সিটি ব্যাংকের গ্রাহকরা বিকাশেই জমা দিবে টাকা

citybank_logoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সিটি ব্যাংকের গ্রাহকেরা এখন বিকাশ হিসাবের মাধ্যমেই নিজ হিসাবে টাকা জমা করতে পারবেন। ফলে ব্যাংকটির গ্রাহকদের এখন আর কার্ডের টাকা জমা দিতে শাখায় দাঁড়াতে হবে না। শুধু টাকা জমা নয়, সিটি ব্যাংক ও বিকাশের হিসাবের মধ্যে টাকা পাঠানো যাবে নিমেষেই।

দেশে প্রথমবারের এমন সেবা দিতে আজ রবিবার সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন এবং বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় সিটি ব্যাংকের গ্রাহকেরা তাদের হিসাব থেকে তাৎক্ষণিক বিকাশ হিসাবে টাকা পাঠাতে পারবেন। সিটি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম সিটি টাচের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে সেবাটি পাওয়া যাবে। একইভাবে বিকাশ গ্রাহকেরাও তাঁদের বিকাশ ওয়ালেট থেকে সিটি ব্যাংকের হিসাবে টাকা পাঠাতে পারবেন। এ ছাড়া সিটিব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকেরা তাঁদের বিল বিকাশের মাধ্যমেই পরিশোধ করতে পারবেন। বিকাশ গ্রাহকেরা সিটি ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে নগদ টাকা উত্তোলন করতে পারবেন। সারা দেশে ব্যাংকটির ৩৫০ এটিএম বুথ রয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশীদ, চিফ টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা, চিফ মার্কেটিং অফিসার মীর নাওবুদ আলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে কার্ড সেবা প্রদানকারীদের মধ্যে সিটি ব্যাংকই শীর্ষে। ব্যাংকটি প্রায় ১০ লাখ ক্রেডিট কার্ড গ্রাহক রয়েছে। আর বিকাশের রয়েছে তিন কোটির বেশি নিবন্ধিত গ্রাহক।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

চট্টগ্রামে দেড় বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ চীনাদের

indexস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চট্টগ্রামে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৯৮৮ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের প্রস্তাব নিয়ে এগিয়ে এসেছে চীনের একদল বিনিয়োগকারী।

চীনের সিচুয়ান সিল্করোড ইকনোমিক বেল্ট ইনভেস্টমেন্ট অ্যান্ড করপোরেশন চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা রবিবার এ বিষয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেন।

বেজার পক্ষে এর নির্বাহী সদস্য হরুনুর রশীদ এবং সিচুয়ান সিল্করোড চেম্বারের চেয়ারম্যনান লু চ্যাংওয়েন এই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, সিচুয়ান চেম্বার অব কমার্স মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে প্রাথমিকভাবে ১ দশমিক ৫৯ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

তাদের প্রস্তাবে বলা হয়েছে, ৯৮৮ দশমিক ৫০ একর জমির একটি অংশে শিল্প উৎপাদন অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে অটোমোবাইল ও মোটরসাইকেল, কৃষি যন্ত্রপাতি ও গবাদি পশুর খাবার উৎপাদন করা হবে।

এছাড়া স্টিল, টেক্সটাইল ও খাদ্য উৎপাদনের জন্য বাণিজ্যিক কমপ্লেক্স নির্মাণ করতে চান চীনা বিনিয়োগকারীরা। দক্ষ জনশক্তি তৈরির জন্য একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলারও পরিকল্পনা আছে তাদের।

বিস্তৃ এই শিল্প এলাকায় সিনো-বাংলা কালচারাল কমিউনিকেশন অঞ্চল নামে একটি বিশেষ এলাকা গড়ে তোলার পরিকল্পনার কথা অনুষ্ঠানে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

সোনালী ব্যাংকের জিএম ননী গোপালের ৩ বছরের কারাদণ্ড

sonali-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সম্পদ হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতি মামলায় সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার (সাময়িক বরখাস্ত) ননী গোপাল নাথকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৯ জুলাই) বিকেলে ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। একই সঙ্গে তাকে অতিরিক্ত ১০ লাখ টাকা অর্থদণ্ডও দেন বিচারক।

অর্থদণ্ডের ১০ লাখ ঢাকা ৬০ দিনের মধ্যে রাষ্ট্রের অনুকূলে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ১ এপ্রিল ননী গোপালকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেন দুদক। নোটিশ পেয়েও ননী হিসাব দাখিল না করায় ২০১৬ সালের ৩১ জানুয়ারি রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।

হলমার্কের ঋণ কেলেঙ্কারির ১১ মামলারও আসামি তিনি।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

মেট্রোরেল আরো দৃশ্যমান করার সুপারিশ সংসদীয় কমিটির

Perlamentস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেল প্রকল্পের কার্যক্রম আরো দৃশ্যমান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অগ্রাধিকার প্রকল্প হিসাবে মেট্রোরেলের কাজ নির্ধারিত সময়ে মধ্যে সম্পন্ন করার সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ রবিবার অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠকে এসব সুপারিশ করা হয়।

এছাড়া যানজট নিরসনে রাজধানীকে পাশ কাটিয়ে ঢাকার পূর্ব দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্ধ পয়েন্ট থেকে পশ্চিমে ঢাকা-আরিচা মহাসড়কের বালিয়াপুর পর্যন্ত বাইপাস এলিভেটেডওয়ে নিমার্ণ প্রকল্পের কাজ অতিদ্রুত শুরু করার সুপারিশ করে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি মো. একাব্বর হোসেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রমেশ চন্দ্র সেন, এ. কে. এম. এ আউয়াল (সাইদুর রহমান), রেজওয়ান আহাম্মদ তৌফিক, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম, মিসেস লুৎফুন নেছা এবং নাজিম উদ্দিন আহমেদ বৈঠকে অংশগ্রহণ করেন।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

যুক্তরাষ্ট্রে নাডোলোল ট্যাবলেট রপ্তানির অনুমোদন পেল বেক্সিমকো ফার্মা

beximcoস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নাডোলোল ট্যাবলেট (২০মি.গ্রা., ৪০ মি.গ্রা. ও ৮০ মি.গ্রা.) যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এর অনুমোদন লাভ করেছে। এটি বেক্সিমকো ফার্মার পঞ্চম ওষুধ যেটা ইউএস এফডিএ কর্তৃক অনুমোদন লাভ করলো।

নাডোলোল, ব্রিস্টল-মিয়ার্স স্কুইব এর করগার্ড ট্যাবলেট এর জেনেরিক সমতুল্য। ওষুধটি হাইপার টেনশন (উচ্চ রক্তচাপ) এবং এনজিনা পিকটোরিস (বুকের ব্যথা) এর চিকিৎসা কাজে সেবনের পরামর্শ দেয়া হয়।

বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিবিউশন পার্টনার বেশোর ফার্মাসিউটিক্যাল এলএলসি’র মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে এই ওষুধ বাজারজাত করবে। আইকিউভিআইএ এর তথ্য অনুসারে (মার্চ ২০১৮) যুক্তরাষ্ট্রে নাডালোল ট্যাবলেটের বাজার ৭১ মিলিয়ন মার্কিন ডলারের।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের পঞ্চম ওষুধ রপ্তানির অনুমোদন পেয়ে আমরা আনন্দিত। বেক্সিমকো ফার্মা এখনও দেশের একমাত্র কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রে ওষুধ রপ্তানি করছে, যেটা আমাদের দক্ষতা এবং স্পেশালাইজড জেনেরিক প্রডাক্ট উৎপাদনে সক্ষমতার স্বীকৃতি। সামগ্রিকভাবে ওষুধ রপ্তানি বৃদ্ধির যে কৌশল আমরা ঠিক করেছি আশা করছি উন্নয়নশীল এবং উন্নত বাজারগুলোর মাধ্যমে এটা সফল হবে।

বেক্সিমকো ফার্মা দেশের নেতৃস্থানীয় ওষুধ রপ্তানিকারক প্রতিষ্ঠান। বর্তমানে কোম্পানিটি ৫০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে। বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ, এজিইএস (ইইউ), টিজিএ অষ্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক স্বীকৃত।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

জুলাই-ডিসেম্বরের মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে মঙ্গলবার (৩১ জুলাই)। ওইদিন সকাল ১১টায় বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির নতুন ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করবেন। রবিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন মুদ্রানীতিতে খুব বেশি পরিবর্তন হবে না। কারণ, এই বছর জাতীয় নির্বাচনের কারণে কালো টাকার প্রবাহ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাজারে নগদ অর্থের প্রবাহে লাগাম টানার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল গত অর্থবছরের (জানুয়ারি-জুন) দ্বিতীয়ার্ধের মুদ্রানীতিতে। এছাড়া ঋণ প্রবৃদ্ধি মাত্রারিক্ত বাড়ার কারণে ঋণের লাগাম টেনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ঋণ আমানত অনুপাত কমিয়ে দেওয়া হয়েছিল। তবে ব্যাংকগুলোর চাওয়া অনুযায়ী নতুন এ হার কার্যকরের সময়সীমা বাড়ানো হয়েছে।

এদিকে, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৬০ শতাংশে। আগের মাস এপ্রিল শেষে যা ছিল ১৭ দশমিক ৬৫ শতাংশ। সম্প্রতি বেসরকারি খাতে সবচেয়ে বেশি ঋণ প্রবৃদ্ধি হয় গত বছরের নভেম্বরে। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছিল ১৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

প্রসঙ্গত, মূল্যস্ম্ফীতি নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের জন্য বাজারে কী পরিমাণ টাকা ছাড়া হবে, তার একটি ধারণা দিতে প্রতি ৬ মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। গত জানুয়ারিতে ঘোষিত মুদ্রানীতিতে এই বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয় ১৬ দশমিক ৮০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে, গত মে পর্যন্ত বেসরকারি খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ ৯২ হাজার ৪০৩ কোটি টাকা। আগের বছরের মে শেষে যা ছিল ৭ লাখ ৫৮ হাজার ৮৫০ কোটি টাকা। এতে একবছরে ঋণ বেড়েছে একলাখ ৩৩ হাজার ৫৫৩ কোটি টাকা বা ১৭ দশমিক ৬০ শতাংশ। গত মার্চ শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৯৮ শতাংশ। তার আগের মাস ফেব্রুয়ারি শেষে ছিল ১৮ দশমিক ৪৯ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

একনেকে ৭৫৩৯ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন

ecnecস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৭ হাজার ৫৩৯ কোটি ১৩ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

প্রকল্প ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ৬ হাজার ৭৫১ কোটি ৬৬ লাখ টাকা, বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ২৫৮ কোটি ৫৭ লাখ এবং বৈদেশিক সহায়তার যোগান পাওয়া যাবে ৫২৮ কোটি ৯০ লাখ টাকা।

রবিবার রাজধানীর শেরেবাংলানগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়।

বৈঠকশেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল সাংবাদিকদের প্রকল্প সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন।
স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

আমান কটনের শেয়ার আইপিওধারীদের বিওতে জমা

Aman-Cotton-Fibrous-Ltdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমান কটন ফাইবার্স লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বরাদ্দকৃত বিও হিসাবে জমা দেওয়া হয়েছে। রবিবার সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৬ জুলাই এসব শেয়ার বিও হিসাবে পাঠিয়েছে সিডিবিএল।

এর আগে গত ৩ জুন রবিবার থেকে ১০ জুন পর্যন্ত কোম্পানিটির আইপিও আবেদন জমা নেওয়া হয়।

সম্প্রতি এক সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির আইপিও অনুমোদন দেয়।

জানা যায়, আমান কটন ফাইবার্স লিমিটেড আইপিওর মাধ্যমে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলন করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যে ৮০ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। আর উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানিটি শেয়ারবাজার থেকে ৮০ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩টি শেয়ার ইস্যু করবে। এর মধ্যে ১ কোটি ২৫ লাখ শেয়ার ৪০ টাকা মূল্যে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যূ করবে।

এদিকে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি কনসোলিটেড আয় (ইপিএস) ৩ টাকা ৩৮ পয়সা। আর শেয়ার প্রতি কনসোলিটেড সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৫ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। আর ইস্যুর রেজিস্টারের দায়িত্বে আছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস প্রকাশ

bgic-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ২৩ পয়সা। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, বিমাটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় হয়েছে ২৩ পয়সা। যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.১৩ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.১৬ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২০.৭১ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২০.৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

যমুনা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ১.২৪ টাকা

jamuna -smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ১.২৪ টাকা। রবিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির চলতি বছরের এপ্রিল-জুন অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.২৪ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৯১ পয়সা।

চলতি বছরের জানুয়ারি-জুন বা ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি কনসোলিটেডেড আয় হয়েছে ১.৭৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১.৩০ টাকা।

চলতি বছর এই প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ হয়েছে ২৬.৬৯ টাকা, যা গত বছর ৩০ জুন যা ছিল ২৬.২৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি