- লংকা বাংলা ফাইন্যান্স
- আনোয়ার গ্যালভানাইজিং
- স্কয়ার ফার্মা
- মুন্নু সিরামিকস
- মার্কেন্টাইল ব্যাংক
- ফার্মা এইডস
- আলিফ ইন্ডাস্ট্রিজ
- কেয়া কসমেটিকস
- গ্রামীন ফোন
- সিটি ব্যাংক লিমিটেড।
Month: October 2025
শেয়ারবাজারে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫৫ কোটি টাকা। এদিন সেখানে সূচকের বড় উত্থান হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক দুটোই রেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
রবিবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১২৮.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০৯৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৩০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২২৫৫ পয়েন্টে।
এদিন লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৪৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩০০ কোটি ৬৪ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৭টির। আর দর অপরিবর্তিত আছে ১৪টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লংকা বাংলা ফাইন্যান্স, আনোয়ার গ্যালভানাইজিং, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, মার্কেন্টাইল ব্যাংক, ফার্মা এইডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, গ্রামীন ফোন ও সিটি ব্যাংক লিমিটেড।
এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৪৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৩৭৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ১৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭টির।
এদিন টাকায় লেনদেন হয়েছে ২১ কোটি ৬৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৭ কোটি ৫২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও ইসলামিক ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএম
গ্রীণ ডেল্টা ও মিথুন নিটিংয়ের বোর্ড সভা বিকালে
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড ও মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ রবিবার বিকালে এই বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা ১১ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
স্টকমার্কেটবিডি.কম/
অ্যাডভেন্ট ফার্মার আইপিও আবেদন শুরু
অ্যাডভেন্ট ফার্মা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন নেওয়া আজ রবিবার থেকে শুরু হয়েছে । এই আবেদন চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন সকাল হতে অনুমোদিত ব্রোকার হাউজগুলোতে এই আবেদন করতে পারবে বিনিয়োগকারীরা।
এর আগে ৬২২তম সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।
জানা যায়, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ২০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মান এবং আইপিওর খরচ বাবদ ব্যয় করবে।
এদিকে, ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৪৫ পয়সা। এছাড়া, বিগত চার বছরের অার্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) গড় হারে হয়েছে ৯১ পয়সা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড, আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং সিএপিএম এ্যাডভাইজরি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি
মার্কেন্টাইল ব্যাংকের বোর্ড সভা ১৫ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ১৫ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ২০১৭ সালের নিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় রাজধানীতে প্রতিষ্ঠানের নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
এই সভায় প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
তাল্লু স্পিনিংয়ের ২য় প্রান্তিক বোর্ড সভা ১৪ ফেব্রুয়ারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি তাল্লু স্পিনিং লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৪ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। রবিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০১৭ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
চীনা ২ স্টক এক্সচেঞ্জকে মালিকানা দিতে ডিএসই’র অনুমোদন
এক হাজার ২৯০ কোটি টাকার বিনিময়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মালিকানায় আসছে চীনের সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জ।
আজ শনিবার ডিএসই’র বোর্ড সভায় চীনা এ প্রতিষ্ঠান দুটিকে মনোনীত করা হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়।
গত বোর্ড সভায় প্রতিষ্ঠান দুটির কাগজপত্র যাচাই-বাছাই করা হয়েছে। শনিবার বোর্ড সভায় এর অনুমোদন দেওয়া হয়। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) কাগজপত্র পাঠানো হবে।
এ বিষয়ে বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডিএসই’র মালিকানায় বিদেশি কোম্পানি আসলে বিদেশি বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজারে বিনিয়োগে আকৃষ্ট হবেন। এতে ডিএসই কারিগরিভাবে শক্তিশালী হবে। এছাড়া আন্তর্জাতিকভাবেও মর্যাদা পাবে। যা দেশের শেয়ারবাজারে নতুন দিগন্ত খুলবে।
ডিমিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের মূল উদ্দেশ্য ছিলো ডিএসই’র মালিকানা থেকে ব্যবস্থাপনা আলাদা করা, বিনিয়োগকারীদের অংশগ্রহণ এবং কৌশলগত বিনিয়োগকারীদের কাছে মালিকানা দেওয়া। সেই লক্ষ্যে ২০১৩ সালে ডিমিউচ্যুয়ালাইজেশন আইন করা হয়। আইনে শতভাগ মালিকানা থেকে ডিএসই’র বর্তমান সদস্যদের মালিকানা রাখা হয় ৪০ শতাংশ। বাকি ৬০ শতাংশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয় ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য রাখা হয় ৩৫ শতাংশ শেয়ার। সেখানে ডিএসই’কে ১৮০ কোটি শেয়ারে কনভার্ট করা হয়।
এদিকে, কৌশলগত বিনিয়োগকারীদের হিসেবে ডিএসই’র ২৫ শতাংশ অর্থাৎ ৪৫ কোটি টাকার শেয়ার ২২ দামে ৯৯০ কোটি টাকায় কিনতে প্রস্তাব দেয় চীনা প্রতিষ্ঠান দুটি। পাশাপাশি ডিএসই’র কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়নে ৩০০ কোটিরও বেশি টাকা (৩৭ মিলিয়ন ডলার) খরচ করবে বলে প্রস্তাব আসে। সব মিলে দাঁড়ায় এক হাজার ২৯০ কোটিরও বেশি টাকায়।
এর তিন মাস আগে কৌশলগত বিনিয়োগকারী পেতে ডিএসই দরপত্র আহবান করে। উন্নত প্রযুক্তি সুবিধা, ব্যবস্থাপনা এবং ব্যবসা উন্নয়নে পরামর্শক সেবা পাওয়ার লক্ষ্যে করা এই দরপত্রে সাড়া দেয় চীনের এই দুই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম। তাদের সঙ্গে ভারত, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আরেকটি কনসোর্টিয়ামও প্রস্তাব দিয়েছে। তবে সাংহাই ও শেনজেন স্টক এক্সচেঞ্জ কনসোর্টিয়ামের প্রস্তাবই আকর্ষণীয়।
চীনের প্রধান তিনটি স্টক এক্সচেঞ্জের মধ্যে সাংহাই ও শেনজেন রয়েছে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। বাজার মূলধনের দিক থেকে বিশ্বের সেরা ১০টি স্টক এক্সচেঞ্জের তালিকাতেও রয়েছে তারা।
সাংহাই স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এবং শেনজেন স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন দুই দশমিক দুই ট্রিলিয়ন মার্কিন ডলার।
অপরদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন চার লাখ ১৩ হাজার ৬৪৬ কোটি টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
বিসিএস ইকোনমিক অ্যাসোসিয়েশনের নেতৃত্বে জাহাঙ্গীর-ফরিদ
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ইকনমিক অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি ও মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে কাজী জাহাঙ্গীর আলম ও ফরিদ আজিজ।
গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ২০১৮-২০১৯ মেয়াদের নির্বাচনে এ নেতৃত্ব নির্ধারণ হয়।
নির্বাচনে ৩৯৮ জন ভোটারের মধ্যে ৩৪০ জন ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নতুন নির্বাহী কমিটির সভাপতি পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান কাজী জাহাঙ্গীর আলম এবং মহাসচিব পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজসহ কমিটির অন্যান্য সদস্যদের ফুল দিয়ে বরণ করেন সাবেক কমিটির নেতারা।
ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. লুৎফর রহমান তরফদার, মো. জাকির হোসেন, শ্রীনিবাস দেবনাথ, সৈয়দ মামুনুল আলম, একে এম আবদুল্লাহ খান।
এছাড়া মো. মাহমুদুর রহমান কোষাধ্যক্ষ, তানভীর বাশার, মো. হাবিবুল ইসলাম, মো. আল-আমিন সরকার, নূর আহমদ ও মো. ফজলুর রহমান যুগ্ম-মহাসচিব, গাজী শরিফুল হাসান সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক, নিশাত জাহান মহিলা বিষয়ক সম্পাদক।
এছাড়া প্রচার সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়নাল মোল্লা, মোহাম্মদ আশরাফুজ্জামান ভূইয়া দপ্তর সম্পাদক, নওশের আহমদ সিকদার গবেষণা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ১৬ জন নির্বাহী সদস্য হলেন ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর, অনিমেষ সোম, সাঈদা তামান্না, মো. সাইফুর রহমান, আলিফ রুদাবা, ড. জীবন রঞ্জন মজুমদার, নিশাত শারমিন, নাহিদ মঞ্জুরা আফরোজ, মোহাম্মদ মাহবুবুর রহমান, মো. মুমিতুর রহমান, মো. আনোয়ার হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, মো. তাওসীফ রহমান, শেখ মঈনুল ইসলাম মঈন, মো. আবু ইউসুফ মিয়া এবং আবু বকর সরকার।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
সপ্তাহজুড়ে কমেছে সূচক ও লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহজুড়ে কমেছে সূচক ও লেনদেন। ডিএসইতে লেনদেন কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। আর ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৯৩ শতাংশ। অন্যদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে এক হাজার ৮২৬ কোটি ৯৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে এক হাজার ৯৭৩ কোটি ৪০ লাখ ৫৬ হাজার ৩০৯ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে লেনদেন কমেছে ৭ দশমিক ৪২ শতাংশ। একই সঙ্গে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে দশমিক ৯৩ শতাংশ বা ৫৫ দশমিক ৮২ পয়েন্ট। ডিএসই শরিয়াহ সূচক কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ৭ দশমিক ৪৯ পয়েন্ট। আর ডিএসই৩০ সূচক কমেছে দশমিক ১১ শতাংশ বা ২ দশমিক ৪৪ পয়েন্ট।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৬৯টির আর অপরিবর্তীত ছিল ৭টির দর।
অন্যদিকে মোট লেনদেনের ৯২ দশমিক ৬১ শতাংশ ছিল এ ক্যাটাগরির, ৪ দশমিক ৩৩ শতাংশ বি ক্যাটাগরির, দশমিক ১৫ শতাংশ এন এবং ২ দশমিক ৯২ শতাংশ ছিল জেড ক্যাটাগরিরর কোম্পানির দখলে।
আর সিএসইতে লেনদেন হয়েছে ১১৮ কোটি ৭৩ লাখ ৪৯ হাজার টাকা। আগের সপ্তাহে এর পরিমাণ ছিল ২৪৪ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ৫১ শতাংশ। আর সিএএসপিআই সূচক কমেছে ১ দশমিক ০৪ শতাংশ।
স্টকমার্কেটবিডি.কম/এমএ
বোর্ড সভার দিন ঘোষণা করেছে ৫ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বোর্ড সভার (পরিচালনা পর্ষদ সভা) তারিখ ঘোষণা করেছে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।
বোর্ড সভার তারিখ ঘোষণা করা কোম্পানিগুলো হচ্ছে- আইডিএলসি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স,মিথুন নিটিং অ্যান্ড ডাইং, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, বোর্ড সভায় কোম্পানিগুলো ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিক অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন এবং সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে ডিএসইর সূত্রে জানা গেছে।
আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৪ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ১৩ ফেব্রুয়ারি, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের বোর্ড সভা ১১ ফেব্রুয়ারি, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত (দ্বিতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১১ ফেব্রুয়ারি, বিকেল পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
রিলায়েন্স ইন্স্যুরেন্সের বোর্ড সভা ১৮ ফেব্রুয়ারি, বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩১ ডিসেম্বর, ২০১৭ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
স্টকমার্কেটবিডি.কম/এমএ