ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকগুলো কমেছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৬৬২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৫৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৯০ কোটি ৫০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৯৩টির, আর দর অপরিবর্তিত আছে ৩৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, বেক্সিমকো লিমিটেড, কাট্টালী টেক্সটাইল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, সী পার্লস হোটেল এন্ড রিসোর্ট, ওরিয়ন ফার্মা, ভিএফএস থ্রেড ডায়িং, মোজাফফর হোসেন স্পিনিং ও নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৯.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৫৬৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৯৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৪৮ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল ও বার্জার পেইন্টস বিডি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. বেক্সিমকো লিমিটেড
  3. কাট্টালী টেক্সটাইল
  4. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  5. বিবিএস ক্যাবলস
  6. সী পার্লস হোটেল এন্ড রিসোর্ট
  7. ওরিয়ন ফার্মা
  8. ভিএফএস থ্রেড ডায়িং
  9. মোজাফফর হোসেন স্পিনিং
  10. নাহী এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেড।

রুশ তেল কোম্পানি গ্যাজপ্রমের ওয়েবসাইট হ্যাক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়ান তেল কোম্পানি ‘গ্যাজপ্রম নেফ্ট’ এর ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা।

হ্যাকের পর ওয়েবসাইটটিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহচর গ্যাজপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সি মিলারের নামে একটি বিবৃতি পোস্ট করা হয়। এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের সিদ্ধান্ত সম্পর্কে সমালোচনা করা হয়।

গ্যাজপ্রমের একজন মুখপাত্র বিবৃতিটিকে ফালতু বলে উড়িয়ে দিয়েছেন। এরপরই পেজটি কাজ করা বন্ধ করে দেওয়া হয়। সূত্র: আল-জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/

৬.৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো এডিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়াবে ৬.৯ শতাংশ এবং ২০২২-২০২৩ অর্থবছর শেষে তা দাঁড়াতে পারে ৭ দশমিক ১ শতাংশে। সরকারি ব্যয় বৃদ্ধি, বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ, অভ্যন্তরীণ চাহিদা ও রপ্তানি এ প্রবৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে।

বুধবার (৬ এপ্রিল) আগারগাঁওয়ে সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশিয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০১৮’র এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ ও দেশের বাজারে অস্থিরতার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি আগামী দুই অর্থবছর সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্য, ভোগ্যপণ্য, গ্যাস ও তেলের দাম বেড়ে যাওয়ায় ২০২২ অর্থবছরে মূল্যস্ফীতি বেড়ে হবে ৬ শতাংশ।

করোনাভাইরাসের সংক্রমণের প্রভাব কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের দিক থেকে এশীয় দেশগুলোর তুলনায় এগিয়ে বাংলাদেশ। এটি রীতিমতো প্রশংসনীয়৷ শক্তিশালী এ পুনরুদ্ধারে সরকারের দেওয়া প্রণোদনা, সাপোর্টিভ ফিসক্যাল পলিসি, প্রবাসী আয়ের ওপর প্রণোদনা এবং সঠিক মুদ্রানীতি নিয়ামক হিসেবে কাজ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

বারাকা সিকিউরিটিজকে স্টক ব্রোকারের অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ মার্চ বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে এই সাবসিডিয়ারি কোম্পানিটিকে এই স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বারাকা সিকিউরিটিজ লিমিটেডের আইডি BSE । আর ডিএসই ট্রেক নম্বর ২৭৪.

স্টকমার্কেটবিডি.কম/বি

এনআরবি কমার্সিয়াল ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এনআরবি কমার্সিয়াল ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ১৩ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী, ব্যাংকটির ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গতবছর ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

শেয়ারবাজার থেকে ১৫ কোটি টাকা নিবে আছিয়া সী ফুডস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে আছিয়া সী ফুডস লিমিটেড। শেয়ারবাজার থেকে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা মূল্যের ১.৫০ কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

মঙ্গলবার (৫ এপ্রিল) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানার যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৬০ টাকা। নিয়মানুযায়ী এই এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

আছিয়া সী ফুডস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আর্থিক প্রতিষ্ঠান ও বীমার বিনিয়োগ তথ্য জানতে চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সব ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ও বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সম্প্রতি দুই স্টক এক্সচেঞ্জকে এ কোম্পানিগুলোর কাছ থেকে শেয়ারবাজারে বিনিয়োগের তথ্য সংগ্রহ করে কমিশনের কাছে পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে। বর্তমানে দেশের শেয়ারবাজারে ২৩টি এনবিএফআই ও ৫৩টি বীমা কোম্পানি তালিকাভুক্ত রয়েছে।

বিএসইসির সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১১(২) এর অধীনে শেয়ারবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানি তাদের বিনিয়োগের তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিএসইসিকে জানাবে।

বিএসইসির নির্ধারিত ছকে এ বিনিয়োগের তথ্য দাখিল করতে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত সব এনবিএফআই ও বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

স্টক এক্সচেঞ্জকে প্রতি মাসে সাত কার্যদিবসের মধ্যে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কমিশনে দাখিল করতে বলা হয়েছে। বিএসইসির পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

দেশে টিআইএনধারীর সংখ্যা পৌনে এক কোটি ছাড়াল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা পৌনে এক কোটি ছাড়াল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার টিআইএনধারীর সংখ্যা ৭৫ লাখের ঘর স্পর্শ করে। গতকাল সোমবার পর্যন্ত দেশের মোট টিআইএনধারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ লাখ ৯ হাজার ৮০১। তাঁরা সবাই এনবিআরের নিবন্ধিত ব্যক্তিশ্রেণির করদাতা।

গত সাড়ে তিন বছরে টিআইএনধারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এ সময়ে প্রায় ৪০ লাখ নতুন টিআইএনধারী নিবন্ধিত হয়েছেন। ২০১৮ সালের ডিসেম্বর মাসে মোট ৩৬ লাখ টিআইএনধারী ছিল। গত ৪ বছরে প্রতিবছর ১২-১৩ লাখ নতুন করদাতা পাওয়া গেছে। কয়েক বছর আগে বেসরকারি প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ের কর্মীদের টিআইএন নেওয়া এবং রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করার পর দ্রুত টিআইএনধারীর সংখ্যা বাড়তে থাকে।

সর্বশেষ হিসাবে, চলতি ২০২১-২২ অর্থবছরে সব মিলিয়ে ২৬ লাখ টিআইএনধারী বার্ষিক আয়-ব্যয়ের বিবরণ জানিয়ে রিটার্ন জমা দেন। এক-তৃতীয়াংশ টিআইএনধারী রিটার্ন দেন। শুধু জমি কেনা ও ক্রেডিট কার্ডের জন্য টিআইএন নেওয়া হয়েছে, এমন টিআইএনধারী ছাড়া সবার রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। বাস্তবে প্রায় অর্ধকোটি টিআইএনধারী বছর শেষে রিটার্ন জমা দেন না।

স্টকমার্কেটবিডি.কম/

সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করল সাউথ বাংলা ব্যাংক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক তার সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করেছে।

সম্প্রতি রাজধানীর ফারর্স হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তাদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ।

এসময়ে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম চৌধুরী ও মো. আলতাফ হোসেন ভুঁইয়া, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহী এবং শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/