
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
স্টকমার্কেটবিডি ডেস্ক :
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারের চেষ্টায় কিয়ার স্টারমারের সমর্থন আদায়ের জন্য এই সফর করছেন প্রধান উপদেষ্টা।
ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে অধ্যাপক ইউনূস বলেন, ‘নৈতিক’ বোধ থেকে যুক্তরাজ্যের উচিত আওয়ামী লীগ সরকারের আমলে ‘চুরি’ হওয়া অর্থ খুঁজে বের করতে তার সরকারকে সহায়তা করা। অভিযোগ আছে, চুরি হওয়া অর্থের বেশিরভাগ এখন যুক্তরাজ্যে রয়েছে।
অধ্যাপক ইউনূস জানিয়েছেন, কিয়ার স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাতে রাজি হননি। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার সরাসরি আলাপ হয়নি।’
‘তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই,’ বলেন প্রধান উপদেষ্টা।পাচার হওয়া অর্থ নিয়ে তিনি বলেন, ‘এগুলো চুরির টাকা।’
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই কিয়ার স্টারমারের। এ বিষয়ে তারা এর বেশি কিছু বলতে রাজি হননি। ড. ইউনূসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা করছে।
প্রতিবেদন অনুসারে তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, যুক্তরাজ্যের উচিত পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে ‘আইনি ও নৈতিক’ জায়গা থেকে সহায়তা করা। প্রধান উপদেষ্টা জানান, তার এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে ‘আরও জোরালো সমর্থন’ নিশ্চিত করা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস গত বছরের আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের আর্থিক লেনদেনের তদন্ত স্টারমারের দল ইউকে লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে।
স্টকমার্কেটবিডি.কম/