দেশের বাজারে স্বর্ণের দাম কমল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমা‌নো হয়েছে। এর ফলে এই ক্যাটাগরির স্বর্ণের নতুন মূল্য হবে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা (ভরি)। কয়েকদিন আগে ২২ ক্যারেটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা (ভরি)।

বুধবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্প‌তিবার (৭ ডি‌সেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন মূল্য অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে এক লাখ ৩ হাজার ২২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে ৮৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২২৫ টাকা কমিয়ে ৭৩ হাজার ৭১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

উৎপাদন-জ্বালানিতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় সৌদি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সঙ্গে খাদ্য, জ্বালানি, লজিস্টিকস এবং উৎপাদন খাতে বাণিজ্য জোরদারে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে অনুষ্ঠিত সৌদি বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি বৈঠকে এই বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান সৌদি আরবের ব্যবসায়ীরা। দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এই বৈঠকের আয়োজন করে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের বিনিয়োগ বিষয়ক মন্ত্রী মান্যবর খালিদ এ. আল ফালিহ। প্রধান অতিথির বক্তব্যে সৌদি আরবের মন্ত্রী বলেন, বাংলাদেশ সৌদি আরবের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। দীর্ঘদিন ধরে উভয় দেশের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন, এতদিন সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শুধু কয়েকটি খাতে বিদ্যমান ছিল। তবে আমরা কীভাবে উভয় দেশের জন্য পারস্পরিক সুবিধার জন্য বাণিজ্যকে সহজতর করতে পারি তার উপায়গুলো খুঁজে বের করার সময় এখন এসেছে। বাংলাদেশের প্রতি সৌদি আরবের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ব্যাপক বাণিজ্য সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই সম্ভাবনাগুলো কাজে লাগাতে বাংলাদেশ সরকার উভয় দেশের ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা করবে।

বাংলাদেশ থেকে লোকবল নিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের আন্তরিকতার প্রশংসা করে সালমান এফ রহমান ভবিষ্যতেও বাংলাদেশ থেকে দক্ষ মানবসম্পদ রপ্তানি অব্যাহত রাখার আহ্বান জানান।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ইসলামিক ঐতিহ্য, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত। দীর্ঘদিন ধরে উভয় দেশ চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে।

স্টকমার্কেটবিডি.কম//////

রমজানে বাজার নিয়ন্ত্রণে প্রস্তুতি নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজান মাসে খেজুরসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ ঠিক রাখার মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত টিসিবির ফ্যামিলি স্মার্ট কার্ড বিতরণ এবং সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রমজান মাস উপলক্ষে খেজুরসহ অন্যান্য পণ্য আমদানিতে শুল্ক কমানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় শুল্ক কমাতে পারে না। তবে কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের নিকট অনুরোধ জানাতে পারে এবং পরিস্থিতি বিবেচনা করা হয়ে থাকে। রমজানে মাসে মানুষ যাতে খেজুরসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সহজে কিনতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আলুর বাজার দর নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর বাজার দ্রুত অস্থিতিশীল হওয়ার পরপরই আমরা আমদানির অনুমতি দিয়েছি। এরপর ভারত থেকে আলু আসায় বাজারে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়েছে। দেশে নতুন আলু আসতে শুরু করেছে। আগামী এক মাসের মধ্যে বাজারে পুরোপুরি নতুন আলু আসবে। এতে করে আলুর দাম সহনীয় পর্যায়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা এবং ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুরসহ অনেকেই উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম//////

ইএফডিতে খুচরা ভ্যাট আদায় বেড়েছে ১০ গুণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খুচরা পর্যায়ে ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) মেশিন চালুর উপকারিতা পেতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আজ বুধবার এনবিআরের একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, মূল্য সংযোজন কর (ভ্যাট) সংগ্রহ ১০ গুণ বেড়েছে।

এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও তথ্যপ্রযুক্তি বিভাগের সদস্য মইনুল খান বলেন, এখন এই ডিভাইস ব্যবহার করে প্রতিটি দোকান থেকে কর প্রশাসন মাসে প্রায় ৫০ হাজার টাকা পাচ্ছে।

তিনি বলেন, ইএফডি চালুর আগে প্রতিটি দোকান থেকে মাসিক ভ্যাট প্রাপ্তির পরিমাণ ছিল চার থেকে পাঁচ হাজার টাকা।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভ্যাট আদায়ে স্বচ্ছতা আনতে খুচরা পর্যায়ে প্রায় ১৮ হাজার ইএফডি মেশিন চালু করা হয়েছে।’

এনবিআর ১০ ডিসেম্বর ভ্যাট দিবস ও ১০ ডিসেম্বর থেকে ভ্যাট সপ্তাহ পালন করবে।

স্টকমার্কেটবিডি.কম//////

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারতের পাওয়ার গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার অনুমোদন দিয়েছে সরকার।

অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কিনবে।

কাঠমান্ডু ও ঢাকার কর্মকর্তারা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করতে সম্মত হওয়ার কয়েক মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, নেপাল ও বাংলাদেশ ২০১৮ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

এছাড়া নেপাল ও ভারত ‘বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল’ (বিবিআইএন) উদ্যোগের উপ-আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

মূলত বিদ্যুৎ সরবরাহে বৈচিত্র্য আনতে ও জ্বালানিতে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে বাংলাদেশ বাহ্যিক উৎসের দিকে ঝুঁকছে। বাংলাদেশ নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে আগ্রহী।

স্টকমার্কেটবিডি.কম//////

লেনদেনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা; ২য় এ্যাডভেন্ট ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এ্যাডভেন্ট ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকা।

ফুয়াং ফুডসের ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংর ১৭ কোটি ৪৬ লাখ, বিডি থাই এলুমিনিয়ামের ১১ কোটি ৭৯ লাখ, মুন্নু সিরামিকসের ১১ কোটি ৭২ লাখ, এসকে ট্রিমসের ১১ কোটি ৫৭ লাখ, ফুয়াং সিরামিকসের ১১ কোটি ৪৩ লাখ, আফতাব অটোসের ১১ কোটি ২৩ লাখ ও ইয়াকিন পলিমারের ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে মোঃ জাহাঙ্গীর আলমের যোগদান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তিন যুগে ও অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোঃ জাহাঙ্গীর আলম সম্প্রতি শরীয়াহ্ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি ও সিআরও এবং ক্যামেলকো হিসেবে যোগদান করেছেন।

চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে জনাব আলম প্রথম প্রজন্মের এবি ব্যাংকের ক্যামেলকো এবং ডেপুটি সিআরও ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তাঁর সকল প্রজন্মের বেসরকারি ব্যাংকে চাকরি করার সুযোগ হয়েছে এবং এসব ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব যেমন গ্রুপ সিআরও, হেড অব আইসিসি, ক্যামেলকো, ক্রেডিটএডমিন, গ্রীন ব্যাংকিং প্রধানসহ ঢাকা শহরের গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্ব পালন করেছেন।

জনাব আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমকম (মার্কেটিং) এবং এলএলবি,COL, Vancouver, Canada থেকে এমবিএ ডিগ্রীসহ ফ্রান্স, আমেরিকা ও ইংল্যান্ড থেকে পেশাগত ডিগ্রী অর্জন করেছেন।

জনাব মোঃ জাহাঙ্গীর আলম ঝুঁকিব্যবস্থাপনা, কন্ট্রোরাল এন্ড কমপ্লায়েন্স, অপারেশন্স কন্ট্রোল, বৈদেশিকবাণিজ্য সহ ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি বিআইবিএম, বিএবিসহ বিভিন্ন ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। বাংলাদেশ ব্যাংকের ঋন ঝুঁকি ব্যাবস্থাপনা এবং সামগ্রিক ঝুঁকি ব্যাবস্থাপনা গাইডলাইন দুটির প্রনয়ণ কমিটিতে তিনি একজন সদস্য ছিলেন এবং আইবিবি’র ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার জন্য প্রনীত ঝুঁকি ব্যাবস্থাপনা বিষয়ে পুস্তক রচনায় বিআইবিএম এর প্রফেসর ড. নেহাল আহমেদ এর সাথে সহযোগী হিসেবে কাজ করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সৌদি বিনিয়োগ উপমন্ত্রী ও ড. চৌধুরী নাফিজ সরাফাতের বৈঠক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকায় সফররত সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী বদর আই আলবদর-এর সঙ্গে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতা ড. চৌধুরী নাফিজ সরাফাতের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত বৈঠকে দুই দূরদর্শী নেতার মধ্যে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিনিয়োগের সুযোগ অন্বেষণে ক্রমবর্ধমান আগ্রহ প্রকাশ করে সৌদি আরব থেকে ৩১ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল এই সপ্তাহে বাংলাদেশ সফর করে। তারা সৌদি আরবের বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যবসা সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা করেন।

ড. চৌধুরী নাফিজ সরাফাত দেশে চেইন হোটেল, উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক অঞ্চল, জ্বালানি এবং রিয়েল এস্টেট বিভিন্ন বাণিজ্যিক সেক্টরে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন। জেনারেল ইলেকট্রিক, ম্যারিয়ট, কোহলবার্গ ক্রাভিস রবার্টস – কেকেআর, নেব্রাস পাওয়ার (কাতার), এলআইসি ইন্ডিয়া এবং অন্যান্য বিশ্বখ্যাত সংস্থাগুলোর সঙ্গে তার অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//////

ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৫০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৯১ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০টির আর দর অপরিবর্তিত আছে ১৮২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, এ্যাডভেন্ট ফার্মা, ফুয়াং ফুডস, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং, বিডি থাই এলুমিনিয়াম, মুন্নু সিরামিকস, এসকে ট্রিমস, ফুয়াং সিরামিকস, আফতাব অটোস ও ইয়াকিন পলিমার।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬.৯৬ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ১৭ কোটি ৫৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও ইবনে সিনা ফার্মা পিএলসি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি