জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

janata insu-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪৫ মিনিটে রাজধানীস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই

sandani-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ৩০ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৫ টায় রাজধানীর বাংলামটরস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ইউসিবিএল ব্যাংকের বোর্ড সভা ২৮ জুলাই

ucblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউসিবিএল ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ জুলাই বেলা তিনটায় নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

পূবালী ব্যাংকের বোর্ড সভা আহ্বান

pubali bankস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান পূবালী ব্যাংক লিমিটেডের বোর্ড সভা আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ৩১ জুলাই বেলা ৪ টায় মতিঝিলস্থ নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় ২০১৬ অর্থবছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

২০১৫-১৬ অর্থবছরে ডিএসইতে রাজস্ব আয় কমেছে ১০ শতাংশ

dseস্টকমার্কেট ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সদ্য সমাপ্ত অর্থবছরে সরকারের রাজস্ব আয় কমেছে ৯ দশমিক ৬৩ শতাংশ। ডিএসই উৎসে কর কর্তন করে গত ২০১৫-১৬ অর্থবছরে সরকারি কোষাগারে জমা দেয় ১৫৮ কোটি ৪ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের তুলনায় ১৬ কোটি ৮৫ লাখ টাকা কম।

শেয়ার কেনাবেচা এবং উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার হস্তান্তর প্রযোজ্য কর বাবদ উৎসে কর কর্তন করেছিল স্টক এক্সচেঞ্জটি। ২০১৪-১৫ অর্থবছরে সরকারি কোষাগারে জমা দিয়েছিল ১৭৪ কোটি ৮৯ লাখ টাকা।

ডিএসইর এক কর্মকর্তা জানান, গত অর্থবছরে ডিএসইতে ২৪৭ কর্মদিবসে মোট এক লাখ ৭ হাজার ২৪৪ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়। এর আগের অর্থবছরের ২৩৮ কার্যদিবসে এক লাখ ১২ হাজার ৩৫২ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছিল। শেয়ারবাজারে লেনদেনের ওপর শূন্য দশমিক ০৫ শতাংশ হারে উৎসে কর আদায় করে ডিএসই।

ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে ডিএসইর সদস্য ব্রোকারেজ হাউসগুলো থেকে রাজস্ব আদায় হয় ১০৭ কোটি ২৪ লাখ টাকা। এর আগের অর্থবছরে অর্থাৎ, ২০১৪-১৫ অর্থবছরে এর পরিমাণ ছিল ১১২ কোটি ৩৫ লাখ টাকা। সেই হিসাবে এ স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউসগুলো থেকে সরকারের রাজস্ব আদায় কমেছে ৫ কোটি ১০ লাখ টাকা।

এ ছাড়া উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের শেয়ার কেনাবেচা থেকে উৎসে কর বাবদ ডিএসই উৎসে কর আদায় করে ৫০ কোটি ৭৯ লাখ টাকা, যা এর আগের বছর ছিল ৬২ কোটি ৫৪ লাখ টাকা। এক বছরের ব্যবধানে উদ্যোক্তা-পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় কমেছে ১১ কোটি ৭৪ লাখ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

ঝিল বাংলার মূল্য সংবেদনশীল তথ্য নেই

zeal sugar mill-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঝিল-বাংলা লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।
কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। গতকাল ২৪ জুলাই দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই। এ সময় ঝিল-বাংলা লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম/বি

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

continental-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টা ৩০ মিনিটে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

নর্দাণ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

northern-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান নর্দাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ২ টা ৪৫ মিনিটে প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।
স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

গ্লোবাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৭ জুলাই

global-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৭ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড

রিপাবলিক ইস্যুরেন্সের ইপিএস ১.১৩ টাকা

logoস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি রিপাবলিক ইস্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১.১৩ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

চলতি বছরের প্রথম ৬ মাসে কোম্পানিটি অনিরীক্ষিত অার্থিক পর্যালোচনা শেষে জানিয়েছে, আলোচিত সময়ে তাদের ইপিএস হয়েছে ১.১৩ টাকা, যা আগের বছরের একই সময় ছিল ৮৮ পয়সা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ১৪.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বিএ
সান লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ জুলাই

স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোর্ড সভা আগামী ২৮ জুলাই আহ্বান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানী গুলশানস্থ প্রতিষ্ঠানটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং)আইন-২০১৫ অনুযায়ী, এ বোর্ড সভায় চলতি ২০১৬ অর্থবছরের ২ য় প্রান্তিকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বীমাটির পরিচালনা পর্ষদ।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ/জেড