সুদ কমার আশ্বাসে চাঙ্গা ভারতের শেয়ারবাজার

sensex smস্টকমার্কেট ডেস্ক :

রিজার্ভ ব্যাংক ঋণনীতির পর্যালোচনায় বসছে – এই খবরে শেয়ারবাজার আশায় বুক বেঁধেছে সুদ কমবে বলে। আর এর জেরেই শেয়ারবাজারে বেশ খুশির মেজাজ। সোমবার সেনসেক্স বেড়েছে ৭২.৫০ পয়েন্ট। লেনদেন শেষে তা অবস্থান করে ২৮,১৮৭.০৬ পয়েন্ট।

এ দিন ডলারে টাকাও ৯ পয়সা বাড়ায়, লেনদেন শেষে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৪.০৪ টাকা। তবে সোনার দাম আরও পড়েছে। কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম দাঁড়িয়েছে ২৫,২২৫ টাকা। পাশাপাশি, গয়নার সোনার দামও ১১৫ টাকা কমে হয়েছে ২৩,৯৩০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

৫ সপ্তাহ পর গ্রিসের শেয়ারবাজারে লেনদেন

greec-smbdস্টকমার্কেট ডেস্ক :

একটানা পাঁচ সপ্তাহ বন্ধ থাকার পরে সোমবার খুলল গ্রিসের শেয়্দেবাজার। তবে আথেন্স স্টক এক্সচেঞ্জ খোলার ঠিক পরেই বিক্রির চাপে বাজারে ধস নামে। এক ধাক্কায় সুচক পড়ে যায় প্রায় ২৩ শতাংশ। মূলত দর পড়েছে ব্যাংক শেয়ারের। পরের দিকে অবশ্য বাজার কিছুটা ওঠে।

আর্থিক সঙ্কটে নাজেহাল গ্রিস গত ২৯ জুন দরজা বন্ধ করে ব্যাংক ও শেয়ার বাজারের। জারি হয় মূলধনে নিয়ন্ত্রণ। সরকারি খরচ কমানো, কর বাড়ানোর বিরুদ্ধে গত ৫ জুলাই গণভোটে রায় দেন গ্রিক জনগণ। কিন্তু তার পরেও ইউরো ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নে টিকে থাকতে ঋণদাতাদের কড়া শর্ত মানতে বাধ্য হয় গ্রিস।

নতুন করে গ্রিসকে ঋণ দেওয়া নিয়ে ইউরোপীয় দেশগুলির আলোচনা। ইউরোপীয় শীর্ষ ব্যাঙ্কের দেওয়া জরুরি ঋণ নিয়েই চালু রাখা হয়েছে ব্যাংক। এ দিন খুলল শেয়ার বাজারও।

তবে সরকার ও শীর্ষ ব্যাংক জানিয়ে দিয়েছে, ব্যাংক থেকে বাড়তি অর্থ শেয়ার কেনার জন্য তোলা যাবে না। ইউরো বেরিয়ে যাওয়া ঠেকাতেই এই সাবধানতা।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

বুধবার ৯ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সভা

mutualস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯টি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড সভা আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন বিকেল সাড়ে ৩টায় ৯টি ফান্ডেরই ট্রাস্টি সভা অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের পাশাপাশি ২০১৫ সালের ৩০ জুনে শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে ট্রাস্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

ফান্ডগুলো হল— আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ১ম মিউচুয়াল ফান্ড, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ১ম, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ১: স্কিম ১, আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড ও আইসিবি এএমসিএল ১ম এনআরবি মিউচুয়াল ফান্ড। আগামী ১২ আগস্ট এ সভা অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

সিএসইতে বেড়েছে লেনদেন

cse-logo-sনিজস্ব প্রতিবেদক :

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সব ধরণের মূল্য সূচক এবং লেনদেন বেড়েছে।এদিন সেখানে ৭৬ কোটি টাকার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই শেয়ারবাজারে সিএএসপিআই সূচক গত দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।আর সিএসসিএক্স ১০ পয়েন্ট বেড়ে ৯১০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে ২৬৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে।এর মধ্যে ৯৮ টির দাম বেড়েছে। কমেছে ১৩৪ টির, আর অপরিবর্তিত ছিল ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার ও ইউনাইটেড এয়ার লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

  1. ইউনাইটেড পাওয়ার
  2. ইসলামী ব্যাংক
  3. স্কয়ার ফার্মা
  4. লাফার্জ সুরমা সিমেন্ট
  5. এসআই লিমিটেড
  6. ইউনাইটেড এয়ার
  7. বেক্সিমকো লি.
  8. বিএসআরএম লি
  9. এ্যাপোলো ইস্পাত
  10. বেক্স-ফার্মা।

ডিএসইতে সূচক ও লেনদেনের সামান্য পরিবর্তন

dseনিজস্ব প্রতিবেদক :

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ও সুৃচকের অবস্থান সামান্য পরিবর্তন হয়েছে। এদিন আগের দিনের চেয়ে ২৬ কোটি টাকা লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে লেনদেনের সাথে সামান্য বেড়েছে সব ধরণের মূল্য সূচক।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকার শেয়ারবাজারে ডিএসইএক্স সূচক গত দিনের চেয়ে ২.১৪ পয়েন্ট বেড়ে ৪৮৭৩.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন মঙ্গলবার ডিএসইতে ৯.২৬ পয়েন্ট বেড়ে ৪৮৭১.৮১ পয়েন্টে দাঁড়ায়।

ডিএসইতে ৩২১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২ টির দাম বেড়েছে। কমেছে ১৪৮ টির, আর অপরিবর্তিত ছিল ৩১ টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯০২ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার দিন এই স্টক এক্সচেঞ্জে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা টাকার লেনদেন হয়েছিল।

লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো – ইউনাইটেড পাওয়ার, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এসআই লিমিটেড, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো লি., বিএসআরএম লি, এ্যাপোলো ইস্পাত ও বেক্স-ফার্মা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

হল্টেড আরএন স্পিনিং

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএন স্পিনিং মিলস লিমিটেড বুধবার লেনদেনের বিক্রেতা ছিল না। এতে শেয়ারটি হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিনিয়োগকারীরা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না। এতে শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার বেলা ১টা পর্যন্ত আর এন স্পিনিং মিলসের স্ক্রীনে সর্বশেষ ৬৩ হাজার ৫১০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্টেডের আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৫ টাকা ৪০ পয়সা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা ১০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

সিটি ব্যাংকের অর্থায়নে ফার ইস্ট নিটিং এর ব্যবসা বৃদ্ধি

fareastশেয়ারবাজারের তালিকাভুক্ত পোশাক খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিজেদের ব্যবসা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আর এর জন্য ২৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।সিটি ব্যাংকের অর্থায়নের মাধ্যমে এ ব্যয় করা হবে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, এই ব্যবসা বৃদ্ধির মাধ্যমে মাসে প্রায় ১০ লাখ টি-শার্ট উৎপাদন বাড়বে।

এছাড়া কোম্পানিটি আশা করছে আগামী ২০১৬ সালের মার্চ মাসের মধ্যে ব্যবসায় বৃদ্ধির কাজ শেষ হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম/এফ

ডিএসইতে ৩ দিনে ২৫০০ কোটি টাকা লেনদেন

dseনিজস্ব প্রতিবেদক :

সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই শেয়ারবাজারে টানা ঊর্ধ্বগতি বিরাজ করছে। প্রথম দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত ক্রমেই শেয়ারের লেনদেন বেড়ে চলেছে। সেই সঙ্গে বাড়ছে সূচক। গত তিন দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন হয়েছে দুই হাজার ৫৪৬ কোটি ৫১ লাখ টাকা।

আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ১৯২ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার ডিএসইতে শেয়ার লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ১১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মূদ্রানীতি ঘোষণার পর চলতি মাসের শুরু থেকেই শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা দেয়। গত মাসের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ জুলাই) শেয়ারবাজারে লেনদেন হয় ৬০৯ কোটি ৮৬ লাখ টাকা। কিন্তু চলতি মাসের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন হয় ৮০৬ কোটি ৫৩ লাখ টাকা।

সেই ধারা অব্যাহত রেখে দ্বিতীয় কার্যদিবসে ৮১১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে সিএসইতে তিন দিনে লেনদেন হয়েছে ১৯২ কোটি ৪৯ লাখ টাকা। সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয় ৬০ কোটি ৭৬ লাখ টাকা। দ্বিতীয় কার্যদিবসে ৬১ কোটি ৬২ লাখ টাকা।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৯২৮ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ১১৬ কোটি টাকা বেশি। ডিএসইএক্স সূচক দাঁড়ায় চার হাজার ৮৭১ পয়েন্টে। যা আগের দিনের তুলনায় ৯.২৬ পয়েন্ট বেশি।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি

মােবাইল হ্যান্ডসেট ব্যবসায় এসিআই লিমিটেড

mobile-picস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি এসিআই লিমিটেডের মোবাইল ফোন ও হ্যান্ডসেটের যন্ত্রপাতি উৎপাদন ও বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে আরো জানা যায়, কোম্পানিটির পরিচালনা পর্ষদ অত্যাধুনিক মোবাইল সেট উৎপাদন ও বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের এই মোবাইল ব্রান্ডের নাম দেওয়া হয়েছে STYLUS।

মোবাইল ফোন ও হ্যান্ডসেটের যন্ত্রপাতি বিক্রি করে ২০১৬ সাল নাগাদ কোম্পানিটি ৭২ কোটি টাকা আয় করবে বলে জানা গেছে।

স্টকমার্কেটবিডি.কম/জেডকে/বি