এনসিসি ব্যাংকের উদ্দ্যোক্তা পরিচালকের ৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন

ncc-bankস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুস সালাম নামে এই উদ্দ্যোক্তা পরিচালক প্রতিষ্ঠানটির ৬ লাখ শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্দ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

  1. ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
  2. ইউনাইটেড পাওয়ার
  3. বিএসআরএম লিমিটেড
  4. বেক্সিমকো লিমিটেড
  5. স্কয়ার ফার্মা
  6. কুইন সাউথ
  7. গ্রামীন ফোন
  8. মুন্নু সিরামিক্স
  9. ব্র্যাক ব্যাংক
  10. লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

দিন শেষে ডিএসই ও সিএসইতে সূচকের পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে টাকার অংকে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৩৯৪ কোটি টাকা। যা আগের দিনের লেনদেনের চেয়ে কিছুটা বেড়েছে। এদিন লেনদেন কিছুটা বাড়লেও সূচকের পতন হয়েছে। অন্যদিকে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৩৫৫ কোটি ২৯ লাখ টাকা।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৭.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৯১ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৩৯ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৩টির। আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, স্কয়ার ফার্মা, কুইন সাউথ, গ্রামীন ফোন, মুন্নু সিরামিক্স, ব্র্যাক ব্যাংক ও লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৫৯.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ২৯৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ১৫৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এদিন লেনদেন হয়েছে ২৩ কোটি ৫ লাখ টাকা। গতকাল বুধবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ৮০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে গ্রামীণ ওয়ান: স্কিম টু ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

আগামীকাল স্পট মার্কেটে যাবে ৪ প্রতিষ্ঠান

spotস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকা ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড আগামী ১৭ মে বৃহস্পতিবার স্পট মার্কেট যাবে। লেনদেন চলবে ২০ মে রবিবার পযর্ন্ত। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর সূত্রে জানা যায় , প্রতিষ্ঠান চারটি আগামী ১৭ মে ও ২০ মে অর্থাৎ বৃহস্পতিবার ও রবিবার এ দুই দিন স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে। আগামী ২১ মে সোমবার প্রতিষ্ঠান চারটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট নির্ধারণ করা হয়ছে।

আর রেকর্ড ডেটের কারণে প্রতিষ্ঠান চারটি আগামী ২১ মে সোমবার লেনদেন স্থগিত রাখবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

রিপাবলিক ইন্স্যুরেন্সের পাবলিক শেয়ারহোল্ডার পরিচালকের শেয়ার কেনা সম্পন্ন

Republic-insuranceস্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক ৪০ হাজার শেয়ার কেনা সম্পন্ন করেছেন। বুধবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মো: আব্দুস সাবুর নামে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক প্রতিষ্ঠানটির ৪০ হাজার শেয়ার কিনলেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পাবলিক শেয়ারহোল্ডার পরিচালক চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কেনা শেষ করলেন।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

দুই শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন

suchok potonস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতুর্থ দিনে ডিএসই ও সিএসইতে সূচকের পতনে লেনদেন চলছে। বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরও কমেছে।

আজ বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হয়েছে ৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৩.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৭.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৬৪ পয়েন্টে।

এই সময়ে সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় ৭৫.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৫২ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের এজিএমের সময় ও ভেন্যু নির্ধারণ

bifcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় ও ভেন্যু নির্ধারণ করা হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানায়, প্রতিষ্ঠানটি ৭ আগস্ট, রাজধানীর রমনায়, ইস্কাটন গার্ডেনের, পুলিশ কনভেনশন হলে সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির এই বার্ষিক সাধারণ সভার (এজিএম) অন্যান্য বিষয়বস্তু অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

bifcস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৯২ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১.৭০ টাকা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান ২২ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের দায় (এনএভি) দাঁড়িয়েছে ৮.১১ টাকা। যা গতবছর একই সমযে শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মুল্য ছিল ১.৪৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ফার্স্ট ফাইন্যান্সের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

first-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৭০ টাকা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৩ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লোকসান ৮৭ পয়সা বেড়েছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.১৭ টাকা। যা গতবছর একই সমযে ছিল ১০.৮৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ন্যাশনাল ব্যাংকের তিন মাসের ইপিএস ১২ পয়সা

national bankস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় প্রতিষ্ঠানটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-মার্চ এই তিন মাসে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২২ পয়সা। এ হিসাবে চলতি বছরে প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ১০ পয়সা কমেছে।

৩১ মার্চ ২০১৮ পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১৩ টাকা। যা গতবছর একই সমযে ছিল ১৭.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএম