বেক্সিমকো লিমিটেডের মূল্য সংবেদনশী তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দর বাড়ার বিষয়ে জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

গত ৩০ নভেম্বর শেয়ারটির দর ছিল ২৪.৩০ টাকা। আজ ২২ ডিসেম্বর দর বেড়ে দাঁড়িয়েছে ৩৮.৫০ টাকা। এসময় শেয়ারটির দর টানা বেড়েছে।

এ সময়বেক্সিমকো লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/বি

লন্ডন রুটে বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত শিগগিরই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানিয়েছেন, ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার।

সচিব বলেন, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না।
আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা বলেন তিনি। এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলে জানান তিনি।

গতকাল এক সপ্তাহের জন্য সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। করোনাভাইরাসের কারণে সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় সোমবার থেকে এসব ফ্লাইট বাতিল করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

দুই বছরের মধ্যে সর্বনিম্ন কলমানি রেট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

গত একমাস ধরে দেশের ব্যাংকিং খাতে আন্তঃব্যাংক লেনদেন সুদের হার (কলমানি রেট) ২ শতাংশের নিচে রয়েছে। মহামারি করোনা ভাইরাস থেকে অর্থনীতি পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত তারল্য সরবরাহ করায় এবং ব্যাংকগুলোর ঋণ প্রবৃদ্ধি কমে যাওয়ায় এই অবস্থার তৈরি হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত তারল্য সরবরাহের কারণে ব্যাংকগুলো মুনাফা ধরে রাখতে আমানতের সুদহার কমিয়ে এনেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ২০১৮ সালের ৯ আগস্টের পরে চলতি বছরের ৫ নভেম্বর গড় কলমানি রেট ১ দশমিক ৯২ শতাংশের নিচে নেমে এসেছিল।

পরবর্তীতে কলমানি রেট ১৪ নভেম্বর পর্যন্ত আবার ২শতাংশে ফিরে গেলেও ১৫নভেম্বর আবার ১ দশমিক ৮৪শতাংশে নেমে আসে এবং এখন পর্যন্ত ২ শতাংশের নিচেই রয়েছে। এ সময়ের মধ্যে সুদহার সর্বোচ্চ ৫ দশমিক ২৫শতাংশ এবং সর্বনিম্ন ১শতাংশের মধ্যে দাঁড়িয়েছে।

চলতি বছরের ১৫ নভেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলো দৈনিক কলমানি মার্কেট থেকে ৩হাজার ৬শ কোটি থেকে ৫হাজার ৩শ কোটি টাকা পর্যন্ত ধার করেছে। আগস্ট মাসে দৈনিক ব্যাংকগুলো কলমানি মার্কেট থেকে ধার নিয়েছে ৭ হাজার কোটি থেকে ৯ হাজার ২শ কোটি টাকা পর্যন্ত।

ব্যাংকাররা বলেছেন, মার্চ মাসে করোন ভাইরাস প্রাদুর্ভাবের পরে ব্যবসায়ীদের তহবিলের চাহিদা কম ছিল, যার ফলে বিনিয়োগকারীরা নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উদ্বেগজনক হয়ে ওঠে।

এই সময়ে দেশের ব্যবসার অবস্থা খুব খারাপ হওয়ার কারণে ঋণের চাহিদাও কমে গিয়েছিল। দেশে করোনার দ্বিতীয় ঢেউ আসায় রপ্তানি বাণিজ্যে ধস নামাই ঋণের চাহিদা কমে যাওয়ার অন্যতম কারণ।

চলতি ২০২০-২১ অর্থবছরে বেসরকারিখাতের ঋণ প্রবৃদ্ধি ১৪ দশমিক ৮শতাংশ ধরা হলেও অক্টোবর শেষে ঋণ প্রবৃদ্ধি কমে ৮দশমিক ৬১শতাংশে নেমে এসেছে।

বেসরকারি খাতে অর্থের চাহিদা কমার পাশাপাশি ব্যাংকিং খাত থেকে সরকার চলতি ২০২০-২০১২ অর্থবছরে লক্ষ্যমাত্রার ৮৮ হাজার ৯৮০ কোটি টাকা নেয়নি।

লক্ষ্যমাত্রার বিপরীতে চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত সরকার ব্যাংকিংখাত থেকে ২৯৫০ কোটি ৪৯লাখ টাকা ঋণ নিয়েছে। ২০১৯-২০ অর্থবছরে সরকার ব্যাংকিংখাত থেকে ৮৫হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।

বিশ্লেষকরা বলেছেন, দেশের ব্যাংকিংখাতে অতিরিক্ত তারল্য থাকায় ব্যবসায়ীরা সুবিধা পেলেও সমস্যায় পড়েছেন নিদিষ্ট আয়ের মানুষ এবং অবসর গ্রহণকারী পেশাজীবিরা। যারা ব্যাংক সুদের আয়ের ওপর নির্ভরশীল।

চলতি বছরের জুন শেষে দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৯ বিলিয়ন বৃদ্ধির পাশাপাশি বাজারে ৬৫ থেকে ৭০ হাজার কোটি টাকা সরবরাহ হয়েছে।

অন্যদিকে প্রণোদনা প্যাকেজের ৭০ হাজার কোটি টাকাও বাজারে সবরাহরাহ হয়েছে। দেশের ব্যবসায়ীরা বিদেশি ব্যাংক থেকে ৩ দশমিক ৫শতাংশ সুদে ঋণ নেওয়ায় দেশি ব্যাংকের পাশাপাশি বিদেশি ব্যাংকও বাজারে অতিরিক্ত তারল্য় সরবরাহে ভূমিকা রেখেছে।

ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্য থাকার কারণে অতীতের সব রেকর্ড ভেঙে চলতি বছরের সেপ্টেম্বর শেষে আমানতের সুদহার ৪ দশমিক ৭৯ শতাংশে নেমে এসেছে। অক্টোবর শেষে সুদহার ছিল ৪ দশমিক ৭৩শতাংশ।

যদিও আমানতের গড় সুদহার ৪দশমিক ৭৩শতাংশে নেমে এসেছে। মুল্যস্ফীতির কারণে মূলধন ক্ষয়ে যাওয়ার ভয়ে অনেক ব্যাংক আমানত পণ্যের জন্য ২শতাংশ সুদ অফার দিচ্ছে। অক্টোবর শেষে মুল্যস্ফীতির হার ৬ দশমিক ৪৪শতাংশ। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

চলতি বছরের আগস্ট শেষে দেশের ব্যাংকিংখাতে অতিরিক্ত তারল্যের পরিমাণ দাঁড়িয়েছে ১লাখ ৬০ হাজার ৯৭৮ কোটি ৮৬লাখ টাকা। আগের বছরের মে মাসে অতিরিক্ত তারল্য ছিল ৬০ হাজার ৫৪৯ কোটি ৭লাখ টাকা।

এবিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, সুদহার বাজার ব্যবস্থার ওপর ছেড়ে না দিলে এই অবস্থা থেকে উত্তরণের কোনো সম্ভাবনা নেই। ঋণ এবং আমানতের সুদহার অতীতে সব সময় বাজারই নির্ধারণ করে দিয়েছে। এটা ম্যানুপুলেট করা ঠিক হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বেক্সিমকো ফার্মা
  3. রূপালী ইন্স্যুরেন্স
  4. লাফার্জ হোলসিম বাংলাদেশ
  5. ফরচুন সুজ
  6. ওরিয়ন ফার্মা
  7. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  8. আইএফআইসি ব্যাংক
  9. রিপাবলিক ইন্স্যুরেন্স
  10. পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেনও সূচক কমেছে। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বাড়লেও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫০৯৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮১২ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৭৫ কোটি ৫১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ১১৩৭ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৫টির। আর দর অপরিবর্তিত আছে ৮৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রূপালী ইন্স্যুরেন্স, লাফার্জহোলসিম বাংলাদেশ, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আইএফআইসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৮৪.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৫৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৪৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৭ কোটি ৮৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৮ কোটি ৬৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক এশিয়া ও বীকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম

ইমাম বাটনের ৬৫ হাজার শেয়ার ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ৬৫ হাজার শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোহাম্মদ আলী নামে এই উদ্যোক্তা পরিচালক এসব শেয়ার পাবলিক মার্কেট হতে বাজার দরে ক্রয় করবেন।

তিনি এই ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করবেন বলে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার ২২.৫০ টাকায় লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের ৩০ মিনিটের মধ্যে বিক্রেতাশুন্য হয়ে পড়ে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ মঙ্গলবার বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত কোম্পানিটির শেয়ার ২২.৫০ টাকায় লেনদেন হতে দেখা যায়। এসময় কোম্পানিটির ৬০০ শেয়ার ২ বারে হাতবদল হয়।

গতকাল এই শেয়ারটির সমাপনী দর ছিল ১৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনে আজ সূচকের ওঠানামা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের ওঠানামার মধ্য দিয়ে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৫১২১ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১১৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৮১৯ পয়েন্টে অবস্থান করছে।

এ সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৩০৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার। আর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৭টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ারের দর।

এদিকে লেনদেন শুরুর এক ঘণ্টা পর সকাল ১১টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৪৮ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৮৭ পয়েন্টে অবস্থান করে।

সকাল ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার। এই সময়ের ৬২টির দাম বেড়েছে, কমেছে ২৫টির। আর ২১টি শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

বেক্সিমকো সিনথেটিকসের লেনদেন বন্ধের মেয়াদ বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধের সময় ৬ষ্ঠ দফায় বাড়ানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ২২ ডিসেম্বর, মঙ্গলবার থেকে কোম্পানিটির লেনদেন আরও ১৫ দিন বন্ধ থাকবে।

এর আগে পঞ্চম দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর, চতুর্থ দফায় গত ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর, তৃতীয় দফায় ৯ নভেম্বর থেকে ১৯ নভেম্বর, দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর থেকে ৮ নভেম্বর এবং প্রথম দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পরযন্ত কোম্পানিটির লেনদেন বন্ধ ছিল।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর বিএসইসি কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করে। কোম্পানিটি স্বেচ্ছায় তালিকাচ্যুত হতে চাই।এ খবরে শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়লে কিংবা কমলে বিনিয়োগকারী কিংবা কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। তাই কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বিএসইসি এই সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেয়।

স্টকমার্কেটবিডি.কম/

মৃত উদ্দ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দোক্তা পরিচালক তার আরেক পরিচালককে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা পরিচালক মোহাম্মদ সেলিম তার কাছে থাকা মোট ২,৮৫,১৬,৬৩৯ লাখ শেয়ার তার আরেক পরিচালকে প্রদান করবেন।

তিনি আরেক পরিচালক মোহাম্মদ আবদুল আওয়ালকে এসব শেয়ার হস্তান্তর করবেন। আগামী ৩০ দিনের মধ্যে ঘোষণাকৃত এসব শেয়ার হস্তান্তর সম্পন্ন করবেন তিনি।

ব্যাংকটির উদ্দ্যোক্তা পরিচালক মোহাম্মদ সেলিম গত ২৬ জুন ইন্তেকাল করেন।

স্টকমার্কেটবিডি.কম/এম