অনলাইনে ১২ লাখ রিটার্ন জমা, জরিমানা দিয়ে চলবে সারা বছর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এ পর্যন্ত অনলাইনে ১২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। রিটার্ন সারা বছর ধরে চলতে থাকবে। তবে নির্দিষ্ট সময়ের পরে ২ শতাংশ হারে বাড়তি টাকা (জরিমানা) দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মো. আব্দুর রহমান খান বলেন, পুরো রাজস্ব দিতে হবে বলে ব্যবসায়ীরা প্রযুক্তির ব্যবহার করে করতে যান না। কিন্তু ঠিকই প্রান্তিক জনগোষ্ঠী প্রযুক্তি রপ্ত করছেন এবং ব্যবহার করছেন। গৃহকর্মী এবং গার্মেন্টস শ্রমিকরা প্রতি মাসে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে গ্রামের বাড়িতে বাবা-মার কাছে টাকা পাঠান। কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ প্রযুক্তির ব্যবহার করে ট্যাক্স দিচ্ছেন না।

তিনি বলেন, প্রয়োজনে আমরা ভ্যাটের হার কমাব, ট্যাক্সে হার কমাব, কিন্তু আপনারা দয়া করে আপনাদের পুরনো প্র্যাকটিস ‘সব ট্রাঞ্জেকশন রেকর্ডেড না করা’ সেটা থেকে বের হয়ে আসতে হবে। এতে আপনার জীবনও সহজ হবে, আমাদের জীবনও সহজ হবে। আপনাদের যত ধরনের সমস্যা আছে, বিশেষ করে আমদানি পর্যায়ে প্রচুর ভুল ঘোষণা হয়। যখনই এগুলো ধরা হয় তখন বলা হয়, সঠিক কোডে ট্যাক্স বেশি এজন্য এটা করা হয়। আপনাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের সঙ্গে আছেন তাদের মাধ্যমে বা সরাসরি সমস্যার কথা বলেন। যে কোনো সমস্যার সমাধান করব। প্রয়োজনে এইচএস কোড ঠিক করে দেব, ডিউটি চার্জও ঠিক করে দেব। মিথ্যা ঘোষণা দিয়ে সমস্যার সৃষ্টি করা থেকে আমরা বের হতে চাই।

এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমসের মাধ্যমে যত মালামাল বের হয় একদিনের মধ্যে তার ৯০ ভাগ ছাড় হয়ে যায়। আর চারদিনের মধ্যে আরও ৫ শতাংশ তথা মোট ৯৫ ভাগ মালামাল ছাড় হয়ে যায়। বাকি যেগুলো থেকে যায় এইচএস কোডের মিস-ম্যাচের সমস্যা ও কিছু কিছু ক্ষেত্রে সার্টিফিকেশনের সমস্যার কারণে।

স্টকমার্কেটবিডি.কম//////

এলএনজি সরবরাহে বাংলাদেশের সঙ্গে বড় চুক্তি মার্কিন প্রতিষ্ঠানের

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সরকারের সঙ্গ বড় ধরনের একটি নন-বাইন্ডিং চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের আর্জেন্ট এলএনজি, যার আওতায় বছরে ৫০ লাখ টন তরলীকৃত গ্যাস সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

গত সোমবার ডনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এলএনজি সরবরাহে দেশটির কোনো প্রতিষ্ঠানের এটিই সবচেয়ে বড় ধরনের চুক্তি বলে দাবি করা হচ্ছে।

এই চুক্তির মাধ্যমে নতুন মার্কিন প্রশাসনের জ্বালানিবান্ধব নীতিই প্রতিফলিত হলো। আর্জেন্ট এলএনজি বছরে আড়াই কোটি টন এলএনজি সরবরাহের সক্ষমতার একটি অবকাঠামো লুইজিয়ানায় গড়ে তুলছে ।

পোর্ট ফোরচনে তাদের প্রকল্পটির কাজ শেষ হলে চুক্তি অনুসারে, এখান থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি পেট্রোবাংলার কাছে এলএনজি বিক্রি করতে পারবে। আর্জেন্টের সঙ্গে চুক্তিটি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “এই চুক্তি শুধু বাংলাদেশের ক্রমবর্ধমান শিল্পে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহই নিশ্চিত করবে না, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারত্বকেও শক্তিশালী করবে।”

আর্জেন্টি এলএনজির চেয়ারম্যান জোনাথন বাস বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে চুক্তি সই করতে পেরে আনন্দিত। এটি জ্বালানি অংশীদারত্ব জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

“এই অংশীদারত্ব আমাদের দ্বিপক্ষীয় ন্যায়সঙ্গত বাণিজ্য বৃদ্ধি, সরবরাহ শৃঙ্খল সুরক্ষা করা এবং সম্পর্ক গভীর করার যৌথ প্রতিশ্রুতিকে তুলে ধরে।’’

বাড়তে থাকা জ্বালানি চাহিদা পূরণে অনেকদিন ধরেই দীর্ঘমেয়াদী একটা সমাধান খোঁজার পাশাপাশি এলএনজির ব্যবহার বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।

স্টকমার্কেটবিডি.কম/////

রহিমা ফুডের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি রহিমা ফুডস কর্পোরেশন লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩টায় নারায়নগঞ্জে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লাভেলো আইসক্রিমের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩:৩০টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনার্জিপ্যাক পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর তেজগাঁয়ে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

একমি ল্যাবের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানীর সেগুণবাগিচা অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বারাকা পাওয়ারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানীর সেগুণবাগিচা অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সেন্ট্রাল ফার্মার মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল কোনো অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

এ বিষয়ে কোম্পানিটিকে নোটিস করলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে এ কথা বলে জানিয়েছে কোম্পানিটি।

শেয়ারটির এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছেন ডিএসই কর্তৃপক্ষ। এজন্য নোটিস করলে সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লোকসানে আনিলিমা ইয়ার্ণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনিলিমা ইয়ার্ণ লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৩৩ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ০.১০ টাকা।

কোম্পানিটির চলতি বছরের ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.১৩ টাকা। যা আগের বছর একই সময় লোকসান ছিল ০.০৬ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৭.৩৮ টাকা, যা গত ৩০ জুন ২০২৪ সালে ছিল ৮.৬২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের আয় কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২.৪৭ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩.৫৮ টাকা।

কোম্পানিটির চলতি বছরের ৬ মাসে (জুলাই- ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ারপ্রতি আয় হয়েছে ৫.১৯ টাকা। যা আগের বছর একই সময় আয় ছিল ৭.৭৫ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ৮৭.৮৫ টাকা, যা গত ৩০ জুন ২০২৪ সালে ছিল ৯৩.৫০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি