কাশেম ড্রাইসেলসের বোর্ড সভা ২ নভেম্বর

qasem 1স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে প্রকৌশল খাতের কোম্পানি কাশেম ড্রাইসেলসের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর সোমবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী এ সভা করবে।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

  1. সিভিও পেট্রোকেমিক্যাল
  2. লাফার্জ সুরমা
  3. ইফাদ অটোস
  4. শাহজিবাজার পাওয়ার
  5. কেডিএস এক্সেসরিজ
  6. সিঅ্যান্ডএ টেক্সটাইল
  7. গ্রামীণফোন
  8. খুলনা পাওয়ার কোম্পানি
  9. আমান ফিড
  10. এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কম

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৫ কোটি টাকার। যা গতকালের তুলনায় ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩২৫ কোটি শেয়ার।

ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫১ পয়েন্টে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, লাফার্জ সুরমা সিমেন্ট, ইফাদ অটোস, শাহজিবাজার পাওয়ার, কেডিএস এক্সেসরিজ, সিঅ্যান্ডএ টেক্সটাইল, গ্রামীণফোন, খুলনা পাওয়ার কোম্পানি, আমান ফিড এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

৪০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ওয়ান ব্যাংক

one bank-smbdনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি টায়ার-২ মূলধন বাড়াতে সাত বছর মেয়াদি এ বন্ড ইস্যু করবে, যা মূলধন হিসেবে কাজ করবে। এটি কোম্পানির বিনিয়োগ বাড়াতে সাহায্য করবে। নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন-সাপেক্ষে বন্ড ইস্যু করা হবে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরে প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস দিয়েছে। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ১১ পয়সা, কর-পরবর্তী নিট মুনাফা ১৬৩ কোটি ১২ লাখ ২০ হাজার টাকা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৮ পয়সা।

২০০৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ওয়ান ব্যাংক। এর অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৮৯ কোটি ৯২ লাখ টাকা। শেয়ারের সংখ্যা ৫৮ কোটি ৯৯ লাখ ২৪ হাজার ৯১৮টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩০ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২০ দশমিক ৩৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ২৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর ৪৮ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/বিএ

কনফিডেন্স সিমেন্টের পর্ষদ সভা ২৯ অক্টোবর

confidence-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে সিমেন্ট শিল্প খাতের কোম্পানি কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

প্রগতি লাইফের বোর্ড সভা ২৯ অক্টোবর

progotiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বীমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পর্যালোচনা করা হবে গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিস্টিং রেগুলেশনস ১৬(১) অনুযায়ী সভাটি করবে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

তৃতীয় প্রান্তিকে ঢাকা ব্যাংকের ইপিএস ২.১৪ টাকা

dhakaস্টকমার্কেট ডেস্ক :

চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংক শেয়ারপ্রতি আয় (ইপিএস) করেছে ২.১৪ টাকা। হিসাব বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত হিসাব অনুযায়ী ব্যাংকটি এ আয় করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের বছরের একই সময়ে ব্যাংকটির এ আয়ের পরিমাণ ছিল ৯৩ পয়সা। এ হিসাবে আগের হিসাব বছরের তুলনায় চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটির ইপিএস বেড়েছে ১৩০.১০ শতাংশ।

এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই ’১৫ থেকে সেপ্টেম্বর ’১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ঢাকা ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ১৩ পয়সা।

এ হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় কোম্পানিটির আয় বেড়েছে ৩৩৮.৪৬ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

নাভানা সিএনজির বোর্ড সভা বৃহস্পতিবার

navanaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
স্টকমার্কেটবিডি.কম/বিএ

আরএসআরএমের ২৫% লভ্যাংশ ঘোষণা

RSRMস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রতনপুর স্টিল রি-রোলিং মিলস (আরএসআরএম) শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আারএসআরএম’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। এজিএমের ভেন্যু পরবর্তীতে জানানো হবে। এজিএমের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ নভেম্বর।

২০১৫ সালের ৩০ জুন্ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছে ২৭ কোটি ২৫ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছে ৪.৩৬ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৪৫.৬৩ টাকা ও শেয়ারপ্রতি নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ঋণাত্মক ১৫.১৭ টাকা।

আগের বছর একই সময়ে কোম্পানিটির করপরবর্তী মুনাফা হয়েছিল ১৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় হয়েছিল ২.৪৮ টাকা। এ হিসাবে আগের বছরের তুলনায় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৭৫.৮০ শতাংশ।

আগের বছরও কোম্পানিটি ৫ শতাংশ নগদ এবং ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

জাহিন টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা

zahinস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল রবিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। নগদ লভ্যাংশ পরিচালকরা না পেলেও বোনাস সকল বিনিয়োগকারীরাই পাবে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ২৮ ডিসেম্বর। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ