ইন্টারনেট ব্যবহারে এশিয়ার শীর্ষ ৫-এ বাংলাদেশ

ooooস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট ব্যবহারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যার প্রভাব পড়েছে এর সূচকে। ‘ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাটস’ এর সমীক্ষা প্রতিবেদন বলছে, ইন্টারনেট ব্যবহারের এশিয়ার শীর্ষ পঞ্চম দেশ হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

তাদের তথ্য মতে, ২০০০ সালে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল এক লাখের মতো। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ সংখ্যা ৮ কোটি ছাড়িয়ে গেছে।

এশিয়ার শীর্ষ ইন্টারনেট ব্যবহারীর স্থানটির বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের দখলে। তাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন ৭৭ কোটি ২০ লাখের বেশি। দ্বিতীয় স্থানে থাকা ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪৬ কোটি ২০ লাখ। শীর্ষ পাঁচের বাকি দুটি দেশ ইন্দোনেশিয়া (১৪ কোটি ৩০ লাখ) ও জাপান (১১ কোটি ৮০ লাখ)।

সমীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্ব ডিজিটাল যুগে প্রবেশ করেছে। এই সময়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহার বিস্তৃতভাবেই বাড়ছে। বিশেষ করে গত ১০ বছর এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে বিস্ময়কর অগ্রগতি দেখা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

৮০ কোটি টাকা প্রণোদনা পাবেন সারাদেশের ৭ লাখ কৃষক

motiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারাদেশের ৬ লাখ ৯০ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪৯৫ টাকা প্রণোদনা দেবে সরকার। ১১টি ফসলের উৎপাদন বাড়াতে এ প্রণোদনা দেওয়া হবে।

রবিবার (০৭ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

ফসলগুলো হচ্ছে গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, ফেলন, খেসারি, বিটি বেগুন, বোরো, শীতকালীন মুগ এবং পরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল।

সংবাদ সম্মেলনে কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামান ছাড়াও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘ঘোষিত এই প্রণোদনা কার্যক্রমের অর্থ কৃষি মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ থেকে সংকুলান করা হবে। এ জন্য সরকারের কোনও অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে না। রবি মৌসুমে খেসারি, বিটি বেগুন, বোরো, গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম, ফেলন, শীতকালীন মুগ এবং পরের খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধিতে ৬৪টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রণোদনার মাধ্যমে পরিবার প্রতি সর্বোচ্চ ১ বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে।’

স্টকমার্কেটবিডি.কম/বি

বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে কানাডার আগ্রহ প্রকাশ

1538937205_65স্টকমার্কেটবিডি ডেস্ক :

কানাডা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য বাড়ানোর বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছে। এ প্রেক্ষিতে কানাডা দুদেশের বেসরকারি খাতের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং নিয়মিত আলোচনার ওপর গুরুত্ব দিয়েছে।

বাংলাদেশে কানাডার হাইকমিশনার মি. বেনোই প্রেফনটেইন এবং এফবিসিসিআই নেতৃবৃন্দের মধ্যে রবিবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা করা হয়। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম (মহিউদ্দিন) এবং সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম সভায় উপস্থিত ছিলেন।

সভায় এফবিসিসিআইয়ের পক্ষ থেকে কানাডার ভিসা কনস্যুলার অফিসটি ঢাকায় আবার ফিরিয়ে আনারও অনুরোধ জানানো হয়।

কানাডা হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর ও উর্ধ্বতন ট্রেড কমিশনার মিস করিন পেট্রিসর এবং হাইকমিশনের ট্রেড কমিশনার মো: কামালউদ্দিনও বৈঠকে উপস্থিত ছিলেন। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত মহাসচিব হোসাইনজামিল এবং সচিব আফসারুল আরিফিন আলোচনায় অংশ নেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বিএসইসির ভূমিকা গুরুত্বপূর্ণ : অর্থমন্ত্রী

Muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর আমাদের স্বপ্ন দেখাচ্ছেন, ২০৪১ সালে সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হব, সেই স্বপ্নটি সত্যিকারভাবে সার্থক হতে পারে। আর এই সাফল্য পেতে হলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগটা বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়ানোর জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাইলে আগামী পাঁচ বছর বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেজন্য সরকারের ধারাবাহিকতা জরুরি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, আওয়ামী লীগ আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে ‘গড়ে তোলার পর্যায়ে’ পৌঁছাবে।

রবিবার কৃষিবিদ ইন্সটিটিউট অডিটোরিয়ামে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন,“আমরা অনেক নিচের স্তর থেকে শুরু করেছি, সেজন্য আমাদের উঠতে সময় লেগেছে। একবার যখন উঠেছি তখন আরেকটু মোমেন্টাম যেন বজায় রাখতে পারি, সেই চেষ্টা আপাতত করে যাচ্ছি।”

নিরবচ্ছিন্ন ক্ষমতায় থাকলে উন্নয়নের গতি ধরে রাখা সহজ হয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ১০ বছর ধরে ক্ষমতায় থাকা ‘জাতির জন্য সৌভাগ্য’।

“আমি প্রায়ই বলি, আরও পাঁচটি বছর যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকে তাহলে মোটামুটিভাবে বাংলাদেশে এমন একটা পর্যায়ে পৌঁছাবে, সেখান থেকে ১০-১৫ বছরে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠতে কোনো অসুবিধা হবে না।”

২০৩০ সালের মধ্যে বিশ্ব থেকে বৈষম্য ঘোচাতে জাতিসংঘ যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ঠিক করেছে, তার বেশিরভাগ আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের পক্ষে অর্জন করা সম্ভব বলে মনে করেন মুহিত।

তিনি বলেন, “সেটা করতে পারলে প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদের দেখাচ্ছেন, ২০৪১ সালে সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হব, সেই স্বপ্নটি সত্যিকারভাবে সার্থক হতে পারে।”

অর্থমন্ত্রী বলেন, সেই সাফল্য পেতে হলে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগটা বাড়াতে হবে। আর বিনিয়োগ বাড়ানোর জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ।

“সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ৮ বছরে অত্যন্ত দক্ষতার নিদর্শন উপস্থাপন করেছেন এবং সেই দক্ষতাটা আগামী ৫ বছর বজায় থাকবে বলে আশা করি।”

অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজার গড়ে তুলতে সক্ষম হয়েছি সেটি আমি বলব না, আমি বলব একটি শেয়ারবাজার যাতে গড়ে উঠতে পারে তার ভিত্তি স্থাপন করেছি।”

শেয়ারবাজারে গত এক দশকে দুইবার বড় ধস নামায় যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা দূর করতে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত ৮ বছর ধরে কাজ করে যাচ্ছে মন্তব্য করে মুহিত বলেন, “আমি অত্যন্ত খুশি যে এই কমিশন অত্যান্ত পরিশ্রম করে এবং ঐক্যবদ্ধভাবে কার্যক্রম চালিয়ে গেছের। ২০১৮ সালে একে একটি অবস্থানে নিয়ে এসেছে, যখন মনে হচ্ছে হয়ত আমাদের পুঁজি বাজার অচিরেই গড়ে উঠবে।”

অনেক ক্ষেত্রে সঞ্চয়কেও বিনিয়োগ ধরা হয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “আমরা মোটামুটিভাবে জানি গত ১০ বছর আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং উন্নয়ন হচ্ছে। এর মাধ্যমে গড়ে উঠেছে বিনিয়োগ প্রবৃদ্ধি। আমার এখন ৩০ শতাংশের মত বা তার একটু বেশি বিনিয়োগ করছি। তার মধ্যে ব্যক্তি মালিকানা খাতের অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারাই বিনিয়োগটা বাড়াতে পারে।”

বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেনসহ কমিশনের কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. খুলনা পাওয়ার
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিবিএস ক্যাবলস
  4. এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
  5. সিঙ্গার বিডি
  6. ইফাদ অটোস
  7. ড্রাগন সোয়েটার স্পিনিং
  8. নূরানী ডায়িং
  9. কনফিডেন্স সিমেন্ট
  10. ভিএফএস থ্রেডস লিমিটেড।

দিনশেষে সূচকের উঠা-নামায় বেড়েছে লেনদেন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। দিনশেষে ডিএসইতে সূচকগুলোর মিশ্রাবস্থা ছিল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত দিনের চেয়ে লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৪৪ কোটি ৮০ লাখ টাকা। গত বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ৭৬০ কোটি ২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির। আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, সিঙ্গার বিডি, ইফাদ অটোস, ড্রাগন সোয়েটার স্পিনিং, নূরানী ডায়িং, কনফিডেন্স সিমেন্ট ও ভিএফএস থ্রেডস লিমিটেড।

এদিকে রবিবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬৯৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এশিয়া প্যাসিফিক ও এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

অগ্রনী ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আহবান

agriniস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ১১টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০১৮ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বিমাটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৩য় প্রান্তিকের ইপিএস ১৯ পয়সা

continental-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংকটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২২ পয়সা।

এই বছরে জানুয়ারি-সেপ্টেম্বর এই ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৮ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৬৯ টাকা।

৩১ মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৩৩ টাকা। যা গতবছর ২০১৭ সালে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ন্যাভ ছিল ১৮.৯৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের বাৎসরিক বোর্ড সভা ২৩ অক্টোবর

olimpicস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানী মতিঝিলে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০১৮ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফারইষ্ট নিটিংয়ের শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা

fekdilস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফারইষ্ট নিটিং এন্ড ডায়িং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০১৮ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ২১.৪৫ টাকা।

আগামী ২২ নভেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ অক্টোবর।

স্টকমার্কেটবিডি.কম/এ