শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি কোম্পানি আর্গন ডেনিমস লিমিটেডের ৫ জন উদ্যোক্তা প্রায় ১৫ লাখ শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। আরিফা আখতার, ফারহানা হক, এমডি আখতার শহীদ, আবু কায়সার মজুমদার এবং একেএম গওহর রাব্বাবী নামের এই উদ্যোক্তারা যথাক্রমে ১ লাখ ৯৭ হাজার, ২ লাখ ১ হাজার, ৫ লাখ, ৫ লাখ ৫৩ হাজার, ৫ লাখ ৪৯ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, তাদের কাছে যথাক্রমে কোম্পানির ৩ লাখ ৮ হাজার ১৬টি, ৩ লাখ ১২ হাজার ৯৪৮টি, ৭১ লাখ ৪৭ হাজার ২৯৬ টি, ৯৯ লাখ ২২ হাজার ৭৫২ টি এবং ৯৯ লাখ ২২ হাজার ২০০টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে উল্লেখিত পরিমান শেয়ার বেচবেন তারা।
এই উদ্যোক্তা পরিচালকরা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই শেয়ারগুলো বেচতে পারবেন।
স্টকমার্কেটবিডি.কম/এম/বি