স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭২ কোটি ২১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৭৬ কোটি ৭ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৭টির আর দর অপরিবর্তিত আছে ১৭১টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেমিনী সী ফুড, এ্যাপেক্স ফুটওয়ার, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ফু-ওয়াং ফুডস, কোহিনূর ক্যামিকেলস, খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, আঁশ ইন্ডাস্ট্রিজ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ৩২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ ও ডেফোডিল কম্পিউটারস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/