ইসলামী ব্যাংকের শেয়ার ছেড়ে দিবে দুবাই ব্যাংক

islamiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্পন্সর উদ্দোক্তা দুবাই ইসলামী ব্যাংক ব্যাংকটির শেয়ার ছেড়ে দিচ্ছে। প্রতিষ্ঠানটি এসব শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এই স্পন্সর আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ৩৭ লাখ ৩ হাজার ৫৪০ টি শেযার বিক্রয় করবে।

দুবাই ইসলামী ব্যাংকের কাছে ইসলামী ব্যাংক বাংলাদেশের মোট ৬৭ লাখ ৩ হাজার ৫৪০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এসব শেয়ার বিক্রি করবে বলে ঘোষণা দিয়েছেন দুবাই ইসলামী ব্যাংক। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ ও লেনদেন কম

নিজস্ব প্রতিবেদক :
images
শেয়ারবাজারে চলমান মন্দায় ঝুঁকি এড়াতে শেয়ার কেনাবেচার পরিমাণ কমিয়ে দিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। শেয়ারবাজারে কমে যাচ্ছে বিদেশি বিনিয়োগ। গত জুলাই মাসে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৫৩ দশমিক ২২ শতাংশ।

অডিএসই সূত্রে জানা গেছে, সদ্য বিদায়ী জুলাই মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৫৩ দশমিক ২২ শতাংশ। এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরা ৪৫০ কোটি ৯৭ লাখ ৪১ হাজার ৫৩৮ টাকার শেয়ার লেনদেন করেন। এর আগের মাসে তাদের এ লেনদেনের পরিমাণ ছিল ৯৬৪ কোটি ২২ লাখ ৭ হাজার ৬২১ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে ৫১৩ কোটি ২৪ লাখ ৬৬ হাজার ৮৩ টাকা।

অন্যদিকে জুলাই মাসে শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিনিয়োগ ১৮ দশমিক ১৩ শতাংশ কমেছে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগের নেট পজিশন দাঁড়ায় ৮৩ কোটি ২১ লাখ ৬৬ হাজার ৮৮ টাকা। আগের জুন মাসে এর পরিমাণ ছিল ১০১ কোটি ৬৪ লাখ ৬ হাজার ২৩১ টাকা। অর্থাৎ এক মাসে বিনিয়োগ কমেছে ১৮ কোটি টাকা। ডিএসই সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জুন মাসে বিদেশিরা ১৮৩ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার ৭২৫ টাকার শেয়ার বিক্রি করে। এ সময়ে তারা ২৬৭ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৮১৩ কোটি টাকার শেয়ার কিনেছেন। অন্যদিকে আগের মাসে বিদেশিরা ৫৩২ কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৯২৬ টাকার শেয়ার কিনেছিলেন। সদ্য বিদায়ী ২০১৪-১৫ অর্থবছরে বিদেশিরা ৬ হাজার ৯৯১ কোটি টাকা লেনদেন করে। এর মধ্যে ৪ হাজার ১৪৫ কোটি টাকার শেয়ার কেনেন। বিপরীতে বিক্রি করেন ২ হাজার ৮৪৫ কোটি টাকার শেয়ার। ফলে নেট পজিশন দাঁড়ায় ১ হাজার ২৯৯ কোটি টাকা।

এর আগের বছর অর্থাৎ ২০১৩-১৪ অর্থবছরে বিদেশিরা ৫ হাজার ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন করেন। এ সময়ে তাদের শেয়ার কেনার পরিমাণ ছিল ৩ হাজার ৭৯১ কোটি টাকা এবং বিক্রি ছিল ১ হাজার ২৯৭ কোটি টাকা। ফলে বিনিয়োগের নেট পজিশন ছিল ২ হাজার ৪৯৩ কোটি টাকা।

সূত্র জানায় বিদেশি বিনিয়োগ বাড়াতে ২০১৩ সালের শেষের দিকে উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে বিনিয়োগ পদ্ধতি এবং বিদ্যমান আইনকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে গঠিত কমিটি মোট ১৪টি সুপারিশ করে।

এখোনো বেশিরভাগ সুপারিশই বাস্তবায়িত হয়নি। ফলে বাজারে কাক্সিক্ষত পরিমাণে বিদেশি বিনিয়োগ আসেনি। সম্প্রতি উল্লেখযোগ্য হারে বিদেশি বিনিয়োগ কমতে শুরু করেছে।

সংশ্লিষ্টরা বলেন, বিদেশি বিনিয়োগ বাজারের গভীরতা বাড়ায়। কয়েকটি বিষয় বিবেচনা করে বিদেশিরা বিনিয়োগ করে। এর মধ্যে রয়েছে বাজারের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা, দেশের অর্থনৈতিক অবস্থা, আইন কানুন এবং কারসাজির করলে তার বিচার কত দ্রুত হয় সেটি বিদেশিরা বিবেচনা করেন। ২০১০ সালের পর বাজার অব্যাহতভাবে নেতিবাচক অবস্থানে রয়েছে। এরপর ওইভাবে দৃশ্যমান উন্নয়ন হয়নি। বিপরীতে মুম্বাই এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের অবস্থা দিন দিন ভালো হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/বি/এম

ফ্লোর স্পেস কিনবে ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংক

first..smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ফার্ষ্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক লিমিটেড ঢাকার শান্তিনগরে দুইটি ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

শান্তিনগরে খুলনা ট্রেড স্কয়ারের ১ম ও ২য় তলায় অবস্থিত ৫০০০ স্কয়ার ফুটের ফ্লোরের দাম পড়বে ১৭ কোটি ৬৫ লাখ টাকা।

এই ফ্লোরটি কেনার সিদ্ধান্ত ইতিমধ্যে অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন স্বাপেক্ষে এই ফ্লোরে একটি নতুন শাখা খোলা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

অলটেক্সের শেয়ার অফিস পরিবর্তন

Alltex-Industryস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পোশাক শিল্প খাতের কোম্পানি অলটেক্স টেক্সটাইল মিলস লিমিটেড এর শেয়ার অফিস পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার অফিস রাজধানীর মতিঝিলে সাধারণ বীমা ভবনের ১২ তলায় স্থানান্তর করা হয়েছে।

এখন থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে কোম্পানির শেয়ার কার্যালয় ছিল একই ভবনের চতূর্থ তলায়।

স্টকমার্কেটবিডি.কম/এম

এশিয়ান টাইগারের ট্রাস্টি সভা আগামীকাল

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড আগামীকাল ১১ আগষ্ট ট্রাস্টি সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাষ্টি সভা ১১ আগষ্ট মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩০ জুন শেষ হওয়া ২০১৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

চলতি বছরের ৩১ মার্চ এই ফান্ডটি ডিএসইতে তালিতাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/এফ

ডেল্টা লাইফের ১০ লাখ শেয়ার বিক্রি

deltaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্সুরেন্স লিমিটেডের এক উদ্দোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ড. সাদিকুর রহমান নামে এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ১০ লাখ শেযার বিক্রয় করবেন।

পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির মোট ২০ লাখ ২৩ হাজার ৭২৫ টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এই ১০ লাখ শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

পরিচালকদের বোনাস শেয়ার বিক্রির ঘোষণা

national_feed_mill_939619377স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল ফিড মিলের পাঁচ জন উদ্দোক্তা তাদের নিজেদের হাতে থাকা কোম্পানিটির বোনাস শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানির পরিচালক রেজাউল করিম, লিপি সুলতানা করিম, ফরিদা জাহান বাবুল, ইমতিয়াজ আলী, এবং আদীব হোসাইন যথাক্রমে ১ লাখ ৪৪ হাজার, ১ লাখ ৪৪ হাজার, ৩ লাখ ১৪ হাজার ৭৫৪ টি, ১ লাখ ৮৬ হাজার, ৩ লাখ ৩৯ হাজার ৮৪০ টি বোনাস শেয়ার বিক্রয় করবেন।

পরিচালকদের কাছে প্রতিষ্ঠানটির যথাক্রমে ১৫ লাখ ৮৪ হাজার, ১৫ লাখ ৮৪ হাজার, ৩৪ লাখ ৬২ হাজার ২৯৪ টি, ২০ লাখ ৪৬ হাজার, এবং ৩৭ লাখ ৩৮ হাজার ২৪০ টি শেয়ার রয়েছে।

এসব শেয়ারের বিপরীতে প্রাপ্ত বোনাস শেয়ারগুলো আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বিক্রয় করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ার বিক্রির ঘোষণা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক উদ্দোক্তা নিজের হাতে থাকা কোম্পানিটির শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ওয়ালিউর রহমান নামে এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তার ১ লাখ ৬০ হাজার শেযার বিক্রয় করবেন।

পরিচালকের কাছে প্রতিষ্ঠানটির মোট ৯ লাখ ৬০ হাজার ৭০ টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে তিনি এই ১ লাখ ৬০ হাজার শেয়ার বিক্রি করবেন। এসব শেয়ার চলমান বাজার দরে বিক্রি করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

সন্ধানী লাইফ স্পট মার্কেটে আজ

spot..-2স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আজ ১০ আগস্ট সোমবার স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১০ আগস্ট সোমবার থেকে ১১ আগস্ট মঙ্গলবার এই কোম্পানির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। আর কোম্পানির রেকর্ড ডেট আগামী ১২ আগস্ট বুধবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন শেয়ারটির লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

সিএসইতে বেড়েছে লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরণের মূল্য সূচক কমেছে। তবে এদিন লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন সেখানে ৫৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে।আর সিএসসিএক্স ২৫ পয়েন্ট কমে ৯০৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৫৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে।এর মধ্যে ৯৬ টির দাম বেড়েছে। কমেছে ১৩০ টির, আর অপরিবর্তিত ছিল ২৮ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৬ কোটি ৬৩ লাখ টাকা।গত বৃহস্পতিবার সেখানে ৫৪ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও মোজাফফর স্পিনিং মিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ