একনেকে ৮৯৭৪ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৮ হাজার ৯৭৪ কোটি ২৮ লাখ টাকার ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

এর মধ্যে সরকারি অর্থায়ন রয়েছে ৩ হাজার ১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৫৬৩ কোটি ৪৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন রয়েছে ২৩০ কোটি ৫১ লাখ টাকা।

বৈঠকে অনুমোদিত উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ, বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, চারটি নতুন মেরিন একাডেমিতে সিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা স্থাপন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ, রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম।

এছাড়াও অনুমোদন হয়েছে— বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন, দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ, কিশোর-কিশোরী ক্লাব স্থাপন, কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রাম, সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প, উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন, আইপিআইএমএস শক্তিশালীকরণ এবং ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি প্রকল্প।

স্টকমার্কেটবিডি.কম///

আকাশসীমা খুলে দেওয়ায় মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমে আসার পর কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমা খুলে দিয়েছে। এতে ওই দেশগুলোর সঙ্গে বিমান চলাচল কার্যক্রম স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

সোমবার দিবাগত রাত তিনটার পর ওই সব দেশ তাদের আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

গণমাধ্যমকে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এ পরিস্থিতিতে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম সম্পন্ন করার অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে গতকাল সোমবার ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার কথা জানায় ওই দেশগুলো।

স্টকমার্কেটবিডি.কম///

কসোভোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কসোভোকে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগে সহায়তা এবং স্কলারশিপ, ফেলোশিপ ও একাডেমিক অনুদান কর্মসূচির মাধ্যমে কসোভোর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা বাড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত প্লানাকে অভিনন্দন জানান ও বাংলাদেশে আন্তরিক স্বাগত জানান।

দু’জনের বৈঠকে ‘জুলাই বিদ্রোহের’ চেতনা তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, কসোভোর জনগণের স্বাধীনতা, শান্তি ও সার্বভৌমত্বের প্রতি অটল প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়।

প্রধান উপদেষ্টা স্মৃতিচারণ করে বলেন, আমরা যখন কসোভোতে পৌঁছাই, পুরো অঞ্চল তখন বিধ্বস্ত ছিল। পুরুষেরা তখনও ফেরেনি, কোনো মুদ্রা ছিল না, ব্যাংক ব্যবস্থা ছিল না-সেখান থেকেই আমরা শুরু করি।

রাষ্ট্রদূত প্লানা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কসোভোকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি গ্রামীণ কসোভোর অবদান স্মরণ করে বলেন, আপনার (ড. ইউনূস) নেতৃত্বে প্রতিষ্ঠিত গ্রামীণ ট্রাস্ট আমাদের জাতিকে অনেক সহায়তা করেছে। যুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

জানা গেছে, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ কসোভো বর্তমানে দেশের শীর্ষস্থানীয় মাইক্রোক্রেডিট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০টি মিউনিসিপ্যালিটি ও ২১৯টি গ্রামে এর কার্যক্রম চলছে।

স্টকমার্কেটবিডি.কম///

জ্বালানি তেলের দাম আপাতত বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ইরান-ইসরায়েল সংঘাতের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও দেশের বাজারে এই মুহূর্তে বৃদ্ধির পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. ফাওজুল কবির খান।

তিনি জানান, ইরান-ইসরায়েল যুদ্ধের ওপর নজর রাখা হচ্ছে। আপাতত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) মুনাফা থেকে সমন্বয় করা হবে।

মঙ্গলবার বিকালে বিদ্যুৎ ভবনে ১০ বছর মেয়াদি গ্যাস সরবরাহ চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘যুদ্ধের মধ্যে একটি তেলের জাহাজ বন্দরে এসেছে, বাংলাদেশে পর্যাপ্ত মজুদ হাতে রয়েছে। আমাদের সুবিধা হচ্ছে সরবরাহকারীরা বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসেন। সোর্স মধ্যপ্রাচ্য হলেও অনেক সরবরাহকারী রয়েছে যারা সিঙ্গাপুর থেকে, কেউ মালয়েশিয়ার মার্কেট থেকে সরবরাহ করেন।

সে কারণে তেলের সরবরাহ নিয়ে কোনো শঙ্কা নেই।তবু আমরা যুদ্ধের ওপর নজর রাখছি। ’

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে সেখানে ভর্তুকি দেওয়া হবে কি না, এমন বিষয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়লে বিপিসির মুনাফা থেকে তা পূরণ করা হবে। আপাতত জ্বালানি তেলে ভর্তুকি কিংবা দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ’

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘আমরা নতুন বিনিয়োগের পাশাপাশি পুরাতন বিনিয়োগকে ধরে রাখতে কাজ করছি।

স্টকমার্কেটবিডি.কম///

৩০ প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব পুরস্কার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

উন্নত কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ট্রান্সকম গ্রুপের দুটিসহ দেশের ৩০টি শিল্পকারখানা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।

ট্রান্সকমসহ চারটি শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ইলেকট্রনিকস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস; প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ অ্যাগ্রো; আকিজ গ্রুপের আকিজ টেক্সটাইল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ আর ইস্পাহানি গ্রুপের জেরিন চা-বাগান ও মির্জাপুর চা-বাগান।

প্রধান অতিথির বক্তব্যে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে। নভেম্বরে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) এই অগ্রগতি তুলে ধরা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো. ইমরুল মহসিন প্রমুখ।

ওষুধ খাতে একমাত্র পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পেয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন (ডানে)। আজ মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনেছবি: প্রথম আলো

নিট তৈরি পোশাক খাত থেকে পুরস্কার পেয়েছে নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন। ওভেন তৈরি পোশাক খাত থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস, গাজীপুরের জিরানী বাজারের আউকু টেক্স ও ময়মনসিংহের স্কয়ার ফ্যাশন পুরস্কার পেয়েছে।

বস্ত্র খাতের চারটি প্রতিষ্ঠান এবার পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পেয়েছে। সেগুলো হচ্ছে মানিকগঞ্জের চরকান্দার আকিজ টেক্সটাইল মিলস, হবিগঞ্জের মাধবপুরের পাইওনিয়ার ডেনিম, চট্টগ্রাম চান্দগাঁওয়ের কেডিএস টেক্সটাইল মিলস ও পটিয়ার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। অটোমোবাইল খাতের একটিমাত্র প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। সেটি হলো চট্টগ্রামের নাসিরাবাদের সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ।

ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক খাতের তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। সেগুলো হলো নরসিংদীর শাষপুরে অবস্থিত ট্রান্সকম ইলেকট্রনিকস, নরসিংদীর শিবপুরের ফেয়ার ইলেকট্রনিকস ও গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।

সরঞ্জাম ও সংযোগশিল্প খাত থেকে একমাত্র পুরস্কার পেয়েছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পাচ্ছে ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো। চা–শিল্প থেকে পুরস্কার পেয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান ও মির্জাপুর চা-বাগান।

চামড়াশিল্প (তৈরি পণ্য) খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ময়মনসিংহের ভালুকার সুনিভার্স ফুটওয়্যার। এ ছাড়া পাট খাতে রংপুরের রবার্টগঞ্জের কারুপণ্য রংপুর, টাইলস অ্যান্ড সিরামিক খাতে গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিক পুরস্কার পেয়েছে।

এ ছাড়া প্রসাধন খাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ পুরস্কার পেয়েছে। ওষুধ খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস।

জাহাজভাঙা ও জাহাজ নির্মাণ খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, খুলনার লবণচরার খুলনা শিপইয়ার্ড ও সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিবেশবান্ধব শিল্প হিসেবে পুরস্কার পেয়েছে। এ ছাড়া সিমেন্ট খাতে গাজীপুরের কালীগঞ্জের সেভেন সার্কেল ও ইস্পাত খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএসআরএম স্টিলস এবার পুরস্কার পেয়েছে।

পুরস্কার হিসেবে ট্রফি, সনদ ও এক লাখ টাকা পেয়েছে প্রতিষ্ঠানগুলো।

স্টকমার্কেটবিডি.কম////

মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চাই : গভর্নর

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংক দেশের মূল্যস্ফীতি ৫ শতাংশে নামিয়ে আনতে চায় বলে জানিয়েছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘গুগল পে’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, সরকারিভাবে মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। তবে আমরা চাই ৫ শতাংশে নামিয়ে আনতে। এটি করতে পারলে আমরা সফল হবো।

বিদেশি ব্যবসায়ীরা দেশে আসলে টাকা পাচার করবে না বরং দেশের উপকার হবে জানিয়ে তিনি বলেন, আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে। দেশে গুগল পে চালুর মাধ্যমে ক্যাশলেস সোসাইটির দিকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

আহসান এইচ মনসুর বলেন, আমরা আশা করবো বাংলাদেশে আরও দেশি ও বিদেশি উদ্যোক্তাদের মিলন মেলা হবে।

বিদেশিদের কোন কাজ বাংলাদেশে সম্পন্ন করলে দিন শেষে উপকারভোগী হয় দেশ।

তিনি বলেন, আমরা চাচ্ছি আর্থিক খাত সম্পূর্ণ ঠিক করতে। এরই মধ্যে ২০ টি ব্যাংকের ঝুঁকিভিত্তিক নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে, জুলাই শেষে আরও ৭ টি ব্যাংকের শেষ করা হবে। কোনো অবস্থাতেই ব্যাংকিং খাতকে পূর্বের অবস্থায় ফিরে যেতে দেয়া হবে না।

স্টকমার্কেটবিডি. কম///

এনসিসি ব্যাংকের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. লাভেলো আইসক্রিম
  2. বিচ হ্যাচারি
  3. স্কয়ার ফার্মা
  4. সী পার্লস হোটেল
  5. অগ্নি সিস্টেমস
  6. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  7. ব্র্যাক ব্যাংক
  8. মুন্নু সিরামিকস,
  9. লায়েন্স ওয়ান
  10. ফাইন ফুডস।

দুই এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭৫ কোটি ৫৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৪০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, সী পার্লস হোটেল, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিস, রিলায়েন্স ওয়ান ও ফাইন ফুডস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২০৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ফার্ষ্ট ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ফার্ষ্ট ফাইন্যান্স লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৩টায় রাজধানীর কা্রওয়ানবাজারে নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য চলতি বছরের প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি