এলডিসি ইস্যুতে স্বনির্ভর হওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা পরনির্ভর হতে চাই না। আমাদের যেই ডেডলাইন থাকুক না কেন, আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে।

বুধবার (৮ অক্টোবর) উপদেষ্টা পরিষদ ও সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এলডিসিবিষয়ক এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকে আলোচনার বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব বলেন, ‘এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি, এর থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হওয়ার দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আমাদের কোনো বিকল্প নাই। এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে। আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে।

নতুন বাংলাদেশ মানে হলো স্বনির্ভর উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘এই জাতির নিজের পায়ে দাঁড়ানোর যথেষ্ট ক্ষমতা আছে। তারুণ্য সৃজনশীলতা আমাদের শক্তি।

এই শক্তি আমাদের কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে।’
বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব জানান, স্টার্টআপের জন্য ব্যাংকগুলো থেকে ৯০০ কোটি টাকা এবং বাংলাদেশ ব্যাংক থেকে অতিরিক্ত ৬০০ কোটি টাকা দিয়ে ভেঞ্চার ক্যাপিটাল তৈরি করা হচ্ছে।

তিনি জানান, বৈঠকে খুব শিগগিরই বাংলাদেশে ক্যাশলেস ট্রানজাকশন বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে। এর ফলে রাজস্ব বাড়বে এবং টাকা ছাপানোর যে বাড়তি খরচ, সেটাও কমবে বলে আশা প্রকাশ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম////

ভারতের জন্য ভিসানীতি শিথিল করবে না ইংল্যান্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভারত সফরের আগে এ তথ্য জানিয়েছেন তিনি। বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করতে দুই দিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বুধবার ভারতে পৌঁছান তিনি।

সাম্প্রতিক বাণিজ্য চুক্তির সুবিধা তুলে ধরার চেষ্টা করেন স্টারমার। একশ’র বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর লক্ষ্য যুক্তরাজ্যের বিনিয়োগ বাড়ানো এবং অর্থনৈতিক গতি ত্বরান্বিত করা।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের ‘বড় সুযোগ’ রয়েছে। তবে ভারতীয় কর্মী বা শিক্ষার্থীদের জন্য নতুন ভিসা সুবিধা খোলার কোনও পরিকল্পনা নেই। আলোচনা ভিসা নিয়ে নয়, আলোচনা হবে ব্যবসায়িক অংশীদারত্ব, বিনিয়োগ, চাকরি ও যুক্তরাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি নিয়ে।

কয়েক বছর ধরে আলোচনার পর গত জুলাইয়ে ভারতের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্য। চুক্তির লক্ষ্য, লাখ কোটি পাউন্ডের বাণিজ্য সম্প্রসারণের অংশ হিসেবে যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি সস্তায় ভারতে রফতানি করা এবং ভারতীয় পোশাক ও গয়না সস্তায় যুক্তরাজ্যে আমদানি করা।

স্টকমার্কেটবিডি.কম////

সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে: শ্রম উপদেষ্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার শ্রমিকদের বেতন দেবে না বরং মালিকদেরকেই বেতন দিতে হবে বলে।

বুধবার (৮ অক্টোবর) সকালে শ্রমখাতে টেকসই সংস্কার বিষয়ে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, শ্রম খাতের সংস্কারে সরকার কাজ করছে। শ্রম আইন সংশোধনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

এছাড়া সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে আছে জানিয়ে তিনি বলেন, সংস্কার হলে শ্রম খাতের ব্যাপক পরিবর্তন আসবে। শ্রমিকদের অধিকারের বিষয়ে সরকার সচেতন। তবে কোনো শ্রমিক অবেতনভুক্ত থাকবে না বলেও নিশ্চিত করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে সিভিও পেট্রো; ২য় স্থানে রূপালী লাইফ 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ২০ কোটি ৫২ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশনের ১৭ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সোনালী পেপারের ১৬ কোটি ৯৮ লাখ, কে এন্ড কিঊয়ের ১৬ কোটি ৫২ লাখ, সাপোর্টের ১৫ কোটি ৯৫ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ১৫ কোট ৬৬ লাখ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৫০ লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ১৩ কোটি ৮৫ লাখ ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. সিভিও পেট্রো
  2. রূপালী লাইফ ইন্স্যুরেন্স
  3. ওরিয়ন ইনফিউশন
  4. সোনালী পেপার
  5. কে এন্ড কিঊ
  6. সাপোর্ট
  7. প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
  8. পাইওনিয়ার ইন্স্যুরেন্স
  9. প্রগতি ইন্স্যুরেন্স
  10. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

দিনশেষে লেনদেনের সাথে কমেছে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৩৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১১ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৮৭ কোটি ৪৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – সিভিও পেট্রো, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার, কে এন্ড কিঊ, সাপোর্ট, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ২৬.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১০০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ১২ কোটি ২২ লাখ টাকার লেনদেন হয়।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

দেশের বাজারে স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়ে দুই লাখ টাকা ছাড়িয়ে গেছে। নতুন দামে প্রতি ভরি (প্রায় ১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে দুই লাখ দুই হাজার ১৯৫ টাকা।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আগামীকাল থেকে নতুন এই দাম কার্যকর হবে।

দেশে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। প্রায় প্রতি সপ্তাহেই নতুন রেকর্ড তৈরি হচ্ছে। কেবল সেপ্টেম্বর মাসেই ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ১৬ হাজার টাকার বেশি বেড়েছে।

স্বর্ণ শিল্পে যুক্ত সূত্রগুলো, এর পেছনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি, টাকার অবমূল্যায়ন, অর্থনৈতিক অনিশ্চয়তা ও দীর্ঘস্থায়ী উচ্চ মূল্যস্ফীতিকে দায়ী করছেন।

বাংলাদেশে স্বর্ণের আমদানি খুব বেশি না হলেও, দেশের বাজারে স্বর্ণের দাম বৈশ্বিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে।

স্টকমার্কেটবিডি.কম////

ডেসকোর বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি ঢাকা পাওয়ার সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, আগামী ১১ অক্টোবর বেলা ৩টায় রাজধানী নিকুঞ্জে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আনলিমা ইয়ার্নের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আনলিমা ইয়ার্ন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ১২টায় রাজধানী পল্টনে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রেনেটার ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের প্রতিষ্ঠান রেনেটা লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড (আলফারেটিং)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করে আলফারেটিং। এবছর কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-১’ এসেছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যন্ত নিরীক্ষিত এবং ২০২৫ সালের ৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফা ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি