৫টি ব্যাংকের হেড অফিস চায় চট্টগ্রাম চেম্বার

ctg-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে দেশে কস্ট অব ডুয়িং বিজনেস ৫ বছরে কমবে আশা করে চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ৫টি ব্যাংকের হেড কোয়ার্টার চট্টগ্রামে হতে হবে। ঢাকা থেকে আইপি ইস্যু হতে ৫ দিন চলে যায়। ১৩ টনের ওজন স্কেল ব্যবসায়ীদের বড় দুঃখ।

বুধবার (৬ মার্চ) বিকেলে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

চেম্বার সভাপতি বলেন, এ মেলা চট্টগ্রামবাসীর আনন্দ মেলা। সারা বছর এই মেলার জন্য অপেক্ষা করেন তারা।

তিনি বলেন, বন্দরের কোনো ক্ষমতা নেই। বন্দর বোর্ডে স্টেক হোল্ডারদের প্রতিনিধি রাখতে হবে। কাস্টম হাউসের ভবনটি আধুনিকায়ন ও জনবল বাড়াতে হবে। বন্দরে স্ক্যানার সংকট চলছে। প্রতিটি গেটে স্ক্যানার বসালে ব্যবসায়ীদের সময় বাঁচবে। বিনিয়োগ বোর্ডের জনবল বাড়াতে হবে। জলাবদ্ধতার প্রকল্প যথাসময়ে শেষ হলে সুফল মিলবে।

স্টকমার্কেটবিড/

ফারমার্স ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ

dudokস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফারমার্স ব্যাংকজালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৬ মার্চ) সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসা করেন উপপরিচালক সামছুল আলম।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে। গত সোমবার (৪ মার্চ) দুদক থেকে ৯ কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়।

যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে পাঁচ জন ব্যাংকটির শেরপুর শাখার কর্মকর্তা। তারা হলেন— অপারেশন্স ম্যানেজার এডিএম সোলাইমান, ক্রেডিট অফিসার কামরুল ইসলাম, ইমাম হোসাইন, মো. আবদুল্লাহ ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার মো. আবু নাঈম।

অন্য চার জন হলেন— প্রধান কার্যালয়ের করপোরেট ব্যাংকিং ডিভিশনের এসভিপি অলক কুমার বিশ্বাস, হেড অব এইচআরডি রিতা সেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহজাহান আমিন এবং গুলশান শাখার হেড অব সিএডি আশীষ কুমার লষ্কর।

জিজ্ঞাসাবাদের বিষয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, ‘ফারমার্স ব্যাংকের অর্থ আত্মসাত অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্তের অংশ হিসেবে নয় জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

ফারমার্স ব্যাংকে জালিয়াতির ঘটনায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ও তার ছেলেসহ কয়েকজন ব্যাংকারকে আসামি করে এর আগে তিনটি মামলা হয়। ওই সব মামলায় গ্রেফতার হয়ে বাবা-ছেলে দুজনই কারাগারে আছেন।

২০১২ সালে ফারমার্স ব্যাংক কার্যক্রম শুরুর পরই অনিয়মে জড়িয়ে পড়ে। আস্থার সংকট তৈরি হলে আমানতকারীদের অর্থ তোলার চাপ বাড়ে। পরিস্থিতির অবনতি হলে ব্যাংকটির চেয়ারম্যান পদ ছাড়তে বাধ্য হন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী।

জালিয়াতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ তদন্তে ব্যাংকটির সাবেক দুই শীর্ষ ব্যক্তির অনিয়ম তুলে ধরা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ব্যাংকটির গ্রাহকের ঋণের ভাগ নিয়েছেন মহিউদ্দীন খান আলমগীর ও মাহবুবুল হক চিশতী। এর মাধ্যমে দুজনের নৈতিক স্খলন ঘটেছে এবং তারা জালিয়াতির আশ্রয় নিয়েছেন। তবে মহিউদ্দীন খান আলমগীরকে এপর্যন্ত দুদকে তলব করা হয়নি। কোনও মামলায় আসামিও করা হয়নি তাকে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সিলকো ফার্মার আইপিও আবেদন গ্রহণ শুরু বৃহস্পতিবার

Silco-logo-v-1স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সদ্য অনুমোদন পাওয়া সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিনিয়োগাকরীদের আবেদন শুরু হবে ৭ মার্চ বৃহস্পতিবার থেকে। আর এই আবেদন চলবে ১৯ মার্চ পর্যন্ত।

প্রতিটি আবেদনের সাথে ৫০০ শেয়ার দর বাবদ ৫০০০ টাকা করে জমা দিতে হবে বিনিয়োগকারীদের।

সম্প্রতি কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৩০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রতিটি শেয়ার ১০ টাকা দরে ৩ কোটি শেয়ার ছেড়ে বিনিয়োগকারীদের কাছ থেকে এ টাকা উত্তোলনের জন্য অনুমোদন দেওয়া হয়। সে লক্ষ্যে সাবক্রিপশন শুরু হচ্ছে আগামী ৭ মার্চ।

কোম্পানিটির আইপিওর টাকায় কারখানা ভবন নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ডেলিভারি ভ্যান ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ দশমিক ৪১ টাকা। ৫টি আর্থিক বিবরণী অনুযায়ী ভারিত গড় হারে শেয়ারপ্রতি মুনাফা (ওয়েটেড অ্যাভারেজ ইপিএস) হয়েছে ১ দশমিক ৪৬ টাকা।

কোম্পানিটির আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড, ইবিএল ইনভেস্টমেন্টস লিমিটেড এবং সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরাতে হবে: সালমান এফ রহমান

salmanস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘নিমতলীর ঘটনার পর পুরান ঢাকা থেকে কেমিক্যালের গুদাম সরিয়ে নেওয়ার কথা ছিল। কিন্তু যেকোনও কারণে তা হয়নি। এখান থেকে আমাদেরকে সরতে হবে। ব্যবস্থা না নিয়ে ধাক্কা দিয়ে তো বের করে দিতে পারবেন না।’

বুধবার (৬ মার্চ) সকালে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ অডিটরিয়ামে ‘পুরনো ঢাকার ঝুঁকিপূর্ণ ব্যবসা, সংকট ও সম্ভাবনা : করণীয় ও বর্জনীয়’ বিষয়ে মুক্ত আলোচনায় তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘পুরান ঢাকার ব্যবসায়ীদের অর্থনীতিতে অনেক অবদান রয়েছে। ৯ বছর আগে ব্যবসার ধরন যা ছিল এখন আরও বেড়েছে। এটা ঠিক হয়নি। কারণ আমাদের বোঝা উচিত ছিল আমাদেরকে এখান থেকে সরতে হবে।’

তিনি আরও বলেন, এখন অগ্নিকাণ্ডের জন্য ক্ষতিকর ২৯টি দাহ্য পদার্থের তালিকা করা হয়েছে। প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে আরও বাড়ানো হবে। কিন্তু এটি ৩২ এর বাইরে যাবে না।

সভাপতির বক্তব্যে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘পুরান ঢাকার দুর্ঘটনা আমি দেখেছি। এই বিভৎস চিত্র নগর কর্তৃপক্ষ মেনে নিতে পারে না। প্রধানমন্ত্রী মেনে নিতে পারেননি। আমরা চাই এই টাস্কফোর্স ঝুঁকি নিরসন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দেবে। টাস্কফোর্স যখন গঠন করেছি তখন তার কার্যপরিধি নিশ্চিত করা হয়েছে।’

তিনি বলেন, ২৯টি ছাড়াও অনেক দাহ্য পদার্থ আছে। অগ্নিকাণ্ডের জন্য ঝুঁকিপূর্ণ পদার্থ অপসারণ অভিযান অব্যাহত থাকবে। তবে কোনোভাবেই কোনও ব্যবসায়ীকে হয়রানি বা দাহ্য পদার্থ নয় তার বিরুদ্ধে অভিযান করা হবে না।

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি মডেল কাইলি জেনার

144650kailllllস্টকমার্কেটবিডি ডেস্ক :

সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সর্বকনিষ্ঠ কোটিপতি হিসেবে স্থান পেয়েছেন কাইলি জেনার। তিনি একজন মার্কিন মডেল, অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা; বয়স মাত্র ২১ বছর।

জানা গেছে, কাইলি জেনার সম্পদ গড়েছেন উত্তরাধিকার সূত্রে নয়, নিজের যোগ্যতায়। তিনি কারদাশিয়ান পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য।

কসমেটিকস ব্যবসার মাধ্যমে বিলিয়ন ডলারের মালিক হয়েছেন কাইলি। তিন বছর আগে কাইলি কসমেটিকস-এর যাত্রা শুরু হয়। গতবছর প্রতিষ্ঠানটি আয় করেছে ৩৬ কোটি ডলার।
বয়সের ক্ষেত্রে ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকেও ছাড়িয়ে গেছেন কাইলি জেনার। জাকারবার্গ বিলিয়ন ডলারের মালিক হয়েছিলেন ২৩ বছর বয়সে।

সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

ফেসবুক ইউটিউবে বিজ্ঞাপনে ১৫ শতাংশ ভ্যাটের নির্দেশ

face-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিলে তার ওপর ১৫ শতাংশ ভ্যাট আদায়ের নিয়ম থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হচ্ছে না। ব্যাংকগুলোকে পণ্যমূল্য পরিশোধের সময় সেবা গ্রহণকারীর কাছ থেকে এই ভ্যাট কেটে রাখার কথা, কিন্তু কোনো কোনো ব্যাংক তা কাটছে না বলে অভিযোগ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকে অনুরোধ জানানো হয়।

সে আলোকে গত সোমবার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই ভ্যাট কর্তনের বিষয়টি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ভৌগোলিক সীমার বাইরে থেকে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে মূসক (ভ্যাট) আদায় নিশ্চিত করতে হবে।

এদিকে অভিযোগ আছে, ব্যাংকিং চ্যানেলের বাইরে হুন্ডির মাধ্যমেও এসব সেবার অর্থ পরিশোধ হয়ে থাকে। এটা রোধে কোনো নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, এসব সেবার পণ্যমূল্য মাস্টার কার্ড, ভিসা কার্ড বা টিটিতে পরিশোধ করা হলে ব্যাংকগুলো এখন থেকে ১৫ শতাংশ ভ্যাট কর্তন করবে। কিন্তু ব্যাংকিং চ্যনেলের বিকল্প হুন্ডির মাধ্যমে এটা পরিশোধ করা হলে ভ্যাট কর্তন কোনোভাবেই সম্ভব নয়। তবে হুন্ডি লেনদেন কমাতে সচেতনতা বাড়ানোর বিকল্প নেই।

প্রজ্ঞাপনে বলা হয়, মূল্য সংযোজন কর আইন-১৯৯১-এর ধারা ৩-এর উপধারা ৩-এর দফা (ঘ) অনুযায়ী, বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে থেকে (যেমন : রয়ালিটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, ফেসবুক, ইউটিউবসহ সব মাধ্যমে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবাগ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ ভ্যাট আদায়যোগ্য।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভার দিন পরিবর্তন

united-finance-smbdস্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বোর্ড সভা আগামী ২০ মার্চ অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ৩ টায় সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে আগামী ৬ মার্চ কোম্পানিটির বোর্ড সভার তারিখ নির্ধারণ করে। এই সভা সংক্রান্ত অন্যান্য সকল বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/এলকে

  1. মুন্নু সিরামিকস
  2. সিঙ্গার বিডি
  3. ইউনাইটেড পাওয়ার
  4. আলিফ ইন্ডাস্ট্রিজ
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস
  6. প্রিমিয়ার ব্যাংক
  7. ব্র্যাক ব্যাংক
  8. ফরচুন সুজ
  9. ডাচ-বাংলা ব্যাংক
  10. এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ারবাজারে সূচক ও লেনদেনের সামান্য পতন

DSE_CSE-smbdস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সামান্য কমেছে। এদিন দিনশেষে সেখানে সূচকও সামান্য কমে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ৫৭৫ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

এদিন লেনদেন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৬পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৩ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৯৩ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮০টির। আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

ডিএসইতে এদিন লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মুন্নু সিরামিকস, সিঙ্গার বিডি, ইউনাইটেড পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, প্রিমিয়ার ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিকে বুধবার দিনশেষে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে।

সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৪ লাখ টাকা।

দিনশেষে সেখানে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি/জেড

পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে : প্রধানমন্ত্রী

pmস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, পাটশিল্প আবারও লাভের মুখ দেখবে। এছাড়া কৃষি ও রফতানিপণ্য হিসেবে পাটকে প্রণোদনা দেয়ারও ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় পাট দিবসে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, পাটকে আমরা আরও কীভাবে কাজে লাগাতে পারি সবসময় এটিই চেষ্টা করে যাচ্ছি।

এবারে দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সোনালি আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’।

প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন ইতিমধ্যে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ আমরা পাস করেছি। পাট এমন একটি পণ্য, যার কিছুই ফেলা যায় না, সেটি কেন লোকসান হবে। আমরা লোকসান শুনতে চাই না। লাভজনক কীভাবে করা যায়, কীভাবে করতে হবে- সেটি দেখতে হবে।

এ সময় পাটের বহুমুখী ব্যবহার বাড়িয়ে এ শিল্পকে লাভজনক করতে উন্নত গবেষণার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি