সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ক্যাটাগরি পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেকে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল রবিবার থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। যা আগের বছর ছিল ১০ শতাংশ।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আইডিএলসি ফাইন্যান্সের নাম পরিবর্তন অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের নাম পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হয়েছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের বিষয়টি অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ।

আগামী রবিবার থেকে কোম্পানিটির এই নতুন নাম কার্যকর হবে ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আর্থিক প্রতিবেদনে ওয়েব কোটসের তথ্য-বিভ্রান্তি

ওয়েব কোটসের লোগো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ওয়েব কোটস পিএলসির পেশ করা আর্থিক প্রতিবেদনের তথ্য নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এই প্রতিবেদনটি পর্যালোচনা করে কোম্পানিটির এমন কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো—-

কিউআইও অনুমোদন পাওয়ার আগের বছর ওয়েব কোট পিএলসির সম্পত্তি, কারখানা ও মেশিনাদির আর্থিক মূল্য ধরা হয়েছিল ১৫ কোটি ৯২ লাখ টাকা। পরের বছর ২০২৩ সালে এই মূল্য দেখানো হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটি জমি, কারখানা ও মেশিনাদিবাবদ এই মূল্য বেড়েছে সাড়ে ১১ কোটি টাকা।

উক্ত সময়ে কোম্পানিটির কারখানা ও মেশিনাদি বৃদ্ধি পেলেও তেমনটি বাড়েনি ব্যবসা। ২০২৩ সালের জুন মাসে কোম্পানিটির টার্ণওভার দেখানো হয়েছে ৪৮ কোটি ৯৮ লাখ টাকা। যা ২০২২ সালে ছিল ৪৮ কোটি ৬১ লাখ কোটি টাকা। বিনিয়োগকারীদেরকে বিভ্রান্তি সৃষ্টি করে উক্ত বছরে কোম্পাটির মুনাফা কমে যাওয়ায়। ২০২৩ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা এসেছে ৪ কোটি ১৬ লাখ ২৩ হাজার টাকা। যা আগের বছর ছিল ৪ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা।

সর্বশেষ বছরে অর্থ্যাৎ ৩০ জুন ২০২৩ সালে ওয়েব কোটস পিএলসির স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৫১ লাখ টাকা। যা আগের বছর ২০২২ সালের ৩০ জুন ছিল ২২ কোটি ৮৯ লাখ টাকা। কোম্পানির হিসাব অনুযায়ী, ২০২২-২৩ অর্থ বছরে কেমাম্পানিটি ১৮ কোটি টাকার বেশি এই ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধের এসব অর্থের উৎস নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে ধোয়াশা সৃষ্টি করেছে।

কোম্পানিটির শেয়ার মানি এক বছর আগেও ছিল মাত্র ২.৮০ কোটি টাকা। মাত্র এক বছরের ব্যবধানে শেয়ার মানি বেড়ে হয়েছে ২৮ কোটি টাকা করা হয়েছে। শেয়ারবাজারে আসার আগের বছরেই এত বড় অংকের মূলধন বাড়ানোর অনুমতি দিয়ে বিনিয়োগকারীদের প্রশ্নের সম্মূখীন হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানিটি কাগজে কলমে তাদের নামে ১১ কোটি টাকার রি-ভ্যালুয়েশন সারপ্লাস ও ৮ কোটি টাকা রিটেইন আর্নিং হিসাবে দেখিয়ে নিজেদের আর্থিক স্বক্ষমতাকে বাড়ানো চেষ্টা করেছে। অথচ শেয়ারহোল্ডারদের ইক্যুইটিবাবদ ২২ কোটি টাকা ছাড়া আর কোনো আর্থিক উৎস এখানে দেখানো হয় নাই। তবে প্রতিবেদন বইয়ের ১১৬ নম্বর পাতায় কোম্পানিটি শেয়ারহোল্ডার ইক্যুটিতে হিসাবে ৪৪ কোটি ৬১ লাখ টাকা দেখানো হয়েছে। রি-ভ্যালুয়েশন সারপ্লাস ও রিটেইন আর্নিং কি তাহলে শেয়ারহোল্ডার ইক্যুটি?

শেয়ারবাজার থেকে নেওয়া অর্থ দিয়ে কোম্পানিটি কারখানার জন্য অত্যাধুনিক দুটি মেশিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। ২.০৬ কোটি টাকা দিয়ে কোম্পানিটি দুটি কাষ্ট কোটিং মেশিন ১০৯২ এম এম কিনবে তারা। তবে মেশিনটির যে মূল্য দেখানো তা বিভ্রান্তিকর। এই মেশিনগুলো কোন দেশ থেকে কিনবে আর ভেন্ডার কোম্পানি সম্পর্কে তথ্য প্রতিবেদনে না থাকায় বিষয়টি নিশ্চিত হওয়া কঠিন। তবে বিশ্বখ্যাত অনলাইন মার্কেট প্লেস আলিবাবায় এ ধরণের মেশিন ১০,০০০ থেকে ২ লাখ ডলারে বিক্রি হচ্ছে বলে প্রতিবেদকের অনুসন্ধানে উঠে এসেছে। আর ভারত থেকে কিনলে এই মেশিনের দাম আরো কম পরবে।

কোম্পানিটি সর্বশেষ বছরের প্রতিবেদনে জমির মূল্য দেখিয়েছে ২৫ কোটি টাকা। যা আগের বছর ছিল ১৫ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানির যুক্তি হলো, তারা দীর্ঘদিন পরে ভ্যালুয়েশন করায় জমির দাম বেড়েছে। এজন্য কোম্পানিটির সম্পত্তি, কারখানা ও মেশিনাদির রি-ভ্যালুয়েশন মূল্য আগের বছরের চেয়ে ১১ কোটি টাকা বেশি মল্যায়িত হয়েছে। কোম্পানিটি কেরানিগঞ্জের রুহিতপুরে লাকিরচের ১৭০ ডেসিমল জমি মূল্য দেখিয়েছি ২৫ কোটি টাকা। এর মধ্যে ১৪৭ ডেসিমল জমি খালি পরে আছে। মাত্র ২৩ ডেসিমল জমিতে কারখানা হিসাবে ব্যবহার করা হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম/সিআর

দিনে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা পাচার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, প্রবাসী ওয়েজ আর্নার্স ও বিমানের যাত্রীরা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মূল্যবান রেমিট্যান্স হিসেবে যে নগদ বৈদেশিক মুদ্রা আনেন, তা ব্যাংকিং চ্যানেলে রাষ্ট্রীয় রিজার্ভে জমা হওয়ার কথা। কিন্তু অসাধু ব্যাংক কর্মকর্তারা তা ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত না দেখিয়ে নিজেরাই ক্রয়পূর্বক মার্কেটে বিক্রি করে দেন। এভাবে প্রতিদিন আনুমানিক ১০০ কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা থেকে ব্যাংকিং খাত বঞ্চিত হচ্ছে। এসব অর্থ পরে মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার‌্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দুদক সচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

মো. মাহবুব হোসেন বলেন, গোয়েন্দা তথ্য মতে ও সুনির্দিষ্ট লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে গত সোমবার দিনব্যাপী দুদক অভিযান পরিচালনা করে। কমিশনের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা শেষে বৈদেশিক মুদ্রার কালোবাজারির সঙ্গে জড়িত ব্যাংক ও মানি এক্সচেঞ্জারদের একটি চক্রের সন্ধান পাওয়া যায়।

দুদক সচিব বলেন, সাধারণত প্রতিদিন হাজার হাজার প্রবাসী কর্মজীবী ও বিদেশ থেকে বাংলাদেশে ভ্রমণকারীরা বিমানবন্দর হয়ে বাংলাদেশে আসেন। তাঁরা তাঁদের সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা বিমানবন্দরে থাকা ব্যাংকের বুথ ও মানি এক্সচেঞ্জারে দেশীয় মুদ্রা বা বাংলাদেশি টাকায় এনক্যাশমেন্ট করে থাকেন। আইন, বিধি ও নিয়ম অনুযায়ী ফরেন কারেন্সি এনক্যাশমেন্ট ভাউচার এনক্যাশমেন্টকারীকে দিতে হয়।

স্টকমার্কেটবিডি.কম//

বিচ হ্যাচারির আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৯ টাকা।

চলতি বছরের ৬ তিন মাসে (জুলাই-ডিসেম্বর,২৩)  কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬০ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.৪৭ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১০.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সেন্ট্রাল ফার্মার লোকসান বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৬ টাকা।

চলতি বছরের ৬ তিন মাসে (জুলাই-ডিসেম্বর,২৩)  কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১৪ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫.৪৪ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৫.৯৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪২ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২২.৪৩ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

টাঙ্গাইল শাড়িকে জিআই পণ্য ঘোষণা করলো সরকার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে ঘোষণা করেছে শিল্প মন্ত্রণালয়। বুধবার শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এ তথ্য জানান। আগামীকাল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।

টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদন করা হয়।

মঙ্গলবার জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম ই-মেইলের মাধ্যমে আবেদন ও প্রেেয়াজনীয় তথ্য-প্রমাণ পাঠান। বুধবার মন্ত্রণালয়ে হার্ড কপি জমা দেওয়া হয়। এর প্রেক্ষিতে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর এই স্বীকৃতি প্রদান করে। সূত্র: বাসস

স্টকমার্কেটবিডি.কম///

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম তিন বছরে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমে তিন বছরে সর্বনিম্ন হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানায়, গত জানুয়ারি মাসে বিশ্ববাজারে খাদ্যশস্য, মাংসসহ বিভিন্ন পণ্যের দাম কমেছে, যা ২০২১ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বনিম্ন। সংস্থা জানায়, গত মাসে খাদ্যপণ্যের সূচক কমে হয় ১১৮.০ পয়েন্ট, যা আগের মাসের ১১৯.১ পয়েন্ট থেকে ১ শতাংশ কম এবং এক বছর আগের একই সময়ের তুলনায় ১০.৪ শতাংশ কম।

এফএও জানায়, রপ্তানিকারক দেশগুলোর ব্যাপক প্রতিযোগিতার কারণে গত মাসে বিশ্ববাজারে গমের দাম কমেছে।

এ ছাড়া হ্যাম্পশায়ার অঞ্চলের দেশগুলো থেকেও সাম্প্রতিক সরবরাহ বেড়েছে। এর পাশাপাশি ভুট্টার দামও কমেছে। আর্জেন্টিনায় মৌসুম শুরু হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সরবরাহ বেড়েছে। এর বিপরীতে গত মাসে চালের দাম বেড়েছে ১.২ শতাংশ।

থাই ও পাকিস্তানি উন্নত মানের চালের রপ্তানি চাহিদা বৃদ্ধি পেয়েছে ইন্দোনেশিয়ার বাড়তি ক্রয়ের কারণে।

অন্যদিকে গত মাসে ভোজ্য তেলের দাম ০.১ শতাংশ বেড়েছে ডিসেম্বর থেকে। যদিও এ দাম এক বছর আগের একই সময়ের তুলনায় ১২.৮ শতাংশ কম। দুগ্ধ পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।

তবে এ দাম এক বছর আগের একই সময়ের চেয়ে ১৭.৮ শতাংশ কম। গত মাসে মাংসের দাম কমেছে ১.৪ শতাংশ। এর মধ্য দিয়ে টানা সপ্তম মাস কমল মাংসের দাম। এর বিপরীতে বেড়েছে চিনির দাম। জানুয়ারিতে চিনির দাম বাড়ে ০.৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

রপ্তানি লক্ষ্যমাত্রার অর্ধেক আয় সাত মাসে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নানা সংকটের মধ্যেও রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি ধরে রেখেছে দেশের তৈরি পোশাক শিল্প। চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ২৮.৩৬ বিলিয়ন ডলার।

যদিও গত টানা তিন মাস পোশাক রপ্তানির প্রবৃদ্ধি নেতিবাচক ছিল, তবে সর্বশেষ জানুয়ারি মাসে পোশাক রপ্তানির আয়ে প্রবৃদ্ধি হয়েছে ১২.৪৫ শতাংশ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবির পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে দেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয় ২৭.৪১ বিলিয়ন মার্কিন ডলারের। চলতি অর্থবছরের ছয় মাসে ৩.৪৫ শতাংশ প্রবৃদ্ধিতে হয়েছে ২৮.৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে নিটওয়্যার খাতে রপ্তানি আয় হয়েছে ১৬.১৭ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ শতাংশ এবং ওভেন গার্মেন্টস থেকে আয় হয় ১২.১৮ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি কমে হয় ২.২০ শতাংশ। আর একক মাস হিসাবে চলতি ২০২৪ সালের জানুয়ারিতে পোশাক থেকে রপ্তানি আয় হয়েছে ৪.৯৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৩ সালের জানুয়ারির তুলনায় ১২.৪৫ শতাংশ বেশি।

পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মো. মহিউদ্দিন রুবেল এ বিষয়ে বলেন, ‘পণ্যে বৈচিত্র্য আনার কারণে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেও ভালো করছে বাংলাদেশ। এখন আমরা নতুন নতুন বাজার খুঁজছি। আশা করছি, আগামী দিনগুলোতেও রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’

এদিকে বছরের প্রথম মাস জানুয়ারিতে পণ্য রপ্তানি করে ৫৭২ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। একক মাস হিসেবে এটা দেশের ইতিহাসে সর্বোচ্চ রপ্তানি আয়।

ইপিবির তথ্য বলছে, জানুয়ারিতে ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১১.৪৫ শতাংশ বেশি। ২০২৩ সালের জানুয়ারিতে রপ্তানি আয় হয়েছিল ৫১৩ কোটি ৬২ লাখ ডলার। এর আগে এক মাসে সর্বোচ্চ রপ্তানি হয়েছিল গত ডিসেম্বরে, তখন মোট রপ্তানি আয় হয়েছিল ৫৩৬ কোটি ৫২ লাখ ডলার।

২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ পাঁচ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল।

স্টকমার্কেটবিডি.কম////