পাটব্যাগ সহজলভ্য করতে সরকার উদ্যোগী : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‌‘পাট ব্যাগকে সহজলভ্য ও কম মূল্যে বাজারে আনতে চাই। এর সুবিধা হলো এ ব্যাগ পুনরায় ব্যবহার করা যায়, সাশ্রয়ী এবং পরিবেশ উপযোগী। এটার বিপণনে সহজ করতে আপনারা ভূমিকা রাখেন। এ ব্যাগ কীভাবে বেশি বিপণন করা যায়, কী সাইজ তা আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, যাতে আপনার পরামর্শ কাজে লাগাতে পারি।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিতে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের সভাপতি/সম্পাদক নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আরও বলেন, আমি চাই- পাটব্যাগ আপনারাই উৎপাদন করেন, আপনারাই ব্যবসায়ী হোন। পাটের ব্যাগ প্রচলনের বিষয়টি আমরা বাস্তবায়ন করছি, সরকার সেলক্ষ্যে কাজ করছে। পাটব্যাগ বাজারে সহজলভ্য করতে উদ্যোগী সরকার।

মতবিনিময়কালে বাজারগুলোর প্রতিনিধিরা পাটব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথা ও কম দামে ব্যাগের চাহিদার কথা জানান। একইসাথে পলিথিন ব্যাগ উৎপাদন রোধের মত জানান। এসময় উত্তরবাড্ডা কাঁচাবাজারের সভাপতি হাজী আব্দুল হালিম বলেন, বিভিন্ন সাইজের ব্যাগের সাপ্লাই (সরবরাহ) দিতে হবে। এজন্য ডিলার রাখলে তা (পাটব্যাগ) পাওয়া সহজ হবে।

সভার সভাপতি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ বলেন, ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’ বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ প্রচলন করতে উদ্যোগী ভূমিকা রাখছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। সে লক্ষ্যে আমরা উপদেষ্টার নির্দেশে কাজ করছি।

স্টকমার্কেটবিডি.কম////

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমানের পদত্যাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক (এসবিএসি) পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

গতকাল ব্যাংকটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকটির দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা বলেন, হাবিবুর রহমান তার মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে পদত্যাগ করেছেন, তবে তার পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের কারণে পদত্যাগ করা সাবেক চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হাবিবুর রহমানের। তিনি ২০২২ সালের ডিসেম্বরে তিন বছরের জন্য ব্যাংকটির এমডি ও সিইও হিসেবে যোগদান করেন।

স্টকমার্কেটবিডি.কম//////

ভারত ও ভিয়েতনাম থেকে এলো ৩৫ হাজার টন চাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভারত ও ভিয়েতনাম থেকে ৩৫ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে রয়েছে ভারতের ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল এবং ভিয়েতনামের ১২ হাজার ৫০০ মেট্রিক টন আতপ চাল।

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ২২ হাজার ৫০০ মেট্রিক টন সেদ্ধ চাল নিয়ে এমভি তানাইস ড্রিম এবং গত ৩ ফেব্রুয়ারি সম্পাদিত জি টু জি চুক্তির আওতায় (২য় চালান) ভিয়েতনাম থেকে ১২ হাজার ৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি হং লিনহ-১ জাহাজ দুটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

প্রসঙ্গত, ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে প্রথম চালানের ১৭ হাজার ৮০০ মেট্রিক টন চাল ইতোমধ্যে দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে চাল খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

এর আগে শনিবার (১৫ মার্চ) জি টু জি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি মারিয়াম জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রম শুরু হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম//////

এ মাসে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কারিগরি ত্রুটির কারণে চলতি মাসে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়া যাবে ১৮ মার্চ পর্যন্ত। প্রতি মাসের ১৬ তারিখ ভ্যাট রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও অনেক করদাতা ভ্যাট প্রক্রিয়া সম্পন্ন করতে না পারায় সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কাস্টমস ও মূল্য সংযোজন কর (মূসক) সংক্রান্ত মাঠ পর্যায়ের অফিসগুলোকে পাঠানো চিঠিতে এনবিআর বলেছে, যুগপৎ ব্যবহারকারী ও হার্ডওয়্যারের সংখ্যা বেড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

এনবিআরের সদস্য (মূসক নীতি) ড. মো. আব্দুর রউফ বলেন, রিটার্ন জমা দিতে আসা কোম্পানিগুলোর ভিড়ের কারণে এ সমস্যা দেখা দিয়েছে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়, ১৬ মার্চ অনলাইনে রিটার্ন দাখিলের শেষ দিনে আকস্মিকভাবে কারিগরি জটিলতার উদ্ভব হয়েছে। ফলে, করদাতাদের পক্ষে ১৬ মার্চ রিটার্ন অনলাইনে দাখিল করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায়, ফেব্রুয়ারি ২০২৫ কর মেয়াদের অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা ১৬ মার্চ এর পরিবর্তে ১৮ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো।

বর্তমানে প্রায় সোয়া ৩ লাখ ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠান অনলাইনে রিটার্ন দাখিল করে, ২৩ শতাংশ মূল কাগজপত্র জমা দেয়।

স্টকমার্কেটবিডি.কম//////

স্ত্রীসহ বিদেশে যাওয়ার অনুমতি পেলেন ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তার স্ত্রী আরজুদা করিমকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত।

দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

জানা গেছে, চিকিৎসা ও ওমরাহ হজ পালনের জন্য বিদেশ গমনে অনুমতি চেয়ে আইনজীবীর মাধ্যমে আবেদন করেন ওবায়দুল করিম, তার স্ত্রী আরজুদা করিম ও তার মেয়ে জেরীন করিম। শুনানি শেষে ওবায়দুল করিম ও তার স্ত্রীর বিদেশ গমনে অনুমতির আদেশ দেন আদালত।

গত ১৭ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ তার পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন আদালত।

দুদকের সেই আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

এস আলম কোল্ড রি রোলিং মিলসের শেয়ার দর বাড়ার কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস আলম কোল্ড রি রোলিং মিলস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এস আলম কোল্ড রি রোলিং মিলস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

শাইনপুকুর সিরামিকসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর সাম্প্রতিক অস্বাভাবিক হারে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি ডিএসইকে দর বৃদ্ধির কোনো কারণ নেই বলে জানিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এরি প্রেক্ষিতে ডিএসই নোটিস করলে শাইনপুকুর সিরামিকসের পক্ষ থেকে জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

লেনদেনের শীর্ষে শাইনপুকুর সিরামিকস; ২য় স্থানে স্কয়ার ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিকস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২৪ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে স্কয়ার ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৫০ লাখ টাকা।

আলিফ ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৯৭ লাখ, ফুয়াং সিরামিকসের ১১ কোটি ৫৫ লাখ, ফুয়াং ফুডসের ৯ কোটি ৮৯ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৯ কোটি ২১ লাখ, বিচ হ্যাচারির ৮ কোটি ৭৫ লাখ, ইন্ট্রাকো রি-ফুয়েলিংর ৮ কোটি ৪৮ লাখ ও বিডিথাই এলুমিনিয়ামের ৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. শাইনপুকুর সিরামিকস
  2. স্কয়ার ফার্মা
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. ওরিয়ন ইনফিউশন
  5. ফুয়াং সিরামিকস
  6. ফুয়াং ফুডস
  7. বসুন্ধরা পেপার মিলস
  8. বিচ হ্যাচারি
  9. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  10. বিডিথাই এলুমিনিয়াম।

দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৮৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫০৫ কোটি ১৬ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪৮ কোটি ৩৪ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৯৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২১টির আর অপরিবর্তিত আছে ৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – শাইনপুকুর সিরামিকস, স্কয়ার ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, ফুয়াং সিরামিকস, ফুয়াং ফুডস, বসুন্ধরা পেপার মিলস, বিচ হ্যাচারি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২৭.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি