পিপলস লিজিংয়ের এজিএম ২২ সেপ্টেম্বর

peoplesস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে নন ব্যাংকিং খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২২ সেপ্টেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, সেদিন সকাল সাড়ে ৯টায় রাজধানীর রাওয়া কনভেনশন হলে এজিএমটি অনুষ্ঠিত হবে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ না করায় এরই মধ্যে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে এসেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি। এজিএমের রেকর্ড ডেট ছিল ২৯ আগস্ট।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনসুারে, ২০১৫ হিসাব বছরে পিপলস লিজিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩ পয়সা, আগের বছর যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭৬ পয়সা। ২০১৪ সালের লভ্যাংশ হিসেবে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার দেয়।

এদিকে চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারপ্রতি ১ টাকা ৪৪ পয়সা লোকসান দেখিয়েছে পিপলস লিজিং, যেখানে আগের বছর একই সময়ে তাদের ইপিএস ছিল ১০ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১১ টাকা ৬৮ পয়সা, ২০১৫ সালের একই তারিখে যা ছিল ১৭ টাকা ৬২ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আবারো শাহজিবাজার পাওয়ারে আসক্ত বিনিয়োগকারীরা

sahjibazerনিজস্ব প্রতিবেদক :

জরিমানা ও অন্যান্য শাস্তির পর্ব শেষ হওয়ায় শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) শেয়ারের প্রতি বিনিয়োগকারীরা
আবারো আসক্ত হয়ে উঠেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে মোট লেনদেনের ৬ দশমিক ৪২ শতাংশই ছিল বিদ্যুত্ খাতের কোম্পানিটির দখলে। লেনদেন তালিকার শীর্ষে অবস্থানের পাশাপাশি কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।

পরিচালকদের জরিমানা, শেয়ার লেনদেনে দীর্ঘদিনের কড়াকড়ি শিথিল হওয়ার পর গত মে মাস থেকেই ঊর্ধ্বমুখী ধারায় ফিরে শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর। সম্প্রতি কোম্পানিটিকে স্পট মার্কেট থেকে স্বাভাবিক লেনদেনে ফিরিয়ে এনেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, প্রায় দেড় বছর টানা সংশোধনের ফলে ডিএসইতে এসপিসিএল শেয়ারের দর ৩৩০ থেকে ৯০ টাকার নিচে নেমে এসেছিল। গত চার মাসে তা ১৭০ টাকা ছাড়ায়। বৃহস্পতিবার সর্বশেষ ১৭১ টাকা ৭০ পয়সায় এসপিসিএলের শেয়ার হাতবদল হয়। দিন শেষে সমাপনী দর দাঁড়ায় ১৭৪ টাকা ২০ পয়সা।

২০১৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ২৮ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ দেয় এসপিসিএল। সে বছর শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ২০ পয়সা, আগের বছর যা ছিল ৪ টাকা ১৩ পয়সা।

এদিকে ২০১৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে ৩ টাকা ৫৯ পয়সা অনিরীক্ষিত ইপিএস দেখিয়েছে কোম্পানিটি, এক বছর আগে যা ছিল ৬ টাকা ১৫ পয়সা। ৩১ মার্চ কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩০ টাকা ৫৮ পয়সা।

শাহজিবাজার পাওয়ার কোম্পানি ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৩৭ কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে আছে ১৭৮ কোটি ৭৫ লাখ টাকা। বর্তমানে কোম্পানির ৭১ দশমিক ৯৩ শতাংশ শেয়ার এর উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রতিষ্ঠান ৯ দশমিক শূন্য ১ ও বাকি ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাত মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে প্রধান সূচক

index upনিজস্ব প্রতিবেদক :
ঈদ-উল-আযহার আগের সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সাথে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। সূচকের এই বৃদ্ধিতে গত সাত মাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছছে প্রধান বাজারের সূচক। টানা সাত কার্যদিবসে মোট ৭৭.৪৩ পয়েন্ট বেড়েছে। ফলে মোট ৪ হাজার ৬০৪ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইর সার্বিক সূচকটি। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ বা ৫২ দশমিক ০৪ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই ৩০ সূচক বেড়েছে দশমিক ৮৬ শতাংশ বা ১৫ দশমিক ০৪ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে দশমিক ৪৮ শতাংশ বা ৫ দশমিক ৩৩ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৮টি কোম্পানির। আর দর কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির। আর লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।

দর দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ব্যাংক এশিয়া, আইএফআইসি, মেঘনা সিমেন্ট, ডরিন পাওয়ার, আইটিসি, ফাস ফাইনান্স, ইসলামিক ফাইনান্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, এবি ব্যাংক ও বিআইএফসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারের দর বাড়ায় বিল গেটসকে ছাড়ালো ওর্তেগা

downloadস্টকমার্কেট ডেস্ক :

গেল সপ্তাহে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসকে টপকে শীর্ষ ধনীর আসনে উঠে আসেন স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা। বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউস ‘জারা’–এর প্রতিষ্ঠাতা ওর্তেগা। গত বুধবার ও বৃহস্পতিবার শেয়ারের আড়াই শতাংশ বাড়ে ওর্তেগার প্রতিষ্ঠানের শেয়ারের দর। আর এতেই ওর্তেগার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৯ দশমিক ৫ বিলিয়ন ডলার। এ সময়ে মার্কিন শীর্ষ ধনী বিল গেটসের সম্পদের পরিমাণ ছিল ৭৮ দশমিক ৫ বিলিয়ন ডলার। আর তাই ফোর্বসের তালিকা অনুযায়ী, এ দুদিনে বিশ্বের শীর্ষ ধনী হলেন অ্যামানসিও ওর্তেগা।

তবে গত শুক্রবার শেয়ারবাজারে আবার জারা ফ্যাশনের শেয়ারের দর পড়ে যায়। ওর্তেগার সম্পদের পরিমাণ দাঁড়ায় ৭৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। শীর্ষস্থানটি আবারও চলে যায় বিল গেটসের দখলে। এদিন বিল গেটসের সম্পদের পরিমাণ হয় আনুমানিক ৭৮ দশমিক ১ বিলিয়ন ডলার। ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

এর আগেও একবার বিল গেটসকে টপকে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছিলেন এই স্প্যানিশ ধনকুবের। গত বছরের অক্টোবরে বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটের শেয়ার দাম ওঠানামা করায় তাঁর মোট সম্পদের পরিমাণ একই থাকে। সে সময় জারা ফ্যাশনের শেয়ারের দর বাড়ায় শীর্ষ ধনীর তালিকায় চলে আসেন অ্যামানসিও ওর্তেগা।

স্পেনের এক সাধারণ এক রেলওয়ে কর্মকর্তার ঘরে জন্ম ওর্তেগার। নিজস্ব ব্যবসা শুরুর আগে তিনি কাজ করতেন একটি দোকানে ছোট কর্মচারী হিসেবে। এরপর ১০০ ডলারেও কম অর্থ নিয়ে শুরু করেন নিজের ব্যবসা। তিনি এবং তাঁর স্ত্রী রোসালিয়া মেরা বাসায় বসে পাজামা, রাতের পোশাক তৈরি করতেন। সেই থেকে শুরু। ১৯৭৫ সালে এই দম্পতি একটা ছোট দোকান খোলেন। যার নাম দেন ‘জারা’।

আট বছর পর সেই ছোট দোকানের নয়টি শাখা গড়ে ওঠে স্পেনের আটটি অঞ্চলে। আর ১৯৮৪ সালে ওর্তেগা চালু করেন ১০ হাজার বর্গমিটারের এক বিশাল ব্যবসায়িক কেন্দ্র।

স্টকমার্কেটবিডি.কম/এম

শেয়ারবাজারে গতি ফেরাতে ৬০০০ কোটি টাকার তহবিল দাবি

BMBA_Logoনিজস্ব প্রতিবেদক :
শেয়ারবাজারে গতি ফেরাতে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা সহজশর্তে বিশেষ ঋণ তহবিল দাবি করছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের মূলধনী লোকসানে থাকা গ্রাহকদের অর্থসহায়তা দিতে জন্য এ তহবিল চাওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রীর কাছে পৃথকভাবে এ-সংক্রান্ত লিখিত আবেদন করেছে সংগঠনটি।

অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসির উদ্দিন আহমেদ জানান, তারা বিএমবিএর চিঠি পেয়েছেন। এ বিষয়ে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মতামত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো অগ্রগতি নেই।

বিএমবিএ সূত্র জানায়, মূলধনী লোকসানে থাকা বিভিন্ন মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ গ্রহণকারী গ্রাহকদের জন্য এ তহবিল চাওয়া হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক কোনো ব্যাংক বা ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা বীমা কোম্পানির সহযোগী কোম্পানি হলে এগুলোর মূল কোম্পানি প্রাতিষ্ঠানিক জামিনদার হতেও রাজি আছে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো তহবিলের বিপরীতে সরকারকে বার্ষিক ৩ শতাংশ সুদ দিতেও সম্মত বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বিশেষ ঋণ তহবিল কীভাবে মার্চেন্ট ব্যাংকগুলো ফেরত দেবে, সে বিষয়েও জানিয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন। বিএমবিএ বলেছে, বিশেষ ঋণ তহবিলের মেয়াদ হবে সাত বছর। প্রথম দুই বছর কেবল সুদ দেওয়া হবে। পরের বছরগুলোতে সুদসহ ২০ শতাংশ হারে আসল ফেরত দেওয়া হবে।

বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান গনমাধ্যমকে বলেন, শেয়ারবাজারে ব্যাপক তারল্য সংকট রয়েছে। ২০১১ সালের ধসের পর পুরনো বিনিয়োগকারীদের অনেকে মূলধনী লোকসানের শেয়ারে নতুন করে বিনিয়োগ করতে পারছেন না। বাজারে সার্বিকভাবে এক ধরনের স্থবিরতা কাজ করছে

স্টকমার্কেটবিডি.কম/এম

ব্রোকার্স এ্যাসোসিয়েশনের নির্বাচন ২০ নভেম্বর

dseনিজস্ব প্রতিবেদক :
ঢাকা স্টক একচেঞ্জের ব্রোকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) নির্বাচন আগামী ২০ নভেম্বর সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসই ভবনে অনুষ্ঠিত হবে। নির্বাচনে ডিবিএ’র ২৪১ সদস্য তাদের ভোট প্রদান করবেন।

ভোটে ১৫ সদস্য নির্বাচিত হবেন। নির্বাচিত ১৫ সদস্য ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবে। সংগঠন হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর প্রথম নির্বাচন হবে এটি।

ডিবিএ জানায়, নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৭ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ৮ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। তবে ২৯ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোয়নপত্র জমা দেয়া যাবে। ৩ অক্টোবর, ২০১৬ তারিখে প্রাপ্ত মনোনয়নপত্র যাচাইবাছাই করে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন দ্বারা চূড়ান্ত বাছাই শেষে মনোনয়নপ্রাপ্তদের তালিকা আগামী ১৮ অক্টোবর ডিবিএ’র কার্যালয়ে প্রকাশ করা হবে। তবে মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে আগামী ১৭ অক্টোবর বিকেল ৪টার মধ্যে প্রত্যাহারপত্র জমা দিতে হবে।

নির্বাচনে যোগ্য ভোটাররা তার পরিবর্তে অন্য কাউকে ভোট দেয়ার ক্ষমতা অর্পণ করতে পারবেন। তবে এক্ষেত্রে ১৫ নবেম্বর বিকেল ৪টার মধ্যে প্রক্সি ফর্ম জমা দিতে হবে। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ব্রোকার এ্যাসোসিয়েশনের নির্বাচনের জন্য কমিশন ও আপীল বোর্ড গঠন করা হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন হারুন সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশিদ। কমিশনের অন্য দুই সদস্য হলেন, গ্লোব সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান ও এম এ্যান্ড জেড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর উদ্দিন আহমেদ।

আপীল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে আলী সিকিউরিটিজের চেয়ারম্যান এম আকবর আলীকে। তিন সদস্যবিশিষ্ট আপীল বোর্ডের বাকি দুই সদস্য হলেন, মার্চেন্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল উদ্দিন ও ফনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদের চৌধুরী।

স্টকমার্কেটবিডি.কম/এম