যুক্তরাষ্ট্রের আমন্ত্রণেই ২৬ ব্যাংকের এমডি সফরে যাচ্ছেন : এবিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন দুটি প্রোগ্রাম সম্পর্কে গণমাধ্যমে কিছু ভুল ও বিভ্রান্তিকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড (এবিবি)। সংগঠনটির দাবি, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণেই ২৬ ব্যাংকের এমডি সফরে যাচ্ছেন।

গণমাধ্যমে সংবাদ প্রকাশিত সংবাদে এবিবি উদ্বেগ প্রাকশ করেছে। এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিজ (ডিওজে), অফিস অব প্রসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, ট্রেইনিং অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট (ওপিডিএটি), একযোগে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এবং বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে থাকে। তারা ওয়াশিংটন ডিসিতে ২০-২৩ মে অনুষ্ঠিতব্য ষষ্ঠ বার্ষিক ইউএস বাংলাদেশ দ্বিপাক্ষিক ব্যাংকিং সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশের ২৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে।

বিএফআইইউ এবং তার তত্ত্বাবধানে থাকা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃসম্পর্ককে শক্তিশালী করা, অর্থ পাচার প্রতিরোধ (এএমএল) এবং সন্ত্রাসবাদ অর্থায়ন প্রতিরোধ (সিএফটি), স্যাংকশন প্রাপ্ত দেশ ও ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন সংক্রান্ত কানুন, প্রভৃতি বিষয়ে একসঙ্গে কাজ করাই এই ব্যাংকিং সংলাপের উদ্দেশ্য বলে জানিয়েছে এবিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পূর্ববর্তী বছরগুলোতে এই ব্যাংকিং সংলাপটি নিউইয়র্ক, লন্ডন, কুয়ালালামপুর, ব্যাংকক ও আমেরিকার শার্লটে অনুষ্ঠিত হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম//////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় স্থানে লাভেলো আইসক্রিম

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৪৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে লাভেলো আইসক্রিমের শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ২৫ লাখ টাকা।

এশিয়াটিক ল্যাবরেটরিজের ২১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বেষ্ট হোল্ডিংসের ১৩ কোটি ৪০ লাখ, বিচ হ্যাচারির ১৩ কোটি ১৩ লাখ, ই জেনারেশনের ১২ কোটি ৩১ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৫৪ লাখ, আইসিবি সোনালী ফার্ষ্টের ১০ কোটি ৯৫ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১০ কোটি ৫৮ লাখ ও সী পার্লসের ১০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ফার্মা
  2. লাভেলো আইসক্রিম
  3. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  4. বেষ্ট হোল্ডিংস
  5. বিচ হ্যাচারি
  6. ই জেনারেশন
  7. ওরিয়ন ইনফিউশন
  8. আইসিবি সোনালী ফার্ষ্ট
  9. আলিফ ইন্ডাস্ট্রিজ
  10. সী পার্লস।

দিনশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৩৭১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯২৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯১ কোটি ৬২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬১ কোটি ২১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৫টির আর অপরিবর্তিত আছে ৫৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেষ্ট হোল্ডিংস, বিচ হ্যাচারি, ই জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, আইসিবি সোনালী ফার্ষ্ট, আলিফ ইন্ডাস্ট্রিজ ও সী পার্লস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দেশের মাথাপিছু আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বাড়ল। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা ধরে এই মাথাপিছু আয়ের হিসাব করা হয়েছে।

এ ছাড়া টাকার অঙ্কে প্রথমবারের মতো মাথাপিছু বার্ষিক গড় আয় তিন লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে টাকার অঙ্কে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।

গতকাল সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।

বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়।

এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।

স্টকমার্কেটবিডি.কম/////

জিএসপি পুনর্বহালে পররাষ্ট্রমন্ত্রীর দাবি সম্পর্কে জানে না যুক্তরাষ্ট্র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এমন মন্তব্য করেন মিলার।

সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর থেকে তুলে নেওয়া জিএসপি সুবিধা ফিরিয়ে দিতে চায়।

সোমবার পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রবাসী সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে তার মন্তব্য জানতে চান। এর জবাবে মিলার বলেন, জিএসপি সুবিধা পুর্নবহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই।

গত বুধবার (১৫ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেসময় দু’দিনের বাংলাদেশ সফরে আসা যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়ান এফেয়ার্স ব্যুরোর এসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ডোনাল্ড লু বলেছেন, আগে যে ‘জিএসপি’ সুবিধা পেতাম, সেটি তারা (যুক্তরাষ্ট্র) ফিরিয়ে দিতে চায়। সেজন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটি আমরা রিভিউ করছি। সেটি নিয়ে গতকাল আইনমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

সিঙ্গারবিডির কর্পোরেট অফিস পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গারবিডি লিমিটেডের কর্পোরেট অফিস পরিবর্তন করেছে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, কোম্পানিটির কর্পোরেট অফিস রাজধানীর গুলশানে ৯০নম্বর রোডে অবস্থিত গুলশান সেন্টার পয়েন্ট পরিবর্তন করা হয়েছে।

কোম্পানি সূত্রে জানা যায়, ২০ মে থেকে সকল বিনিয়োগকারী ও স্টেক হোল্ডারদের নতুন অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ক্যাপিটাল গেইনের ওপর করারোপ না করার অনুরোধ ডিএসই ‘র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ক্যাপিটাল গেইনের ওপর নতুন করে কর আরোপ না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। সোমবার (২০ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।

ডিএসইর চেয়ারম্যান বলেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অন্যসব খাতের মতো অর্থনীতির অন্যতম চালিকাশক্তি দেশের শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। শেয়ারবাজারকে অধিকতর বিকশিত ও গতিশীল করতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইতোমধ্যে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের অন্তর্ভুক্তির জন্য কর সংক্রান্ত কয়েকটি প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডে জমা দিয়েছি।

কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডকর্তৃক শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের ওপর ক্যাপিটাল গেইনের ওপর নতুন করে কর আরোপ সংক্রান্ত খবর প্রকাশিত হচ্ছে। এতে শেয়ারবাজার সংশ্লিষ্ট তথা বিনিয়োগকারীদের মাঝে এক ধরনের ভীতি ও আতঙ্ক দেখা দিয়েছে এবং এর প্রভাবে মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে।

শেয়ারবাজারের বর্তমানে এই ক্রান্তিকালে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিনিয়োগকারী তথা শেয়ারবাজারের স্বার্থের কথা বিবেচনা করে ক্যাপিটাল গেইনের ওপর নতুন করে কর আরোপ না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি অনুরোধ জানিয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

কঠোরভাবে বাজার মনিটরিং শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরতে কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২০ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বিকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বাজার মনিটরিংয়ে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে বলেছেন প্রধানমন্ত্রী।’

তিনি আরো বলেন, ‘কিছু পণ্যে বাজারে জোগানের সমস্যা না থাকা সত্ত্বেও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা গেছে। এ জন্য প্রধানমন্ত্রী কঠোরভাবে বাজার মনিটরিং শুরু করার জন্য বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দেন।’

স্টকমার্কেটবিডি.কম////

হজ পালনে সৌদি পৌঁছেছেন ৩০ হাজারের বেশি বাংলাদেশি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৮১০ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২৭ হাজার ৬৩ জন।

রবিবার (১৯ মে) দিবাগত রাতে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ থেকে ৭৭টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৩২টি, সৌদি এয়ারলাইনসের ২৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত এবার হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত এজেন্সির সংখ্যা ২৫৯টি। এখন পর্যন্ত ৭৬ হাজার ৫৬০ জন হজযাত্রীর ভিসা হয়েছে। এবার বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয় গত ৯ মে । আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই। এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৫৬২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে ৮০ হাজার ৬৯৫ জনসহ মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন।

স্টকমার্কেটবিডি.কম////