দর বাড়ার শীর্ষে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ

monnoস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করছে সিরামিকস খাতের কোম্পানি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিগত সপ্তাহে বি ক্যাটাগরির এই কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪১ দশমিক ৮৮ শতাংশ।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, গড়ে প্রতিদিন কোম্পানিটির ৫ কোটি ৪৩ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৭ কোটি ১৮ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইটি খাতের আরেক কোম্পানি ইনটেক লিমিটেড। এ ক্যাটাগরির এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৩১.৬৪  শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৯ কোটি ৮৭ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে পাট খাতের কোম্পানি নর্দান জুট ম্যানুফ্যাক্টচারিং কো. লিমিটেড। বি ক্যাটাগরির এ কোম্পানির শেয়ার দর ১৩. ৩৪ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৪ কোটি ৯৬ লাখ ২৯ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ২৪ কোটি ৮১ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া শীর্ষ ১০ দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ফাইন্যান্স লি. ১৩.১৮ শতাংশ, শমরিতা হসপিটাল লি. ১২.৩৫ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লি. ১০.৭৭ শতাংশ, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লি. ১০.০৮ শতাংশ, মুন্নু জুট স্ট্যাফলারস লি. ৯.৫০ শতাংশ, ফাইন ফুডলি. ৮.৮৭ শতাংশ এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে ৮.৬৩ শতাংশ দর বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

গত সপ্তাহে ৫টি কোম্পানির লভ্যাংশ ঘোষণা

dividendস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল, আইটি, বিমা, চামড়া শিল্প ও মিউচ্যুয়াল ফান্ড খাতের পাঁচটি কোম্পানি  লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : জাহিন স্পিনিং লিমিটেড, সাবমেরিন ক্যাবলস, ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এ্যাপেক্স ট্যানারি ও রিলায়েন্স ওয়ান।

জাহিন স্পিনিং : শেয়ারবাজারে টেক্সটাইল খাতের কোম্পানি জাহিন স্পিনিং লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করেছে।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ বোনাস শেয়ার দিয়েছিল।

সাবমেরিন ক্যাবলস : শেয়ারবাজারে আইটি খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

সূত্র জানায়, আগামী ৭ অক্টোবর ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২০ সেপ্টেম্বর।

ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করেছে। বিমাটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ বোনাস ও ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৩৯ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

এ্যাপেক্স ট্যানারি :  শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি এ্যাপেক্স ট্যানারি লিমিটেড লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ১০ সেপ্টেম্বর।আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ৪০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

রিলায়েন্স ওয়ান : শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

আর আগামী ১৮ সেপ্টেম্বর ফান্ডটি রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে। আগের বছর এই কোম্পানি শেয়ারহোল্ডারদেরকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস

bbsস্টকমার্কেট ডেস্ক :

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। এসময়ে এন ক্যাটাগরির এই কোম্পানিটির মোট ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ১২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২২৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার টাকা।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। গত ২০ আগস্ট থেকে ২৪ পর্যন্ত বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৪৫ শতাংশ।

এই সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ১২৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২২৮ কোটি ২৭ লাখ ৮৯ হাজার টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। শীর্ষ ১০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে এই কোম্পানির। কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। এই সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৮৩ লাখ ৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ২০৮ কোটি ৬০ লাখ ৩১ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩২ লাখ ৭৮ হাজার ৪৪৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার দর ১২৩ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬.৭৮ শতাংশ।

শীর্ষ ১০ এর তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ লি., এসিআই লি., রতনপুর স্টিল রি-রোলিং মিলস লি., কেয়া কসমেটিকস লি., ইফাদ অটোস লি., সিএন্ডএ টেক্সটাইলস লি. এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সিএসইতে লেনদেন কমেছে ২৮.২২%

CSE-Final-Logoস্টকমার্কেট :

গত ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত সমাপ্ত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন এক চতুর্থাংশের উপরে কমেছে। এর আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ২৮  দশমিক ২২ শতাংশ ।  গত ৫ কার্যদিবসে ২৬৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। সিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

এদিকে, সিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ২৬৮ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩ কার্যদিবসে মোট ২২৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এ সপ্তাহে লেনদেন কমেছে ১০৫ কোটি ৬২ লাখ টাকা বা ২৮.২২ শতাংশ। সিএসইর অন্যান্য সূচকের মত সার্বিক সূচক ৬১ পয়েন্ট বা ০.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৬০ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল ১৮ হাজার ১৯৯ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪.৪৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫.৬৫ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ২০ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৬৪ শতাংশ।

সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এই সপ্তাহে কোম্পানির দর বাড়া কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮টি। এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২০টিতে। এ সপ্তাহে দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এর আগের সপ্তাহে ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এই সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা ৭১টি ছিল। এ সপ্তাহে দর ১৮৮টিতে কমেছিল এবং অপরিবর্তিত থাকে ১৮টির।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.

ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন বেড়েছে ২.১৩%

DSE LOGOস্টকমার্কেট :

গত ২০ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত বিগত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন এর আগের সপ্তাহের তুলনায় সামান্য বেড়েছে।   গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৮৭ কোটি টাকা বা ২.১৩ শতাংশ । ডিএসই’র সাপ্তাহিক লেনদেনের ওপর তৈরিকৃত প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সাপ্তাহিক প্রতিবেদনে দেখা গেছে, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ৪ হাজার ১৬৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। গত সপ্তাহের চেয়ে লেনদেন বেড়েছে ৮৭ কোটি টাকা বা ২.১৩ শতাংশ। এর আগের সপ্তাহে ৩ কার্যদিবসে লেনদেন ছিল মোট ২ হাজার ৪৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪১ শতাংশ বা ২৪.৩১ বেড়ে দাঁড়িয়েছে ৫,৮৮৫ পয়েন্টে। যা এর আগে সপ্তাহে ছিল  ৫,৮৬১ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক ০.১১ শতাংশ বা ২.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১১১ পয়েন্টে । যা এর আগে সপ্তাহে ছিল ২১০৯ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক ০.১১ শতাংশ বা ১.৪৪ বেড়ে দাঁড়িয়েছে ১৩০৫ পয়েন্টে। যা গত সপ্তাহে ছিল ১৩০৪ পয়েন্ট।

এই সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৪ দশমিক ৯১ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৪৩ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির শেয়ার লেনদেন হয়েছে ১ দশমিক ৪০ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এ সপ্তাহে দর বেড়েছে ১৭৬টি কোম্পানির। এর অাগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দর বাড়া কোম্পানির সংখ্যা বেড়েছে ৮৬টি। এর আগের সপ্তাহে দর বেড়েছিল ৯০টি কোম্পানির।

এ সপ্তাহে দর কমা কোম্পানির সংখ্যা কমেছে ৭০টি। এই সপ্তাহে দর কমেছে ১৪০টি কোম্পানির । এর অাগের সপ্তাহে দর কমেছিল ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। দর অপরিবর্তিত রয়েছে ১৭টির। যা এর আগের সপ্তাহে ছিল ১৪টি। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/মোদক.