ইষ্টার্ণ ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১.১৪ টাকা

EBL-logo20161225164823স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইষ্টার্ণ ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.১৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.০৪ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৮৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ২.৩১ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৯.২৫ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২৮.৬৪ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ৪৪ পয়সা

nbl-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৪৪ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২২ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ৫৬ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ৪৪ পয়সা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ১৭.৬৭ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ১৮.৬১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

মার্কেন্টাইল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১.০৯ টাকা

mercantilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১.৯৪ টাকা। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.০৯ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৯০ টাকা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৯৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৯৩ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের দায়ের পরিমাণ হয়েছে ১.৬০ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ০.৩৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

অর্থমন্ত্রীর সঙ্গে আইসিএমএবি প্রতিনিধি দলের সাক্ষাৎ

Minister-Mohitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আজ বুধবার তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন দি ইন্স্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি)- এর একটি প্রতিনিধিদল।

আইসিএমএবি’র প্রেসিডেন্ট ‘কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং’ পেশার উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন।

প্রতিনিধিদল আইসিএমএবি এর বিভিন্ন চলমান কর্মকান্ডের ব্যাখ্যা করেন এবং অর্থমন্ত্রীর সক্রিয় সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। আইসিএমএবি-এর প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

অর্থমন্ত্রী দেশের ব্যবসা ও শিল্প ক্ষেত্রে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টদের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

তিনি দেশে একাউন্টিং পেশা ও ইন্স্টিটিউটের সার্বিক উন্নয়ন কামনা করেন এবং যথাযথ সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- ইন্স্টিটিউটের সাবেক প্রেসিডেন্টদ্বয় এম. আবুল কালাম মজুমদার ও আরিফ খান, সচিব মো. আবদুর রহমান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. স্বপন কুমার বালা এবং আইসিএমএবি এর নির্বাহী পরিচালক মো. মাহ্বুব উল আলম সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

কয়লা কেলেঙ্কারির পেট্রোবাংলার তদন্ত কমিটির প্রতিবেদন জমা

1532284691_62স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দিনাজপুরের বড় পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির কয়লা কেলেঙ্কারির ঘটনা অনুসন্ধানে পেট্রোবাংলার করা কমিটি প্রতিবেদন দিয়েছে; তবে এ বিষয়ে কিছু বলতে চাননি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

২৩০ কোটি টাকা মূল্যের ১ লাখ ৪৪ হাজার ৬৪৪ মেট্রিক টন কয়লা উধাও হয়ে যাওয়ার ঘটনা তদন্তে পেট্রোবাংলার পরিচালক কামরুজ্জামানকে প্রধান করে শুক্রবার তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছিল।

তাদের প্রতিবেদন পাওয়ার কথা জানিয়ে বুধবার বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে কয়লা কেলেঙ্কারির ঘটনায় কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ১৯ জনকে আসামি করে দুর্নীতি দমন আইনে অভিযোগ দায়ের করেছে খনি কর্তৃপক্ষ।

বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ আনিছুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে পার্বতীপুর মডেল থানায় এ অভিযোগ দায়ের করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

তিন ব্যাংকে সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা ৩ আগস্ট

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষা আগামী ৩ আগস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তাতে পরীক্ষা কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের ৫৯টি কেন্দ্রে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এই তিন প্রতিষ্ঠানে ৩৬৭টি পদের বিপরীতে প্রায় ১ লাখ ৬১ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে যাঁরা প্রবেশপত্র ডাউনলোড করেছেন, তাঁরা এই পরীক্ষায় অংশ নিতে পারবেন। সকাল সাড়ে ১০ থেকে সাড়ে ১১টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে, প্রার্থীকে পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবেন না প্রার্থীরা। এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ঢাকা ব্যাংকের ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা

dhakaস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন পরিচালক ৫০ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রাখী দাস গুপ্ত নামে এই পরিচালক প্রতিষ্ঠানটির ৫০ হাজার শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই শেয়ারধারী পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

গ্লোবাল হেভী কেমিক্যালসের সংবেদনশীল কোনো তথ্য নেই

Global-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই এ শেয়ারের দর ছিল ৩৯.৪০ টাকা এবং আজ ২৫ জুলাই এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৩০ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে গ্লোবাল হেভী কেমিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

সান লাইফ লভ্যাংশ ঘোষণা করবে ৩১ জুলাই

sunlife-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৩১ জুলাই আহ্বান করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানী বনানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ এর ১৯/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০১৭ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিমাটি শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।

সর্বশেষ ২০১৬ সমাপ্ত বছরে বিমাটি শেয়ারহোল্ডারদেরকে কোনো লভ্যাংশ দেয়নি।

স্টকমার্কেটবিডি.কম/বি

সূচকের সামান্য পতনে বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। তবে এদিন সেখানে শেয়ার দরের সাথে সূচকেরও পতন হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক সামান্য কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫৪ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৭১৬ কোটি ৬১ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৩১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৬৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৬ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৭টির। আর দর অপরিবর্তিত আছে ৪১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বিবিএস ক্যাবলস, প্যাসিফিক ডেনিমস, সিঙ্গার বিডি, এ্যাকটিভ ফাইন, ওসমানিয়া গ্লাস, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার, ফুয়াং ফুডস, দ্যা পেনিনসুলা ও সায়হাম টেক্সটাইল লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৯২৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৯টির।

এদিন লেনদেন হয়েছে ৫৭ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল সায়হাম টেক্সটাইল ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড