ইউনাইটডে পাওয়ারের ৯০% নগদ ও ২০% বোনাস লভ্যাংশ ঘোষণা

UPGDস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও শক্তি খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৯০ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের জুন মাসে শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১১.৫১ টাকা। এ সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০.৮০ টাকা।

আগামী ৩০ অক্টোবর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) দিন নির্ধারণ করেছে। আর রেকর্ড ডেট ১৫ নভে৬ সেপ্টেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বি

৫ বছর লভ্যাংশ না দেওয়ায় আরও ২ কোম্পানিকে ডিএসইতে শোকজ

dse1স্টকমার্কেটবিডি ডেস্ক :

টানা পাঁচ বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণ জানতে চেয়ে আরও দুই কোম্পানিকে চিঠি দিয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কোম্পানি দু’টি হলো- সোনারগাঁও টেক্সটাইল ও ইনফরমেশন নেটওয়ার্কস লিমিটেড।

বুধবার (০৮ আগস্ট) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (০৭ আগস্ট) একই কারণে ১৩ কোম্পানিকে শোকজ করা হয়েছে।

কোম্পানি দু’টির মধ্যে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ২০১২ সালে সর্বশেষ ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিলো।

কোম্পানি ইনফরমেশন নেটওয়ার্কস লিমিটেড ২০০২ সালে শেয়ারবাজারে তালিভুক্ত হয়। কোম্পানিটিও সর্বশেষ ২০১২ সালে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিলো।

ডিএসই সূত্র জানা যায়, কোম্পানিগুলো নিয়মিত লভ্যাংশ বিতরণ ও বার্ষিক সাধারণ সভা (এজিএম) করছে না। ফলে বিনিয়োগকারীরা প্রতারিত হচ্ছেন। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিএসইর তালিকাচ্যুত (ডিলিস্টিং) ২০১৫ এর ৫১/১ এর আইন অনুযায়ী এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত ১৮ জুলাই এ আইনের ক্ষমতাবলে দীর্ঘদিন ধরে উৎপাদন বা ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকা রহিমা ফুড ও মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিংকে তালিকাচ্যুত (ডিলিস্টিং) করে ডিএসই কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার (০৭ আগস্ট) একই কারণে আরো ১২ কোম্পানিকে শোকজ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

দেড় লাখ টন সার কেনার প্রস্তাব অনুমোদন দিল মন্ত্রিসভা

imagesস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এক লাখ ৪৫ হাজার মেট্রিক টন সার, ৫০ হাজার মেট্রিক টন গম এবং সোয়া দুই লাখ বৈদ্যুতিক খুঁটি কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সাড়ে পাঁচ লাখ টন সার কেনার চুক্তির আওতায় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানির কাছ থেকে প্রথম লটে ৩০ হাজার টন ইউরিয়া কেনার প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি। এতে ব্যয় হবে ৬৮ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা।

এছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান মা’আদেন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে চুক্তির অধীনে রাষ্ট্রীয় পর্যায়ে ৮৭ কোটি ৯৩ লাখ টাকায় প্রথম লটে ২৫ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি।

মোস্তাফিজুর জানান, রাষ্ট্রীয় পর্যায়ে বেলারুশ পটাশ কোম্পানি ও বিএডিসির মধ্যে চুক্তির অধীনে প্রথম লটে ৩০ হাজার টন এমওপি সার আমদানি করা হবে, এতে ব্যয় হবে ৬৯ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকা।

“রাষ্ট্রীয় পর্যায়ে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রথম লটের ৩০ হাজার টন এমওপি সার আমাদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি, এতে ব্যয় হবে ৬৯ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকা।”

রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন প্রোডিনটর্গ ও বিএনডিসির মধ্যে চুক্তির আওতায় ৩০ হাজার টন এমওপি সার আমাদানির প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এতে ৬৯ কোটি ২১ লাখ ৯৩ হাজার টাকা ব্যয় হবে বলে জানান অতিরিক্ত সচিব মোস্তাফিজুর।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেড

চট্টগ্রাম বন্দরের জন্য চারটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ক্রয় চুক্তি

2584স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কন্টেইনার জাহাজ থেকে দ্রুততার সঙ্গে কন্টেইনার লোডিং-আনলোডিং এর লক্ষ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জন্য চারটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ক্রয়ের জন্য চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বুধবার (৮ আগষ্ঠ) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে চারটি ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ক্রয়ের লক্ষ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।

চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড ক্রেনগুলো সরবরাহ করবে। ৪০ টন ধারণ ক্ষমতার চারটি ক্রেন সংগ্রহে ব্যয় হবে ২৩৮ কোটি ৬১ লাখ ৫২ হাজার টাকা।

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং মন্ত্রণালয়ের সচিব মো. আবদুস সামাদের উপস্থিতিতে চুক্তিপত্রে স্বাক্ষর করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ এবং চীনের সাংহাই জেনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিউ কিজং।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেড

শেষ পর্যায়ে এমএল ডায়িংয়ের আইপিও প্রক্রিয়া : লটারী বৃহস্পতিবার

ML Dyingস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এম এল ডায়িং লিমিটেডকে ২০ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রক্রিয়া শেষ পর্যায়ে এসেছে। আগামীকাল বৃহস্পতিবার আইপিও আবেদনের লটারী অনুষ্ঠিত হবে।

এদিন রমনার ইন্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এই লটারি অনুষ্ঠিত হবে। সেখানে কোম্পানিটির পরিচালকবৃন্দসহ বিএসইসি, ডিএসই ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিনিয়োগকারীরা আইপিও শেয়ারের জন্য গত ৮ থেকে ১৯ জুলাই পর্যন্ত আবেদন করেন।

এর আগে গত ১৪ মে কমিশনের ৬৪৪তম নিয়মিত সভায় এম এল ডায়িং লিমিটেডকে আইপিও অনুমোদন দেওয়া হয়।

শেয়ারবাজার থেকে উত্তোলিত টাকা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ভবন নিমার্ণ ও আইপিও খরচ নির্বাহ কাজে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, এম এল ডায়িং লিমিটেডের ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। এ সময়ের কোম্পানিটির ইপিএস হয়েছে ২.৩৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এনবিএল ক্যাপিটাল অ্যান্ড ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড ও রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসটি/জেডআর

ডেল্টা লাইফের উন্নয়ন কর্মকর্তাদের প্রীতি সম্মেলন

Delta Life-07 Augustস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর মাঠপর্যায়ের অর্ধবার্ষিক সময়ে সফল উন্নয়ন কর্মকর্তাদের সমন্বয়ে প্রথমবারের মত Coffee with CEO অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল।

গত ৫ আগস্ট অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিমাটির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব আদিবা রহমান সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন এবং কোম্পানীর ব্যবসার প্রবৃদ্ধির হার বাড়াতে এবং জীবন বীমা শিল্পে নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন।

এ সময় তিনি নতুন প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের আধুনিক সুযোগ সুবিধা প্রদানের পরিকল্পনা সম্পর্কেও আলোকপাত করেন এবং কোম্পানীর ফেসবুক পেইজ উন্মোচন করেছেন।

উক্ত অনুষ্ঠানে কোম্পানীর চীফ মার্কেটিং অফিসার জনাব বিনীত আগরওয়াল ডেল্টা লাইফ এবং নতুন প্রজন্মের কাছে বীমা বিক্রয়ের গুরুত্ব ও বিক্রয় কৌশল সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে কোম্পানীর কেন্দ্রীয় কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও উল্লেখ্য, অনুষ্ঠানটিতে ডেল্টা লাইফ এবং আইডিএলসি এসেট ম্যানেজমেন্টের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের আওতায় Systematic Investment Plan -এর দাপ্তরিক কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

দুই দিনে শেয়ারটির দর বেড়েছে ২১৩ টাকা

Stylecraftস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্র জানা গেছে, গত ৬ আগষ্ট এ শেয়ারের দর ছিল ২৭৭৭ টাকা এবং আজ ৮ আগষ্ট এ শেয়ারের দর বেড়ে দাঁড়িয়েছে ২৯৯০ টাকা। দুই দিনে শেয়ারটির দর বেড়েছে ২১৩ টাকা।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে স্টাইল ক্রাফট লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ব্যাংক উদ্যোক্তার সব শেয়ার বিক্রির ঘোষণা

siblস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা হাতে থাকা শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়,কামাল উদ্দিন আহমেদ নামে একজন উদ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির সব শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে প্রতিষ্ঠানটির ১,০৮,২৩,০১২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. আমান কটন
  2. বিবিএস ক্যাবলস
  3. লিগ্যাসী ফুটওয়ার
  4. প্যারামাউন্ট টেক্সটাইল
  5. দ্যা পেনিনসুলা
  6. মুন্নু সিরামিকস
  7. ইউনাইটেড পাওয়ার
  8. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  9. ব্র্যাক ব্যাংক
  10. সায়হাম টেক্সটাইল লিমিটেড।