দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এ বছর দেশে রেকর্ড পরিমাণ খাদ্য মজুত করা হয়েছে, তাই সঙ্কটের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, ‘দেশে পর্যাপ্ত খাদ্য মজুত থাকায় এরইমধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে। সেপ্টেম্বর থেকেই ওএমএস’র আওতায় চাল বিতরণ শুরু হবে।’

সোমবার (২ আগস্ট) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুর লোকাল সাপ্লাই ডিপো (এলএসডি) পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘সারাদেশে পুরোদমে ধান-চাল সংগ্রহ চলছে। খাদ্য মজুতের জায়গার অভাব হবে না। কোথাও কেউ খারাপ চাল দিলে তা রিজেক্ট করা হচ্ছে। তবে কেউ সরকারি সংগ্রহে মানহীন চাল-ধান সরবরাহ করলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন- রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, জেলা খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আলমগীর কবীর, পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হামিদ রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম সহ খাদ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা।

পরে খাদ্যমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা প্রতিরোধ কমিটির এক মতবিনিময় সভায় যোগ দেন। সভার শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ড স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং সেখানে বসবাসরত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। সূত্র : জাগো নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্রণোদনা ঋণের ব্যবহার নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ‘লক্ষ্য করা যাচ্ছে যে, সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ যথাযথ খাতে ব্যবহৃত না হয়ে কিছু কিছু ঋণ অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত হচ্ছে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে উক্ত ঋণ দ্বারা ঋণগ্রহীতার বিদ্যমান অপর কোনো ঋণের দায় সমন্বিত হচ্ছে। প্রণোদনা প্যাকেজের জন্য অনুসরণীয় নির্দেশনা যথাযথভাবে পরিপালন করা না হলে প্রণোদনা প্যাকেজের মূল উদ্দেশ্যেই ব্যাহত হবে, যা কোনভাবেই কাঙ্ক্ষিত নয়।

বর্তমানে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকার এবং বাংলাদেশ ব্যাংক ঘোষিত প্রণোদনা প্যাকেজগুলোর কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিতকরণে নিয়মিত মনিটরিং করা এবং প্রণোদনা প্যাকেজের আওতায় প্রদত্ত ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহৃত না হয়, সেলক্ষ্যে উক্ত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাইপূর্বক নিশ্চিত হওয়ার জন্যও আপনাদের পরামর্শ প্রদান করা হলো। ’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

হোটেল-রেস্তোরাঁ চালু করতে চায় মালিক সমিতি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৫ আগস্টের পরে স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ স্বাভাবিক নিয়মে চালু করতে চান মালিকরা। তবে তাদের এই দাবি মানা সম্ভব না হলেও অন্তত অর্ধেক আসনে বসিয়ে হোটেল-রেস্তোরাঁ চালুর দাবি জানিয়েছেন তারা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এ দাবি জানায়।

এসময় নেতারা করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে হোটেল-রেস্তোরাঁ খুলে দেয়ার পাশাপাশি অন্যান্য প্রস্তাবনা তুলে ধরেছেন তারা।
এদিন সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব ইমরান হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘মহামারি করোনাভাইরাসের আঘাতে রেস্তোরাঁ সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত করোনার কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী কখনো অর্ধেক আসনে বসিয়ে আবার কখনো শুধু অনলাইন/টেকওয়ের মাধ্যমে আমাদের ব্যবসা সীমিত রেখেছি। কিন্তু টেকওয়ে দিয়ে ব্যবসা চালানো সম্ভব নয়।’

তিনি বলেন, ‘এখন শুধু টেকওয়ে চলছে। তাতে বিক্রি হচ্ছে না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আজ দিশেহারা ও বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত।’

রেস্তোরাঁ মালিক সমিতি জানায়, সারাদেশে ৬০ হাজার রেস্তোরাঁয় ৩০ লাখ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় দুই কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। তারা এখন মানবেতর জীবন-যাপন করছে। সারাদেশে শতকরা ৮০ ভাগ রেস্তোরাঁ বন্ধ রয়েছে। বর্তমানে টেকওয়ে, পার্সেল ও অনলাইন ডেলিভারি করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ২ থেকে ৩ শতাংশ।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কাছে রেস্তোরাঁ খুলে দেয়ার পাশাপাশি অন্যান্য প্রস্তাবনা তুলে ধরে সমিতির মহাসচিব বলেন, ‘হোটেল রেস্তোরাঁ ব্যবসাকে চলমান রাখার জন্য রানিং ক্যাপিটাল হিসেবে এসএমই খাত থেকে এই সেক্টরে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ প্রদান করুন। যা সহজশর্তে, স্বল্পসুদে জামানতবিহীন এবং দীর্ঘমেয়াদি ঋণ হবে।

এছাড়া যেহেতু রেস্তোরাঁ খাতটি একটি সেবাখাত, সেহেতু মালিক-শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা প্রদান করা জরুরি। এ বিষয়ে সুদৃষ্টি দেবেন এটাই আমাদের দাবি।’ পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ খাতে কর্মরত শ্রমিকদের প্রণোদনা প্রদান করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

পীরগঞ্জে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভায় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পীরগঞ্জ উপশাখা আজ সোমবার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান।

এসময়ে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আখতারুল ইসলাম, পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ইকরামুল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চ্যুায়ালি সংযুক্ত হন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, লিগ্যাল এন্ড রিকভারি বিভাগের প্রধান মোঃ আব্দুল্লাহ ও এসইভিপি মোঃ নুরুল আজিম, বিভাগীয় প্রধানসহ রংপুর শাখার ব্যবস্থাপক রাশেদ মাহবুব রাব্বান, উপশাখার তত্ত্বাবধায়ক শাখা শাখা বীরগঞ্জের ব্যবস্থাপক মোঃ আবু জাফর, উপশাখার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

নর্দার্ণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৭ আগষ্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৭ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১:৩০টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওয়ালটন হাইটেকের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১০ আগষ্ট আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৩টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় সাইফ পাওয়ারটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৮ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সাইফ পাওয়ারটেক লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ১০ লাখ টাকার।

৫৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিপিএইচ ইস্পাত কমপ্লেক্সের ৫০ কোটি ৩০ লাখ, ফুয়াং সিরাকিমসের ৩৯ কোটি ৯৩ লাখ, এসএস স্টিলসের ৩৭ কোটি ৫৯ লাখ, সিলকো ফার্মার ৩৫ কোটি ৪৬ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২৭ কোটি ৯৪ লাখ, পিপলস ইন্স্যুরেন্সের ২৬ কোটি ৯৫ লাখ ও ফার কেমিক্যালস লিমিটেডের ২৪ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়ালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সেখানে লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৮১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩৪৬৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৮৭ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৫২১ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৮টির, আর দর অপরিবর্তিত আছে ২৫টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ারটেক, ওরিয়ন ফার্মা, জিপিএইচ ইস্পাত কমপ্লেক্স, ফুয়াং সিরাকিমস, এসএস স্টিলস, সিলকো ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, পিপলস ইন্স্যুরেন্স ও ফার কেমিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২২৩.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৮৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩১টির, কমেছে ৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪ লাখ টাকা। । গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ৬৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার ও এসএস স্টিলস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

আড়াই কোটি টাকার ভ্যাট দিল ফেসবুক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে ভ্যাট নিবন্ধনর পর প্রথমবারের মতো ফেসবুক প্রায় আড়াই কোটি টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট দিয়েছে। এর আগে চলতি মাসে ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত হয় ফেসবুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইসওয়াটারহাউসকুপারস বাংলাদেশ। ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে সরকারি কোষাগারে জমা পড়েছে ফেসবুকের এ টাকা। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের কাছে প্রথম ভ্যাট রিটার্ন পেল ভ্যাট বিভাগ।

গত ১৩ জুন ফেসবুক ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে ফেসবুক, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত। আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি।

এ পর্যন্ত চারটি অনাবাসী প্রতিষ্ঠান ভ্যাটের নিবন্ধন নিয়েছে। ফেসবুক ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো গুগল, আমাজন ও মাইক্রোসফট। অনাবাসী প্রতিষ্ঠান বলতে বোঝায়, বাংলাদেশে ব্যবসা করে, কিন্তু কার্যালয় নেই।

২৩ মে গুগল ও ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছে। আর ১ জুলাই মাইক্রোসফট ভ্যাট নিবন্ধন নেয়। মাইক্রোসফট আগামী আগস্টে রিটার্ন দেওয়া শুরু করবে। এ ছাড়া আমাজন ও গুগলও আগস্ট মাস থেকে রিটার্ন দেবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

প্রণোদনার বিনিয়োগ সরেজমিন পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারিতে অর্থনীতি পুনরুদ্ধারে এক লাখ ২৮ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। সরকার ও বাংলাদেশ ব্যাংক এ ঋণের অর্থের জোগান দিচ্ছে। এসব ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করছেন না অনেকেই। এমন তথ্য পাওয়ার পরে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে ঋণের ব্যবহার জানতে সরেজমিন পরিদর্শন করার।

সূত্রমতে, করোনা মহামারির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসমাগম কমাতে গতকালও বাণিজ্যিক ব্যাংক বন্ধ রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রের জরুরি চাহিদা মেটাতে পেমেন্ট সিস্টেম, ফরেইন এক্সচেঞ্জসহ বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগ খোলা রাখা হয়েছিল গতকাল। এজন্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা গতকালও বাংলাদেশ ব্যাংকে অফিস করেছেন। এই সময়ে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়। বিকাল ৩টা থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।

এ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মর্যাদার একাধিক কর্মকর্তা। বৈঠকে তাদের নেতৃত্ব দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-২ কাজী ছাইদুর রহমান। অনলাইনের মাধ্যমে বৈঠকে অংশ নেন বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে ব্যাংক পরিদর্শন বিভাগ ও বিআরপিডি অন্যতম। বৈঠকে অংশ নেয়া একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্রে জানা গেছে, করোনা মহামারি উত্তর অর্থনীতি পুনরুজ্জীবিত করতে ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয় গত বছর। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক পরিচালিত ঋণ নির্ভর হচ্ছে ১২টি। এসএমই, কৃষি ও বড় শিল্প খাতে এসব ঋণ বিতরণ করা হয়। শুধু এসএমই ছাড়া প্রায় সব ঋণই বিতরণ শেষ করা হয়েছে।

সম্প্রতি অভিযোগ উঠে এসব ঋণের অর্থ নিয়ে উদ্যোক্তাদের একটি অংশ ব্যবসায়িক কাজে ব্যবহার করছেন না। গত ২৭ জুলাই শেয়ার বিজে ‘প্রণোদনার অর্থে আগের ঋণ শোধ করছেন ব্যবসায়ীরা’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। মূলত তা ঋণ চুক্তি ও বিশেষ করে প্রণোদনা ঋণের ব্যবহারের নিয়মবিরুদ্ধ কাজ। কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী, যে উদ্দেশ্য ঋণ নেয়ার কথা বলা হয়েছে, সেই কাজেই ঋণ ব্যবহার করতে হবে।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঋণের অর্থ দিয়ে অনেকেই জমির প্লট, জমি, ফ্ল্যাট ক্রয়ে ব্যবহার করেছেন। কেউবা কারখানায় ব্যবহার না করে ট্রেডিংয়ের কাজে ব্যবহার করেছেন। কেউবা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকে এফডিআর করেছেন তিন মাস থেকে এক বছরের জন্য।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরে এ বিষয়ে ঋণের পুরো তথ্য সংগ্রহে ব্যাংকগুলোকে চিঠি দেয়া হয়েছে সম্প্রতি। এতে সুনির্দিষ্ট ছকে এসব তথ্য চাওয়া হয়েছে। সেই তথ্য যাচাই-বাছাই করে দেখবে বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগ। এরপরই সরেজমিন তদন্তে যাবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলো।

বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলোকে আটটিতে উন্নীত করা হয়েছে। এসব বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও গুরুত্বপূর্ণ হওয়ায় তথ্যর আদান-প্রদানের জন্য গতকাল বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/