ২০০ পয়েন্ট বা ২ দশমিক ৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার সূচক কোসপি ২ দশমিক ৩ শতাংশ দর হারিয়েছে।
এর আগে অর্থনৈতিক অগ্রগতির লক্ষণে যুক্তরাষ্ট্রের বাজার সর্বোচ্চ অবস্থানে চলে গিয়েছিল। ২০১৬ সালের নভেম্বরে নির্বাচত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজার বাড়ার এই বিষয়ে বেশ কয়েকবার টুইট করেছেন।

আর্থিক প্রতিষ্ঠান মোটলি ফুলের প্রধান নির্বাহী ডেভিড কোউ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংবাদ আশাতিরিক্ত শক্তিশালী। তাই অন্যভাবে দেখলে, ইতিবাচক অর্থনৈতিক সংবাদের কারণেই বাজার সংশোধন হয়েছে।’

শতাংশীয় হিসেবে দেখলে ২০১১ সালের অগাস্টের ‘ব্ল্যাক মানডে’র পর থেকে ডাউয়ের সবচেয়ে বড় দরপতন হয়েছে। ওই সময় স্ট্যান্ডার্ডস অ্যান্ড পুওরস যুক্তরাষ্ট্রে এর ঋণমান নামিয়ে দিয়েছিল। আমেরিকান ও বিশ্ব অর্থনীতির পূর্বাভাসের পরিবর্তনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম অধিদফতর চাকরি নিয়ে যে তথ্য প্রকাশ করেছে, তাতে বেতন আশাতীত বেড়েছে বলে দেখানো হয়েছে। এরপর শেয়ারবাজারে বিক্রির চাপ বাড়তে থাকে। সিএমসি মার্কেটসের বিশ্লেষক মাইকেল ম্যাকার্থি বলেন, বেতনের পরিমাণ হঠাৎ করে নি¤œ সুদের হারকে ধসিয়ে দিয়েছে। ‘শেয়ার বিক্রির হিড়িকের মধ্য দিয়ে কাক্সিক্ষত সুদের হারের চেয়ে বেশি হওয়ার ইঙ্গিত রয়েছে।’

এর ফলে, বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে অর্থ বিনিয়োগ করছেন বন্ডের মতো সম্পদে, যাতে উচ্চ সুদের হারের সুবিধা নেয়া যায়। এসঅ্যান্ডপি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্সের পোর্ট ফোলিও ম্যানেজার এরিন গিবস বলেন, ‘এটা অর্থনীতির পতন নয়। এর মধ্যে এই উদ্বেগ নেই যে বাজার ভালো করবে না। ‘এটার অর্থ হলোÑ অর্থনীতি আশাতীত ভালো করেছে এবং আমাদের পুনর্মূল্যায়ন করতে হবে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

লাফার্জ সুরমার রেজিষ্টার্ড অফিস পরিবর্তন

lafarzস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ সুরমা লিমিটেডের রেজিস্টার্ড অফিস পরিবর্তন করা হয়েছে। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির রেজিস্টার্ড অফিস রাজধানীর তেজগাঁয়ে স্থানান্তর করা হয়েছে।

১ ফেব্রুয়ারি হতে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের এই অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ