স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
এ পর্যন্ত অনলাইনে ১২ লাখ আয়কর রিটার্ন জমা পড়েছে। রিটার্ন সারা বছর ধরে চলতে থাকবে। তবে নির্দিষ্ট সময়ের পরে ২ শতাংশ হারে বাড়তি টাকা (জরিমানা) দিতে হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর শের-ই বাংলা নগরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ‘আন্তর্জাতিক কাস্টম দিবস-২০২৫’ উপলক্ষ্যে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মো. আব্দুর রহমান খান বলেন, পুরো রাজস্ব দিতে হবে বলে ব্যবসায়ীরা প্রযুক্তির ব্যবহার করে করতে যান না। কিন্তু ঠিকই প্রান্তিক জনগোষ্ঠী প্রযুক্তি রপ্ত করছেন এবং ব্যবহার করছেন। গৃহকর্মী এবং গার্মেন্টস শ্রমিকরা প্রতি মাসে মোবাইল ব্যাংকিং ব্যবহার করে গ্রামের বাড়িতে বাবা-মার কাছে টাকা পাঠান। কিন্তু আমাদের ব্যবসায়ী সমাজ প্রযুক্তির ব্যবহার করে ট্যাক্স দিচ্ছেন না।
তিনি বলেন, প্রয়োজনে আমরা ভ্যাটের হার কমাব, ট্যাক্সে হার কমাব, কিন্তু আপনারা দয়া করে আপনাদের পুরনো প্র্যাকটিস ‘সব ট্রাঞ্জেকশন রেকর্ডেড না করা’ সেটা থেকে বের হয়ে আসতে হবে। এতে আপনার জীবনও সহজ হবে, আমাদের জীবনও সহজ হবে। আপনাদের যত ধরনের সমস্যা আছে, বিশেষ করে আমদানি পর্যায়ে প্রচুর ভুল ঘোষণা হয়। যখনই এগুলো ধরা হয় তখন বলা হয়, সঠিক কোডে ট্যাক্স বেশি এজন্য এটা করা হয়। আপনাদের যে ব্যবসায়ী প্রতিনিধিরা আমাদের সঙ্গে আছেন তাদের মাধ্যমে বা সরাসরি সমস্যার কথা বলেন। যে কোনো সমস্যার সমাধান করব। প্রয়োজনে এইচএস কোড ঠিক করে দেব, ডিউটি চার্জও ঠিক করে দেব। মিথ্যা ঘোষণা দিয়ে সমস্যার সৃষ্টি করা থেকে আমরা বের হতে চাই।
এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমসের মাধ্যমে যত মালামাল বের হয় একদিনের মধ্যে তার ৯০ ভাগ ছাড় হয়ে যায়। আর চারদিনের মধ্যে আরও ৫ শতাংশ তথা মোট ৯৫ ভাগ মালামাল ছাড় হয়ে যায়। বাকি যেগুলো থেকে যায় এইচএস কোডের মিস-ম্যাচের সমস্যা ও কিছু কিছু ক্ষেত্রে সার্টিফিকেশনের সমস্যার কারণে।
স্টকমার্কেটবিডি.কম//////