গোল্ডেনসনের নতুন সিএস নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি গোল্ডেনসন লিমিটেডের নতুন কোম্পানি সচিব (সিএস) নিয়োগ পেয়েছেন মো: এসাক ফাহাদ এসিএস। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস নিয়োগ দেওয়া হয়েছে।

মো: এসাক ফাহাদ এসিএস গত ৩ জুন কোম্পানিটির সচিবের দ্বায়িত্ব পালন শুরু করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

নেপাল থেকে আসছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি শুরু করতে যাচ্ছে নেপাল। গত বছরের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীক চুক্তি অনুযায়ী এই বিদ্যুৎ আসছে।

ভারতীয় ট্রান্সমিশন লাইন ব্যবহার করে নেপাল বাংলাদেশে এই বিদ্যুৎ রপ্তানি করবে।

চুক্তি অনুসারে, ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ভারতের ৪০০-কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করবে নেপাল।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সূত্রের বরাত দিয়ে কাঠমান্ডু থেকে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘১৫ জুন রাত ১২টায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে।’

গত বছরের ১৫ নভেম্বর চুক্তি বাস্তবায়নের প্রতীকী প্রচেষ্টা হিসেবে একদিনের জন্য বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করেছিল নেপাল।

নেপাল ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে, এই বিদ্যুতের মূল্য ধরা হচ্ছে প্রতি ইউনিট ০.০৬৪ ডলার বা ৬.৪ সেন্ট।

স্টকমার্কেটবিডি.কম////

এপ্রিলে প্রবাসী আয়ের প্রায় অর্ধেক এসেছে ঢাকা বিভাগে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গত এপ্রিলে দেশে প্রবাসী আয়ের প্রায় অর্ধেকই ঢাকা বিভাগে এসেছে বলে বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

‘বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ—এপ্রিল ২০২৫’ শীর্ষক মাসিক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিভাগে প্রবাসী আয়ের পরিমাণ ছিল এক দশমিক ৩৬ বিলিয়ন ডলার। এটি এপ্রিলে দেশে আসা মোট প্রবাসী আয়ের সাড়ে ৪৯ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এখানে এসেছে শূন্য দশমিক ৭৩ বিলিয়ন ডলার। এটি মোট প্রবাসী আয়ের ২৬ দশমিক আট শতাংশ। এরপর আছে সিলেট বিভাগ। এখানে এসেছে শূন্য দশমিক ২৩ বিলিয়ন ডলার বা মোট আয়ের আট দশমিক সাত শতাংশ।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে ঢাকা থেকে। এর পরিমাণ শূন্য দশমিক ৯০ বিলিয়ন ডলার। অন্যান্য জেলার মধ্যে আছে চট্টগ্রাম (শূন্য দশমিক ২১ বিলিয়ন ডলার), কুমিল্লা (শূন্য দশমিক ১৩ বিলিয়ন ডলার) ও সিলেট (শূন্য দশমিক ১১ বিলিয়ন ডলার)।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈশ্বিক ও দেশীয় অনিশ্চয়তার মধ্যেও প্রবাসী আয় বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার অন্যতম প্রধান উৎস হিসেবে কাজ করছে।

এপ্রিলে মোট প্রবাসী আয়ের পরিমাণ ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। গত মার্চের তুলনায় শূন্য দশমিক ৫৪ বিলিয়ন ডলার বা ১৬ দশমিক ৪৯ শতাংশ কম।

স্টকমার্কেটবিডি.কম////

২০২৪ সালে জনতা ব্যাংকের লোকসান ৩ হাজার ৬৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি ২০২৪ সালে ৩ হাজার ৬৬ কোটি টাকা লোকসানে পড়েছে। অথচ এর আগের বছর ব্যাংকটির মুনাফার পরিমাণ ছিল ৬২ কোটি টাকা।

জনতা ব্যাংকের আর্থিক বিবরণী অনুসারে, ২০২৪ সালে এর শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৩২ টাকা ৫১ পয়সায়, যেখানে ২০২৩ সালে শেয়ারপ্রতি আয় ছিল ২ টাকা ৬৮ পয়সা।

গত বছর ব্যাংকটির নিট সুদ লোকসানের পরিমাণ ছিল তিন হাজার ৪২ কোটি টাকা। এর আগে ২০২৩ সালে নিট সুদ আয় ছিল ২৮২ কোটি ৩২ লাখ টাকা।

শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে কমে ঋণাত্মক ১০২ টাকা ৮৭ পয়সায় পৌঁছেছে, যা এক বছর আগের একই সময়ে ছিল ৩১ দশমিক ২১ টাকা।

আর্থিক লেনদেনের আলোকে ব্যাংকটির পরিচালনা পর্ষদ চলতি বছরের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংককে ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক পিএলসি নামে করপোরেটকরণ করা হয়।

ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আমানত ও সম্পদের দিক থেকে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক।

স্টকমার্কেটবিডি.কম////

পাচার হওয়া অর্থ উদ্ধারের চেষ্টায় ড. ইউনূস : ফিন্যান্সিয়াল টাইমস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডন সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে সাড়া দেননি বলে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদেশে পাচার হওয়া কোটি কোটি ডলার উদ্ধারের চেষ্টায় কিয়ার স্টারমারের সমর্থন আদায়ের জন্য এই সফর করছেন প্রধান উপদেষ্টা।

ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে অধ্যাপক ইউনূস বলেন, ‘নৈতিক’ বোধ থেকে যুক্তরাজ্যের উচিত আওয়ামী লীগ সরকারের আমলে ‘চুরি’ হওয়া অর্থ খুঁজে বের করতে তার সরকারকে সহায়তা করা। অভিযোগ আছে, চুরি হওয়া অর্থের বেশিরভাগ এখন যুক্তরাজ্যে রয়েছে।

অধ্যাপক ইউনূস জানিয়েছেন, কিয়ার স্টারমার এখনো তার সঙ্গে সাক্ষাতে রাজি হননি। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার সরাসরি আলাপ হয়নি।’

‘তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টাকে সমর্থন জানাবেন, এই বিষয়ে তার কোনো সন্দেহ নেই,’ বলেন প্রধান উপদেষ্টা।পাচার হওয়া অর্থ নিয়ে তিনি বলেন, ‘এগুলো চুরির টাকা।’

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই কিয়ার স্টারমারের। এ বিষয়ে তারা এর বেশি কিছু বলতে রাজি হননি। ড. ইউনূসকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা করছে।

প্রতিবেদন অনুসারে তিনি সংবাদমাধ্যমটিকে বলেছেন, যুক্তরাজ্যের উচিত পাচার হওয়া অর্থ উদ্ধারে বাংলাদেশকে ‘আইনি ও নৈতিক’ জায়গা থেকে সহায়তা করা। প্রধান উপদেষ্টা জানান, তার এই সফরের উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যের কাছ থেকে ‘আরও জোরালো সমর্থন’ নিশ্চিত করা। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস গত বছরের আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে বিভিন্ন সময় শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিদের আর্থিক লেনদেনের তদন্ত স্টারমারের দল ইউকে লেবার পার্টির ওপর নেতিবাচক প্রভাব ফেলার হুমকি তৈরি করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ব্র্যাক ব্যাংক ১০০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্র্যাক ব্যাংক ১০০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। এটি ফুললি রিডেম্বল বন্ড হবে, যার মানে হল যে, বন্ডের মেয়াদ শেষ হলে সম্পূর্ণরূপে অবসায়ন করা হবে। এছাড়া, বন্ডটি হবে নন-কনভার্টিবল, অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তরিত হবে না। বন্ডটি কুপনযুক্ত হবে, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর বন্ডধারীকে প্রাপ্য সুদ পরিশোধ করা হবে। এর সুদের হার হবে ভাসমান এবং প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড বরাদ্দ করা হবে।

এই বন্ডের মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যাংকটি তার টায়ার-২ মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য ব্যবহার করবে। শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি