কালো টাকার উপর লক-ইন শর্ত প্রত্যাহারের দাবি সিএসই’র

cse-logo-sস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজেটে (২০২০-২১) শেয়ারবাজারে অপ্রদর্শিত (কালো টাকা) বিনিয়োগের ক্ষেত্রে ৩ বছরের লক-ইন এর শর্ত প্রত্যাহারসহ ৮ বিষয়ে পুনর্বিবেচনার দাবি করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

আজ বুধবার ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম।

চেয়ারম্যান বলেন, আসন্ন ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর ব্যবধান বিদ্যমান ১০ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ নির্ধারনের প্রস্তাব করা হয়েছে। এ ব্যাবধান কমানোর কারণে ভবিষ্যতে পুঁজিবাজারে তালিকাভুক্তির ক্ষেত্রে কোম্পানিগুলো আরো নিরুৎসাহিত হবে বলে আমরা মনে করছি। আমরা অতালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫% থেকে কমিয়ে ২০% করার জন্য অনুরোধ করছি। এতে ভাল কোম্পানি সমূহ পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। যা পুঁজিবাজারকে সমৃদ্ধ করবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিং এর মাধ্যমে রাজস্ব আদায়ও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, বাজেটে অর্থমন্ত্রী পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়ার কথা বলেছেন। এক্ষেত্রে ১০ শতাংশ কর পরিশোধ করে পুঁজি বাজারে তিন বছরের জন্য এ অর্থ বিনিয়োগ করা হলে আয়কর কর্তৃপক্ষ সহ সরকারের অন্য কোন কর্তৃপক্ষ এ বিষয়ে কোন প্রশ্ন করবেনা । এ বছরের ১ জুলাই থেকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাক্তিশ্রেণীর করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ পাবেন। ব্যক্তি শ্রেণীর করদাতা বিনিয়োগকারীদের
জন্য এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। তবে নূন্যতম তিন বছরের মধ্যে বিনিয়োগ প্রত্যাহার না করার শর্তটি তুলে দেয়ার জন্য আমরা অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি। যা ব্যক্তি শ্রেনীর করদাতাদেরকে পুঁজিবাজারে বিনিয়োগে আরো উৎসাহিত করবে।

দাবিগুলোর মধ্যে আরো রয়েছে, দেশের বন্ড মার্কেটকে শক্তিশালী করার জন্য ২০২০-২০২১ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে বন্ডের সুদ ও বাট্টার ওপর উৎস কর এবং লেনদেন মূল্যের ওপর উৎস কর সমন্বয়ের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। যা পুঁজিবাজারে বন্ডের লেনদেন বাড়াবে বলে আমরা মনে করছি। দীর্ঘমেয়াদী অর্থায়নে একটি শক্তিশালী বন্ড মার্কেট বিকশিত হলে সরকারি ও বেসরকারি খাতের বড় প্রকল্পে অর্থায়নের নতুন ক্ষেত্র ও সুযোগ তৈরি হবে বলে আমরা আশা করছি।

এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের কাছে বন্ড মার্কেটকে আরো আকর্ষনীয় করার জন্য অর্থমন্ত্রী বন্ডের সুদ ও বাট্টা পরিশোধ করার সময় উৎসে কর কর্তনের বিধান রহিত করে সুদ ও বাট্টা পরিশোধ করার সময় উৎস কর কর্তনের প্রস্তাব করেছেন। তাছাড়া বন্ড লেনদেনের জন্য বর্তমান বিধান অনুসারে লেনদেন মূল্যের ওপর উৎসে কর কর্তনের পরিবর্তে লেনদেনর জন্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত কমিশনের ওপর উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়েছে। যা বন্ড মার্কেটের বিকাশ ত্বরান্বিত করতে সহায়তা করবে বলে আমরা আশা করছি।

আরো আছে যে, আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী ব্যাক্তিশ্রেণীর করদাতাদের জন্য ছাড় দেয়ার প্রস্তাব করেছেন। আবার কর আদায়ে বাড়তি কিছু উদ্যোগ ও নিয়েছেন। বাজেটে ব্যাক্তিশ্রেণীর করদাতাদের করমুক্ত আয়সীমা বৃদ্ধি করে ৩ লক্ষ টাকা করা হয়েছে। আবার করহারো কমানোর প্রস্তাব করা হয়েছে। আগে সর্বনিম্ন কর হার ছিল ১০ শতাংশ। এবার কর হার ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন। তাছাড়া করহার ও পুনর্বিন্যাস এর প্রস্তাব করা হয়েছে, যা ব্যক্তিশ্রেণীর করদাতাদের পুঁজি বাজারে বিনিয়োগ আরো উতসাহিত করবে বলে আমরা মনে করি।

এছাড়াও কোন করদাতা অনলাইনে বার্ষিক রিটার্ন জমা দিলে ২ হাজার টাকা কর ছাড় পাবেন । যা ওই করদাতা একবারই পাবেন। এতে করদাতারা ঘরে বসেই অনলাইন রিটার্ন দিতে উৎসাহিত হবেন।

তিনি জানান, নতুন তালিকাভুক্ত কোম্পানি সমূহের আয় তিন বছর করমুক্ত রাখা হলে অতালিকাভুক্ত কোম্পানিসমূহ তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে । এতে পুঁজিবাজারে গুণগত মানসম্পন্ন শেয়ারের যোগান বাড়বে যা বাজারে লেনদেন বৃদ্ধি ও স্থিতিশীলতা আনয়নে ভূমিকা পালন করবে ।

দাবির মধ্যে আরো রয়েছে, এডিবি ও সরকারের মধ্যে সম্পাদিত ঋণ চুক্তির হিসেবে প্রণীত ডিমিউচ্যুয়ালাইজেশন আইন দ্রুত বাস্তবায়নের মাধ্যমে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছি। ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া বাস্তবায়নে সরকারও আমাদের সার্বিক সহযোগীতা প্রদান করে আসছে।

বর্তমানে সিএসই ক্রমহ্রাসমান হারে আয়কর প্রদান করে, যা এই অর্থবছরে শেষ হবে । এক্সচেঞ্জ ডিমিঊচ্যুয়ালাইজেশন আইন ২০১৩ এর বিধান অনুযায়ী মোট ইস্যুকৃত শেয়ারের শতকরা পঁচিশ ভাগ কৌশলগত বিনিয়োগকারীর নিকট বিক্রয় করতে হবে। সিএসই এখনো আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণ করতে পারেনি । কৌশলগত বিনিয়োগকারীর নিকট শেয়ার বিক্রয়ের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) পাঁচ বছরের জন্য কর অব্যহতির সুবিধা দেয়া হলে ডিমিঊচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারী পেতে সহায়ক হবে এবং একই সাথে তুলনামূলক ছোট এক্সচেঞ্জ হিসেবে দেশের পুঁজিবাজারে যথাযথ ভূমিকা পালনে সক্ষম হবে ।

এছাড়া আরও বলা হয়েছে, স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার পুনঃ নির্ধারনের জন্য বারংবার অনুরোধ সত্বেও
এই হার পূর্ববর্তী ০.০৫% বহাল রাখা হয়েছে। অধিকানশ ব্রোকার হাউজ বর্তমানে লোকসানী প্রতিষ্ঠানে পরিবর্তিত হওয়া সত্বেও এসকল ব্রোকারেজ হাউজগুলো থেকে বর্ধমান হারে কর আদায় আয়করের মৌলিক নীতিরও পরিপন্থী বলে আমরা মনে করি। বিদ্যমান পরিস্থিতিতে স্টক ব্রোকারদের উৎসে কর কর্তনের হার ২০০৬ সালে চালুকৃত হারে অর্থাৎ ০.০১৫% এ পুনঃনির্ধারনের্ব জোর দাবী জানাচ্ছি।

সর্বশেষ দাবি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে বর্তমানে মূলধনী লাভের উপর কর হার ১০% থেকে কমিয়ে ৭.৫০% নির্ধারণ করা। আমাদের প্রত্যাশা থাকবে প্রস্তাবিত বাজেট চূড়ান্তের প্রাক্কালে আমাদের বক্তব্যগুলো পুনঃবিবেচনা এবং অর্ন্তভুক্ত করা হবে ।

বিশ্ব মহামারি কোভিড-১৯ নভেল করোনা ভাইরাসের এই ক্রান্তিকালে দাঁড়িয়ে দেশের অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে যে বাজেট অর্থমন্ত্রী অত্যন্ত প্রজ্ঞা এবং সাহসের সাথে উপস্থাপন করেছেন তার জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বলে জানান আসিফ ইব্রাহিম।

স্টকমার্কেটবিডি.কম/আর

বিএসআরএম রি-রোলিং ও বিএসআরএম স্টিলসের বোর্ড সভা আহবান

bsrmস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি বিএসআরএম স্টিলস ও বিএসআরএম রি রোলিং স্টিলস লিমিটেডের তৃতীয়  প্রান্তিক বোর্ড সভা আগামী ২৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিগুলোর ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩ টা ও ৫ টায় চট্টগ্রামে নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এ সভায় উক্ত প্রান্তিকের কোম্পানির ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

  1. লিন্ডে বিডি
  2. বেক্সিমকো ফার্মা
  3. ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস
  4. বেক্সিমকো লিমিটেড
  5. ন্যাশনাল ব্যাংক
  6. রেকিট বেনকাইজার
  7. এনসিসি ব্যাংক
  8. সেন্ট্রাল ফার্মা
  9. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  10. যমুনা ব্যাংক লিমিটেড।

উভয় শেয়ারবাজারেই বেড়েছে লেনদেন ও সূচক

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে সব ধরণের সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেনও বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩৯৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৫ পয়েন্টে।

এদিন লেনদেন হয়েছে ৮৮ কোটি ৮৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার  লেনদেনের পরিমাণ ছিল ৬৫ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে আজ ২৬৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৮টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯টির। আর দর অপরিবর্তিত আছে ২৩২টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –লিন্ডে বিডি, বেক্সিমকো ফার্মা,  ইন্দো বাংলা ফার্মাসিটিউক্যালস, বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, রেকিট বেনকাইজার, এনসিসি ব্যাংক, সেন্ট্রাল ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও যমুনা ব্যাংক লিমিটেড।

এদিকে দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ কোটি ৭০ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স ও বেক্সিমকো ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

আইএফআইসি ব্যাংকের বোর্ড সভা আহবান

ific-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০২০ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৫টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

বেক্সিমকোর ৪ কোম্পানির বোর্ড সভা আহবান

beximcoস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৪ কোম্পানির পরিচালনা বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে কোম্পানিগুলোর সভা আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওই সভায় ৩১ মার্চ,২০২০ তারিখে সমাপ্ত প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিগুলো হচ্ছে-

বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২২ জুন,বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

বেক্সিমকোর বোর্ড সভা ২২ জুন,বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

বেক্সিমকো সিনথেটিকসের বোর্ড সভা ২২ জুন,বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

শাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২২ জুন,বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।

বোর্ড সভা শেষে কোম্পানিগুলো চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানাবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

এক্সিম ব্যাংকের ১ম প্রান্তিকের বোর্ড সভা সভা ২২ জুন

exim-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংক লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২২ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতিষ্ঠানটির ৩১ মার্চ ২০২০ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতিষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

জাহিন টেক্সটাইলের শেয়ার প্রতি লোকসান ২.২২ টাকা

zahinস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জাহিন টেক্সটাইল  লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৮৬ টাকা।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.২২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৩৭ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০.২৬ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ২২.৪৯ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

যমুনা ব্যাংকের ১৫% লভ্যাংশ ঘোষণা

jamuna -smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি।

এ বছর ব্যাংকটির শেয়ার প্রতি আয় করেছে ৩.৩৮ টাকা। ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২২.৭৭ টাকা।

আগামী ২৮ আগষ্ট ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ জুলাই।

স্টকমার্কেটবিডি.কম/কেএস

ব্যাংকের নতুন সময়সূচী : বন্ধ থাকবে রেড জোনে

bbস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সকাল ১০ টা থেকে ২টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করা যাবে। সরকার ঘোষিত তবে ‘রেড জোনে’ ব্যাংক বন্ধ থাকবে। তবে মতিঝিল, দিলকুশা, আগ্রাবাদ ও খাতুনগঞ্জ রেড জোনের আওতাভুক্ত থাকলেও সেখানে ব্যাংক খোলা থাকবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

করোনা সংক্রমণ মাত্রার ওপর ভিত্তি করে বিভিন্ন এলাকাকে সরকার লাল (রেড), হলুদ (ইয়েলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করছে। লাল ও হলুদ জোনে সাধারণ ছুটি থাকবে ব‌লে ঘোষণা দি‌য়ে‌ছে সরকার। প‌রি‌প্রে‌ক্ষি‌তে ব্যাংক লেনদেনের সময়সূচিতে আবারও পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নি‌র্দেশনা অনুযায়ী, দৈনিক লেনদেন সময়সূচী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী ব্যাং‌কের আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাং‌কের শাখা ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে।

স্টকমার্কেটবিডি.কম/