দুলামিয়া কটনের দর বাড়ার কারণ নেই

dulaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি দুলামিয়া কটনের দর বাড়ার কারণ নেই। কোম্পানিটির অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চাইলে ডিএসইর নোটিশের জবাবে কোম্পানিটি এ কথা জানিয়েছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে এই শেয়ার দাম টানা বাড়ছে। ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ৩০.০৭ টাকা, যা টানা বেড়ে ৭ ফেব্রুয়ারি ৪২.৫০ টাকায় লেনদেন হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় দুলামিয়া কটন লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

সায়হাম টেক্সটাইলের ২ লাখ শেয়ার কেনার ঘোষণা

saihamস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সায়হাম টেক্সটাইল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ২ লাখ শেয়ার কেনার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মিসেস ইয়াসমিন ফয়সাল নামে এই পরিচালক কোম্পানিটির ২ লাখ শেয়ার কিনবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক চলমান বাজার দরে (পাবলিক মার্কেট/ব্লক মার্কেট) হতে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনা হবে।

স্টকমার্কেটবিডি.কম/

ওসমানিয়া গ্লাসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

usmaniaস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৩১ জানুয়ারি থেকে ওসমানিয়া গ্লাসের শেয়ার দাম টানা বাড়ছে। ৩১ জানুয়ারি প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১০২.৪০ টাকা, যা টানা বেড়ে ৭ ফেব্রুয়ারি ১১৭.৬০ টাকায় লেনদেন হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ওসমানিয়া গ্লাস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

প্রাইম ইন্স্যুরেন্সের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

prime-insurance-logo-mm-230x155স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা থাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় কোম্পানিটি।

এসময় প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৭ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.২৭ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট ৬ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এসটি

গ্যাসের অভাবে স্বক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না ইউনাইটেড পাওয়ার

UPGD_1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। তবে চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ স্বক্ষমতার বিদ্যুৎ উৎপাদনে যেতে পারবে বলে জানিয়েছেন শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন।

বুধবার গুলশানে অবস্থিত গ্রুপের প্রধান কার্যালয় কোম্পানির অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশীদ এ কথা বলেন।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অবঃ) এনডিসি। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক হাসান মাহমুদ রাজা, মালিক তালহা ইসমাঈল বারী, কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা মো. ইবাদত হোসেন ভূঁইয়া এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের প্রতিনিধিরা।

মঈনুদ্দিন হাসান রশীদ বলেন, গ্যাসের অভাবে ইউপিজিডি তার উৎপাদন ক্ষমতার সবটুকু ব্যবহার করতে পারছে না। বিকল্প পদ্ধতিতে গ্যাস সংকট সমাধান করছে কোম্পানিটি। এটি আগামী মার্চ মাসের মধ্যে শেষ হতে পারে। শেষ হলেই চলতি বছরের মার্চ মাস থেকেই পূর্ণ ক্ষমতার সবটুকু ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবে।

তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রবৃদ্ধির এখনও অনেক বাকি। আমাদের টার্গেট এই প্রতিষ্ঠানকে ২০০ মেগাওয়াট ক্ষমতা সম্পূর্ণ করা‌। যদি পরিবেশসহ সব কিছু অনুকুলে থাকে তাহলে এটি করা সম্ভব হবে। চিটাগাংয়ে গ্যাস সংকট সমাধান করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এমনকি নতুন গ্যাস অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে

এক প্রশ্নের জবাবে কোম্পানির প্রধান অর্থ কর্তকর্তা মো: এবাদত হোসেন ভূঁইয়া বলেন, ইউনাইটেড গ্রুপের অন্য কোম্পানিতে ইউপিজিডির যে ঋণ দিয়েছে, সেটি এফডিআরের মতোই। তবে এফডিআরে কর কর্তণ করা হলেও এখানে সেটি নেই। ফলে এই গ্রুপে ঋণ দিয়ে ইউপিজিডি লাভবান হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/রনি

এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

mutualস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যূয়াল থাতের কোম্পানি এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল বুধবার অনুষ্ঠিত বোর্ড সভায় ডিসেম্বর মাসে শেষ হওয়া ২০১৭ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় ফান্ডটি।

এসময় কোম্পানিটির ইউনিট প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা। আর কোম্পানির ইউনিট প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১১ টাকা।

ফান্ডটির রেকর্ড ডেট ১ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ.

টেক্সটাইল মেশিনারিজ প্রদর্শনী শুরু ৮ ফেব্রুয়ারি

DGT2220180206213553স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে ১৫তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারিজ প্রদর্শনী (ডিটিজি)। চার দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে টেক্সটাইল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী খোকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ৮ ফেব্রুয়ারি দুপুর সাড়ে ১২টায় এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। এতে বিশ্বের ৩৬টি দেশের ১১০০ টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অংশ নেবে।

যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করছে বিটিএমএ, হংকংয়ের প্রতিষ্ঠান ইয়র্কারস ট্রেড অ্যান্ড মার্কেটিং কোম্পানি। প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মোহাম্মদ আলী খোকন জানান, টেক্সটাইল খাতে বিনিয়োগের পরিমাণ ছয় বিলিয়ন মার্কিন ডলারের বেশি, যা আমাদের তৈরি পোশাকের প্রবৃদ্ধি ও তাকে টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বছর মোট রফতানির ৮৩ দশমিক ৩৮ শতাংশ এ খাত থেকে আয় হয়েছে।

তিনি আরও জানান, ২০০৪ সাল থেকে এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন শুরু হয়েছে। বস্ত্র খাতের নিত্য-নতুন যন্ত্রপাতি ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে উদ্যোক্তাদের পরিচিত করাতে এ ধরনের প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য। মেলায় এক হাজার ২০০ বুথ নিয়েছে মেশিনারিজ প্রস্তুতকারক কোম্পানি।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

দ্রব্যমূল্য নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়: কৃষিমন্ত্রী

motiaস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় মাত্রায় রয়েছে। এ নিয়ে জনগণ অসন্তুষ্ট নয়।

বুধবার দুপুরে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত কৃষকদের পুনর্বাসন ও প্রণোদনাবিষয়ক এক সংবাদ সম্মেলনে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “চালের দাম অবশ্যই কমেছে। তা না হলে ৩৯ টাকায় আমরা চাল কিনতে পারতাম না।”

তিনি বলেন, “আগাম বন্যার কারণে কয়েকটি পণ্যের দাম বেড়েছিল। তবে এখন তা স্বভাবিক সহনীয় মাত্রায় চলে এসেছে। দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দাম বৃদ্ধি নিয়ে কারো মধ্যে কোনো অসন্তুষ্টি নেই।”

এবার কৃষকদের ৩৯ কোটি ৬২ লাখ ৮৩ হাজার টাকা কৃষি প্রণোদনা দেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “এটার উদ্দেশ্য হলো- কৃষকদের উৎসাহিত করা, আবাদের এলাকা বৃদ্ধি করা, ফলন বৃদ্ধি করা, উৎপাদন বৃদ্ধি করা এবং পতিত জমিগুলো আবাদের আওতায় আনা।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

রিজার্ভ চুরি নিয়ে নিউ ইয়র্কে মামালার সিদ্ধান্ত : অর্থমন্ত্রী

muhitস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংক মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, “মামলাটি হবে নিউ ইয়র্কে। মামলায় ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের (বাংলাদেশ) পক্ষে কাজ করবে।”

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, “মামলা করার বিষয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চলছে।”

রিজার্ভ চুরির বিষয়ে ড. ফরাস উদ্দীনের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না।”

স্টকমার্কেটবিডি.কম/এমএ

নাহী এ‌্যালুমিনাম কম্পােজিট ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

Nahiস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি নাহী এ‌্যালুমিনাম কম্পােজিট প্যানেল লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি এই কোম্পানিটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় আর নতুন কোম্পানি হিসাবে এন ক্যাটাগরিতে লেনদেন করে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এএআর