আর্গন ডেনিমসের ১৫ লাখ শেয়ার বিক্রি

Argon-denims-1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের ৫ জন উদ্যোক্তা প্রায় ১৫ লাখ শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। আরিফা আখতার, ফারহানা হক, এমডি আখতার শহীদ, আবু কায়সার মজুমদার এবং একেএম গওহর রাব্বাবী নামের এই উদ্যোক্তারা যথাক্রমে ১ লাখ ৯৭ হাজার, ২ লাখ ১ হাজার, ৫ লাখ, ৫ লাখ ৫৩ হাজার, ৫ লাখ ৪৯ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তাদের কাছে যথাক্রমে কোম্পানির ৩ লাখ ৮ হাজার ১৬টি, ৩ লাখ ১২ হাজার ৯৪৮টি, ৭১ লাখ ৪৭ হাজার ২৯৬ টি, ৯৯ লাখ ২২ হাজার ৭৫২ টি এবং ৯৯ লাখ ২২ হাজার ২০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমান শেয়ার বেচবেন তারা।

এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ারগুলো বেচতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

শেয়ারবাজারের লেনদেনে আজও ঊর্ধ্বমুখী প্রবণতা

DSE_CSE-smbdস্টকমার্কেট ডেস্ক :

টানা দ্বিতীয় দিনের মতো আজ বৃহস্পতিবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে শেয়ারবাজারের লেনদেন।
লেনদেনের শুরু থেকে দেশের উভয় শেয়ারবাজারে হাতবদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম ঊর্ধ্বমুখী।

বেলা পৌনে ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ডিএসই এক্স সূচক দাঁড়িয়েছে চার হাজার ৮৪৬। এরই মধ্যে লেনদেন হয়েছে ২১৩ কোটি টাকার মতো। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই সময় ৭২ দশমিক ২০ পয়েন্ট বেড়ে সার্বিক সূচক দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৮৪।

মোট লেনদেন হয়েছে ১৫ কোটি টাকার কিছু বেশি।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্যারামাউন্ট টেক্সটাইল মেশিন কিনবে

paramountস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল কারখানায় নতুন মেশিন সংযোজন করবে। ইতিমধ্যে এসব মেশিন ক্রয়ের সিদ্ধান্ত অুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কারখানার জন্য জার্মানী থেকে কোল্ড প্যাড ডায়িং মেশিন কিনবে তারা। মেশিনটির দাম পড়বে ৬৩ হাজার ডলার।

এক্ষেত্রে কোম্পানিটিকে আর্থিক সহযোগিতা করবে পূবালী ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

প্রাইম ইন্স্যুরেন্সের ইপিএস বৃদ্ধি

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। এসময় কোম্পানিটির ইপিএস বেড়েছে ২০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৪১ পয়সা, যা বর্তমানে ৬১ পয়সা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের (এপ্রিল, ১৫ – জুন, ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

২০১৫ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি মোট সম্পদ দাঁড়িয়েছে ১৬.১৮ টাকা। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সম্পদ ছিল ১৫.১৬ টাকা।

উল্লেখ্য, হিসাব বছরের প্রথম ৬ মাসে (জানু,১৫-জুন,১৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৭০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আগামীকাল ১৪ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সেদিন সকাল সাড়ে ১০ টায় এ ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত শেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় আসতে পারে ইউনিট হো্ল্ডারদের জন্য লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

৪টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪টি মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ ১৪ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ফান্ডগুলো হচ্ছে- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড এবং ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের এ ট্রাস্টি সভা আজ সকাল ১০ টা ৫০মিনিটে অনুষ্ঠিত হবে। এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের সকাল ১১ টায়, গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের সকাল ১১ টা ২০ মিনিটে, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা আজ সকাল ১১ টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে।

সভায় ৩০ জুন সমাপ্ত শেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় আসতে পারে ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ।

স্টকমার্কেটবিডি.কম/এম

লিবরা ইনফিউশনের দর বাড়ার কারণ নেই

libra-infusionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি লিবরা ইনফিউশনসের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ কার্যদিবসের মাত্র ৮ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৩৫৫ টাকা থেকে বেড়ে হয় ৪৪০ টাকা ৫০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ১০৫ টাকা ৫০ পয়সা বা ৩১ দশমিক ৪৯ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ম্যারিকো বাংলাদেশের এজিএম আজ

maricoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকার হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। বুধবার (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৯০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। এ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় ছিল ৪৩ টাকা ৯৯ পয়সা এবং শেয়ারের সম্পদমূল্য ছিল (এনএভি) ৫৪ টাকা ১৬ পয়সা।

২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৩৭৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ পুরো বছরের জন্য মোট ৪২৫ শতাংশ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এফ

লেনদেনের ঘটনায় ডিএসইর দুঃখ প্রকাশ

dseনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রায় পৌনে দুই ঘণ্টা পর লেনদেন শুরু হয়ে তা চলে ৪ টা ১০ মিনিট পর্যন্ত। আর এই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছে ডিএসই। ডিএসইর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ডিএসই-র ট্রেডিং দুপুর ১২:১০মিঃ এ শুরু হয়ে পূর্ণাঙ্গ ৪ ঘন্টার সেশন শেষে ৪:১০মিঃ এ শেষ হয়। ইস্যুটি ইতোমধ্যে চিহ্নিত করে সমাধান করা হয়েছে। ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাজার অংশগ্রহণকারীদের অসুবিধার জন্য ডিএসই দুঃখ প্রকাশ করেছে।

কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ের প্রায় পৌনে দুই ঘণ্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবারের লেনদেন শুরু হয়। লেনদেন চলবে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত।

সকাল সাড়ে ১০ টায় লেনদেন শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা করতে পারেনি। ওয়েব সাইটে কোম্পানির নিউজ প্রকাশিত হলেও আর কোনো আপডেট তথ্য আজ দেখা যায়নি।

সে সময় লেনদেন বন্ধের বিষয়ে ডিএসইর জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা জানান, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ রয়েছে। ডিএসইর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা ত্রুটি সংশোধনের কাজ করছেন।

স্টকমার্কেটবিডি.কম/এফ

নয়টি ফান্ডের ট্রাস্টি সভার সময় পরিবর্তন

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি সভার সময় পরিবর্তন করেছে। নতুন সময় অনুযায়ী আজ বিকেল সাড়ে ৪টায় এসব ফান্ডের ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই জানায়, এসব ফান্ডের ট্রাস্টি সভা ১২ আগস্ট বুধবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। এর আগে এসব ফান্ডের ট্রাস্টি সভা আজ বিকেল সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ফান্ডগুলো হলো: আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, আইসিবি থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রিমিয়ার ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড ফান্ড স্কীম ওয়ান, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সেকেন্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ড এবং আইসিবি ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড।

ট্রাস্টি সভায় ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/এফ