পেপারলেস ট্রেড ইন এশিয়া এন্ড দি প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশ

tofailবিশেষ প্রতিবেদক :

ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন ফেসিলিটেশন অফ ক্রস-বর্ডার পেপারলেস ট্রেড ইন এশিয়া এন্ড দি প্যাসিফিক চুক্তিতে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে।

ইউএনএসকাপ-এর সদরদপ্তরে জাতিসংঘের ইকোনমিক এন্ড সোস্যাল কমিশন ফর এশিয়া এন্ড দি প্যাসিফিক (ইউএনএসকাপ)-এর সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশের পক্ষে থাইল্যান্ড সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এ চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ এ চুক্তিতে প্রথম স্বাক্ষরকারী দেশ। এছাড়া চীন ও কম্বোডিয়া এ চুক্তিতে স্বাক্ষর করেছে।

এর আগে বাণিজ্যমন্ত্রী থাইল্যান্ডের ব্যাংককে ‘হাইলেভেল ডায়ালগ অন এনহানসিং রিজিওন্যাল ট্রেড থ্রো ইফেকটিভ পার্টিসিপেশন ইন দি ডিজিটাল ইকোনমি’ শীর্ষক ডায়ালগে প্রথম প্যানেলিষ্ট হিসেবে বক্তৃতা করেন।

এসকাপ-এর আন্ডার সেক্রেটারি জেনারেল এন্ড এক্সিকিউটিভ সেক্রেটারি ড. শামসাদ আক্তার-এর সভাপতিত্বে ডায়ালগে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থাইল্যান্ডের অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কিয়েটচাই সোফাসটিনফং, কম্বোডিয়ার কমার্স মিনিস্টার পান সোরাসাক এবং থাইল্যান্ডে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে বৈদেশিক বাণিজ্যে সক্ষমতা অর্জনে পেপারলেস ট্রেড সহায়ক ভূমিকা রাখবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতির স্বাধীনতা এবং বাংলাদেশকে সোনার বাংলা গড়তে সারাজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বাঙ্গালী জাতিকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। সূত্র : বাসস

স্টকমার্কেটবিডি.কম/এমএ

ইস্টার্ন ইন্সুরেন্সের নগদ লভ্যাংশ বিতরণ

easternস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ ওয়ারেন্টস শেয়ার বিনিয়োগকারীদের নিবন্ধিত ঠিকানায় পাঠানো হয়েছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

৩১ ডিসেম্বর ২০১৬ সালের সমাপ্ত হিসাব বছরে ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

উল্লেখ্য, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত ২৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিল গত ৭ জুন।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.

আরএকে সিরামিক্স করপোরেট উদ্দ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন

RAK-CERAMIKস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস্‌ খাতের কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের এক করপোরেট উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

আরএকে সিরামিক্স পিএসসি, সংযুক্ত আরব আমিরাত এ করপোরেট উদ্দ্যোক্তা মোট ২৪ কোটি ৬৪ লাখ ৮০ হাজার ৫৫২ শেয়ার বিক্রয় করে। ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয় বলে বিমাটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে ক্রয় করে। এর আগে গত ২২ আগস্ট এ সংখ্যক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/সোনিয়া/মোদক.

ইলেকট্রনিক্স সাবস্ক্রিপশন সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

Program on ESSস্টকমার্কেট ডেস্ক :

বাংলাদেশ সিকিউরিটিজ ও একচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্, ২০১৫-এর সর্বশেষ সংশোধনী গেজেট ভুক্ত করা হয় গত ৬ জুলাই । এই সংশোধনী অনুযায়ী এখন থেকে স্থির মূল্যে সব আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে (ইআই) ডিএসই ও সিএসইর যৌথ নতুন ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের (ইএসএস)-এর মাধ্যমে প্রাথমিক শেয়ার কেনার আবেদন করতে হবে। খবর : বিজ্ঞপ্তি।

উল্লেখ্য যে, আসন্ন ওইমেক্র ইলেকট্রোড লিমিটেড-এর আইপিওতে যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আইপিও আবেদন ইএসএস পক্রিয়ার মাধ্যমে শুরু হবে। ইএসএস ও এর প্রায়োগিক দিক সম্পর্কে ধারণা দিতে গত ২৯ আগস্ট সিএসইর প্রধান কার্যালয়ে এক প্রশিক্ষণ কর্মশালার অয়োজন করা হয়। উক্ত কর্মশালায় চট্টগ্রাম ভিত্তিক যোগ্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীসহ সিএসইর ডিলারগণ অংশগ্রহণ করেন।

কর্মশালায় আইপিওতে আবেদন গ্রহনের নতুন এ পদ্ধতির তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলোর সচিত্র বর্ণনা প্রদান করা হয়। উক্ত কর্মশালাটি সিএসই ও ডিএসই যৌথভাবে আয়োজন করে।

সিএসইর চীফ রেগুলেটরি অফিসার জনাব মোহাম্মদ শামসুর রহমান এফসিএমএ-এর সভাপতিত্বে কর্মশালাটি পরিচালিত হয় এবং অন্যান্যদের মধ্যে সিএসইর লিস্টিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ মনিরুল হক, ডিএসইর মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ভুঁইয়া, সিএসইর আইটি বিভাগের ব্যবস্থাপক মোহাম্মদ মোরশেদ আলম ও ডিএসইর আইসিটি বিভাগের ব্যবস্থাপক জনাব আবদুল কাদের খন্দকার উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/বিএ/মোদক.

বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী জাপানি ব্যাংক

muhitবিশেষ প্রতিবেদক :

বাংলাদেশের মেগা প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর ভিত্তিক জাপানি ব্যাংক সুমিটোমো মিৎসুয়ি ব্যাংকিং করপোরেশন। পদ্মা সেতু ছাড়া অন্য মেগা প্রকল্প যেমন রেল ভিত্তিক মেগা প্রকল্প, পায়রা সমুদ্র বন্দর প্রকল্প এবং এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে বিনিয়োগ করবে ব্যাংকটি।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যাংকের এশিয়া অঞ্চলের ব্যাংকিং বিনিয়োগ বিভাগের প্রধান রাজীব খান্নানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। আলোচনা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের চলমান মেগা প্রকল্পগুলোতে টাকা প্রয়োজন। তাই আমরা চাই এসব প্রকল্পে জাপানি ব্যাংকটি বিনিয়োগ করুক। আমরা এসব মেগা প্রকল্পে তাদের বিনিয়োগের প্রস্তাব দিয়েছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

আমাদের কোন কোন মেগা প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘চলমান পদ্মা সেতু প্রকল্প ছাড়া বাকি মেগা প্রকল্পগুলো সম্পর্কে তারা অবহিত।’

প্রকল্পগুলোতে ব্যাংকটি কত বিনিয়োগ করবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘বিনিয়োগের পরিমানের বিষয়ে কোনও আলোচনা হয়নি। আজ প্রাথমিক আলোচনা করলাম।’

ঋণের সুদের হার কতো হবে- প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তাদের সুদের হার কম। বিশ্বের মধ্যে কম সুদে ঋণ দেয় যথাক্রমে কোরিয়া, জাপান ও চীন। তবে এ ব্যাংকের সফট লোনের সুদের হার দশমিক ৭৫ শতাংশ।’

সাক্ষাৎ শেষে বের হয়ে যাওয়ার সময় ব্যাংকের এক্সপোর্ট অ্যান্ড এজেন্সি ফাইন্যান্স বিভাগের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রেমরাজ সুমন সাংবাদিকদের বলেন, ‘আমরা বাংলাদেশকে যে ঋণ দেবো তা বাণিজ্যিক ঋণ। তবে এর হার সফট লোনের সুদ হারের চেয়ে কিছুটা বেশি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গ্যাস ও বিদ্যুৎ খাতে এ ব্যাংকটির এক বিলিয়ন ডলার বিনিয়োগ আছে।’

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সাত ব্যাংকে মূলধন ঘাটতি ১৫,৩৮৫ কোটি টাকা

bbবিশেষ প্রতিবেদক :

বাজেট থেকে মূলধন জোগান দিয়েও সরকারি খাতের ব্যাংকগুলোর আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে না। এসব ব্যাংকে দুর্নীতি-অনিয়মের কারণে খেলাপি ঋণ বাড়ছে, যার প্রভাব পড়ছে মূলধনে। পরিস্থিতি এতটাই খারাপ যে সরকারি খাতের পাঁচ ব্যাংক ও বেসরকারি দুই ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৫ কোটি টাকা। এতে করে ব্যবসার পরিবর্তে এখন মূলধন জোগান নিয়েই ব্যস্ত এসব ব্যাংক। ব্যাংক সাতটি হলো সোনালী, রূপালী, বেসিক, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন, বাংলাদেশ কমার্স ও আইসিবি ইসলামিক ব্যাংক।

জানা গেছে, ২০১৬ সাল থেকে ব্যাসেল-৩ নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে ১০ শতাংশ ন্যূনতম মূলধনের পাশাপাশি দশমিক ৬২ শতাংশ হারে অতিরিক্ত মূলধন সংরক্ষণ (ক্যাপিটাল কনজারভেশন বাফার) করতে হয়। গত জুন শেষে ন্যূনতম মূলধন সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে সাত ব্যাংক। এ ছাড়া ব্যাংক খাতে মূলধন সংরক্ষণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৮৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি বছরের জুন শেষে সোনালী ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৬১৯ কোটি টাকা। ওই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১১ হাজার ৪২১ কোটি টাকা। ঋণের বিপরীতে চাহিদা অনুযায়ী সঞ্চিতিও রাখতে পারেনি ব্যাংকটি। ফলে সঞ্চিতি ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ৮০৯ কোটি টাকা। হল-মার্ক গ্রুপের প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির পর থেকেই আর্থিক সংকটে পড়েছে ব্যাংকটি। সরকার মূলধন জোগান দিলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে না।

জুন শেষে রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭৪০ কোটি টাকা। ওই সময়ে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৭৫৯ কোটি টাকা ও সঞ্চিতি ঘাটতি ১ হাজার ৪৭৩ কোটি টাকা।

একই সময়ে বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ২ হাজার ২১০ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৭ হাজার ৩৯০ কোটি টাকা ও সঞ্চিতি ঘাটতি ছিল ৩ হাজার ৮০ কোটি টাকা। ব্যাংকটিতে ২০১২-১৩ সালে বড় ধরনের অনিয়মের পর থেকে এভাবে চলছে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৭ হাজার ৩১৮ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ৪ হাজার ৩১৫ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ৭১০ কোটি টাকা। জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণ ছিল ১ হাজার ২০২ কোটি টাকা।

বাংলাদেশ কমার্স ব্যাংকের মূলধন ঘাটতি দাঁড়িয়েছে ৩১২ কোটি টাকা। এ সময়ে খেলাপি ঋণ ছিল ৫৯৭ কোটি টাকা ও সঞ্চিতি ঘাটতি ছিল ২৬৯ কোটি টাকা।

একই সময়ে আইসিবি ইসলামিক ব্যাংকের মূলধন ঘাটতি ছিল ১ হাজার ৪৭৫ কোটি টাকা। ওই সময়ে খেলাপি ঋণ ছিল ৭০৭ কোটি টাকা।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, যাচাই-বাছাই না করে দেওয়া ঋণ খেলাপি হয়ে পড়ছে। নিয়মবহির্ভূতভাবে দেওয়া ঋণও আদায় করা যাচ্ছে না। ফলে এসব ঋণের বিপরীতে সঞ্চিতি সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকে। মুনাফা না হওয়ায় অনেকে সঞ্চিতিও রাখতে পারেনি। এতেই টান পড়ছে মূলধনে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সামিট পাওয়ারের বার্ষিক বোর্ড সভা আহবান

samitস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের বার্ষিক বোর্ড সভা আগামী ৯ সেপ্টেম্বর আগস্ট আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ ২০১৬-২০১৭ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা আড়াইটায় নিজস্ব প্রধান কার্যালয় কাওরান বাজার, ঢাকা-১২১৫ এ অনুষ্ঠিত হবে।

এই বোর্ড সভায় ৩০ জুন ২০১৭ সালের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।

এ সভায় সমাপ্ত বছরে কোম্পানিটি ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/শুভ/মোদক.

  1. লংকাবাংলা ফাইন্যান্স
  2. এবি ব্যাংক
  3. আইএফআইসি ব্যাংক
  4. আল-আরাফাহ ব্যাংক
  5. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  6. বিবিএস ক্যাবলস
  7. ফরচুন সুজ
  8. আরএকে সিরামিকস্‌
  9. আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌
  10. এক্সিম ব্যাংক

৬ হাজার মাইলফলকের দিকে ডিএসই ‌’র প্রধান সূচক

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের সর্বোচ্চ অবস্থানেও কমেছে লেনদেন। কমেছে কোম্পানির শেয়ারদর ও অন্যান্য সূচক। সেখানে ৮০৪ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর প্রধান সূচক অবস্থান করছে ৫৯৭৩ পয়েন্টে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান। এর গতকাল ডিএসইর সার্বিক সূচক ৫ হাজার ৯৪৮ ওঠেছিল।

এদিকে, এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সব ধরনের সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এদিন সেখানে ৫৭ কোটি ৩৪ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই ও সিএসই’র বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ বুধবার দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮০৪ কোটি ১৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১২০ কোটি ৮১ লাখ টাকা কম। গতকাল মঙ্গলবার সেখানে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

ডিএসইতে প্রধান সূচক ২৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৯ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১২৬ পয়েন্টে।

তবে আজ লেনদেন হওয়া মোট ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৬টির আর অপরিবর্তিত থাকে ৫১ টির দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– লংকাবাংলা ফাইন্যান্স, এবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, ফরচুন সুজ,আরএএকে সিরামিক, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ ও এক্সিম ব্যাংক।

এদিকে, আজ আজ বুধবার দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৭ কোটি ৩৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ৭ কোটি ৪২ লাখ টাকা বেশি। গতকাল মঙ্গলবার এই লেনদেন ৪৯ কোটি ৯২ লাখ টাকা ছিল।

এদিন দিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৩৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয় ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ও আইডিএলসি ফাইন্যান্স।

স্টকমার্কেটবিডি.কম/মোদক.