স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে সূচকের মিশ্রাবস্থা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৫৭ কোটি ৭৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪০টির আর অপরিবর্তিত আছে ৪৪টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সেন্ট্রাল ফার্মা, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, ফরচুন সুজ, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুডস, অলিম্পিক এক্সেসরিজ, এ্যাডভেন্ট ফার্মা ও বিডি থাই এলুমিনিয়াম।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২০.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ২৯৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে এবি ব্যাংক ও লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি