স্মারক রৌপ্যমুদ্রার দাম বাড়ালো বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাজারে স্মারক মুদ্রার দাম বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার কেন্দ্রীয় ব্যাংক স্মারক রৌপ্যমুদ্রার দাম পুনর্নির্ধারণ করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি স্মারক রৌপ্যমুদ্রার (বাক্সসহ) দাম ১১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ১২ সেপ্টেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই মুদ্রার দাম সাড়ে ৮ হাজার টাকা ছিল।

অর্থাৎ অল্প সময়ের মধ্যে প্রতিটি রৌপ্যমুদ্রার দাম আরও আড়াই হাজার টাকা বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম//

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে : অর্থ উপদেষ্টা

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তির উন্নতি হয়েছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার রাজধানীর পল্টনে অর্থনীতি বিষয়ক রিপোর্টারদের সংগঠন ইআরএফ আয়োজিত আর্থিক খাতে স্বচ্ছতা শীর্ষক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভালো-মন্দ মিলিয়ে কাজ করছে। তবে, দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি অত্যন্ত ভালো।

এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে তথ্য-যাচাই বাছাই করার ওপর জোর দেন সাবেক বাণিজ্য সচিব শুভাশীষ বসু। পরে সংবাদ কর্মীদের প্রশিক্ষণসহ দক্ষতা বৃদ্ধিতে ইআরএফ ইনস্টিটিউটের উদ্বোধন করেন অর্থ-উপদেষ্টা।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন; ২য় স্থানে সিমটেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫০ লাখ টাকা।

সোনালী পেপারের ২৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ১৯ কোটি ৩৯ লাখ, স্কয়ার ফার্মার ১৯ কোটি ৩১ লাখ, সাপোর্টের ১৯ কোট ১৮ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৬০ লাখ, কে এন্ড কিউয়ের ১৭ কোটি ৫৫ লাখ, লাখ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ১১ কোটি ৬১ লাখ ও জেনেক্স ইনফোসিসের ৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. ওরিয়ন ইনফিউশন
  2. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ
  3. সোনালী পেপার
  4. ব্র্যাক ব্যাংক
  5. স্কয়ার ফার্মা
  6. সাপোর্ট
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. কে এন্ড কিউ
  9. খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ
  10. জেনেক্স ইনফোসিস।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্হা দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৭০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,৩৮৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৮৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৯৯ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৬৪ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২১২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৫টির আর অপরিবর্তিত আছে ৮০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন,সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, সাপোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, কে এন্ড কিউ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও জেনেক্স ইনফোসিস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১১.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৩৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১৩ কোটি ২৪ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ইলিশের দাম কমাতে না পারায় মৎস্য উপদেষ্টার দুঃখ প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বাজারে ইলিশের চড়া দাম এবং তা কমানোর বিষয়ে সুখবর দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি।

সোমবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫’ এবং সারা দেশে ইলিশের প্রাপ্যতা, মূল্য ও সার্বিক পরিস্থিতি তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মৎস্য উপদেষ্টা জানান, বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে ১২.৫০ ডলার।

২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ অনুযায়ী ডলারের ক্রয়মূল্য ছিল ১২১.৭২ টাকা। এই হিসাবে ৬১ হাজার ৪৩৮ কেজি ইলিশের বাজারমূল্য দাঁড়াচ্ছে ১৯ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা। অন্যদিকে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মোট ২২.২৬ মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়েছে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৩৮ লাখ টাকা।

পত্রপত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বাজারমূল্য বেশি হলেও রপ্তানিমূল্যের তুলনায় কম থাকায় রপ্তানিকারকরা যথাযথ লাভ করতে পারছেন না।

স্টকমার্কেটবিডি.কম////

টিসিবির তালিকায় নতুন ৫ পণ্য, মিলবে লবণ-চা-সাবান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর তালিকায় পাঁচটি নতুন পণ্য যুক্ত হচ্ছে। এগুলো হলো-চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত টিসিবির উপকারভোগী নির্বাচন ও স্মার্ট ফ্যামিলি কার্ড সক্রিয়করণ বিষয়ক সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন প্রশাসক ছাড়াও ঢাকার আশপাশের জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা অংশ নেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম চালাচ্ছে। এর ফলে বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য তৈরি হয়।

তিনি আরো বলেন, ‘চলমান বিক্রয় কার্যক্রমের সঙ্গে নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষের স্বস্তি বাড়বে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও সহায়ক হবে। ’

তিনি জানান, সরকারের লক্ষ্য এক কোটি প্রকৃত উপকারভোগীকে টিসিবির আওতায় আনা।

এজন্য দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম///

জিএসপি ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান নিয়োগ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত নন-ব্যাংকিং খাতের কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটিতে নতুন চেয়ারম্যান হিসেবে রিজভী এইচ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সম্প্রতি কোম্পানিটির বোর্ড সভায় তাকে বিমাটির চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে তিনি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবিসি ব্যাংক পিএলসির এক উদ্দ্যোক্তার ৩০ লাখ শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সৈয়দ মুনসিফ আলী নামে এই পরিচালক ৩০ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পরে ৩০ অক্টোবরের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ারগুলো ক্রয় সম্পন্ন করবেন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এ্যাপেক্স ফুড ও এ্যাপেক্স স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি এ্যাপেক্স ফুডস ও এ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন রাজধানীর গুলশানে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাগুলো অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানি ২টি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম////