৫ দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা পাঁচ দিন বন্ধ থাকার পরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ বুধবার সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় গত ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছিলেন ভারতীয় ব্যবসায়ীরা। তবে এ চার দিন বেনাপোল কাস্টম হাউস ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ-ভারতের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

পেট্রাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, পূজা শেষে আজ সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে পুনারায় আমদানি-রপ্তাইন বাণিজ্য চালু হয়েছে।’

উভয় পাশে দাঁড়িয়ে থাকা কয়েক হাজার পণ্য বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। সকাল থেকে এ পর্যন্ত ১০৪টি ট্রাক মালামাল আমদানি হয়েছে ও ভারতে রপ্তানি হয়েছে ৩২ ট্রাক পণ্য।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান, টানা পাঁচ দিন বন্ধ থাকার পর আজ বুধবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে দ্রুত পণ্য খালাসের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও কমল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দাম আরও নিম্নমুখী হয়েছে। এতে সাবান, শ্যাম্পু, গ্লিসারিন, ভোজ্যতেল তৈরির মূল্য উপকরণটির মূল্য গত ১ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দাম আরেক দফা হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদক যুক্তরাষ্ট্রে ব্যাপক সয়াবিন মাড়াই হয়েছে। ফলে বিশ্ববাজারে তেলবীজটির সরবরাহ বৃদ্ধির জোরাল সম্ভাবনা জেগেছে। এ প্রেক্ষাপটে পণ্যটি দর হারিয়েছে।

গত সোমবার বাজার বন্ধ হওয়ার পর প্রকাশিত সাপ্তাহিক এক রিপোর্টে দেখা যায়, যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) অনুমান করছে; মোটের ওপর প্রায় তিন চতুর্থাংশ সয়াবিন মাড়াই করেছেন মার্কিন কৃষকরা। ফলে দেশটি থেকে বৈশ্বিক মার্কেটে রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা বেড়েছে। তাতে পণ্যটি চাপে পড়েছে।

এ ছাড়া বিশ্বের আরেক শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে চলতি সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনটি হলে দেশটিতে সয়াবিন রোপণ ত্বরান্বিত হবে। ফলে তেলবীজটির দাম নিম্নগামী হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

দেশে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের ব্যবসা পরিবেশ উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ বাড়াতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। এর পরও নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে অর্থনীতিতে। চলতি অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর—তিন মাসে গত বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ ৩৩ শতাংশ পর্যন্ত কমেছে। গত তিন মাসে দেশি-বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে ২০ হাজার ৯৬২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার টাকা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। বিডায় নিবন্ধিত শিল্পের ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ২২৭টি শিল্পপ্রতিষ্ঠান নিবন্ধিত হয়েছে। এর মধ্যে ২০৩টি শিল্প ইউনিট স্থানীয় এবং ১২টি শতভাগ বিদেশি। যৌথ বিনিয়োগ রয়েছে ১২টির।

প্রস্তাবিত বিনিয়োগের মধ্যে ১০ হাজার ৮৬৯ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকা স্থানীয়। বিদেশি বিনিয়োগ প্রস্তাব ১০ হাজার ৯৩ কোটি ৪৪ লাখ ৩৩ হাজার টাকার। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে দেশি-বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ৩১ হাজার ৬১০ কোটি ৩৩ লাখ ৯২ হাজার টাকার। এ হিসাবে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে বিনিয়োগ প্রস্তাব কমেছে ৩৩ শতাংশ।

প্রতিবেদনে আরো বলা হয়, গত তিন মাসে বৈদেশিক বিনিয়োগে সেবা খাতে সর্বাধিক বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে।

স্টকমার্কেটবিডি.কম////

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা-মাওয়া রেলপথে যাত্রী ট্রেনের গতি পরীক্ষা করা হয়েছে। বুধবার পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করা ঢাকার রেলপথে গতির সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা করা হয়। সকাল ৮ টা ২০ মিনিটে মাওয়া স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। পয়লা নভেম্বর বাণিজ্যিক ট্রেন চালনোর আগে চূড়ান্ত এ পরীক্ষা করে বিশেষজ্ঞ দল।

আগামীকাল বৃহস্পতিবার মালবাহী ট্রেনের গতি পরীক্ষা করা হবে। এরই মধ্যে মাওয়া-ভাঙ্গা দ্রুতগতির ট্রেনের গতির পরীক্ষার পর জিআইবিআর সফলভাবে সম্পন্ন হয়েছে। পদ্মা সেতু সংযোগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক-২ ব্রিগেডিয়ার আহমেদ জামিউল ইসলাম বলেন, বুধবার সকালে ৫টি বগি নিয়ে ট্রেনের গতি পরীক্ষা করা হয়। ধলেশ্বরী এবং বুড়িগঙ্গা রেলসেতুও অতিক্রম করে একই গতিতে ট্রেন পৌঁছে ঢাকার কমলাপুর। এ সময় ট্রেনে দেশি-বিদেশি প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, দ্রুতগতির ট্রেন ভ্রমণ মানুষের জন্য আরামদায়ক হবে। ঢাকা থেকে মাওয়া আধাঘণ্টা এবং ভাঙ্গা পর্যন্ত যাত্রী ট্রেনে এক ঘণ্টায় পৌঁছানো যাবে। প্রযুক্তির ব্যবহারে দ্রুতগতির রেললাইন নির্মাণ হয়েছে নিখুঁতভাবে। চূড়ান্ত পরীক্ষার পরই সুফল পাবে দেশের মানুষ। মাওয়া-ঢাকা রুটের ১৭ কিলোমিটার পাথরবিহীন এবং ২৩ কিলোমিটার পাথরসহ রেললাইন স্থাপন করা হয়েছে। -বাসস

স্টকমার্কেটবিডি.কম///

বিসিকের ১০৯৮টি শিল্প প্লট খালি আবেদন আহ্বান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপােরেশনের (বিসিক) অধীন ২১টি শিল্পনগরে ১ হাজার ৯৮টি শিল্প প্লট খালি রয়েছে। আগ্রহী বেসরকারি উদ্যোক্তারা এসব প্লট বরাদ্দ নিতে পারবেন। এজন্য বিসিকের সংশ্লিষ্ট জেলা অথবা শিল্পনগরী কার্যালয়ে যোগাযোগ করে বিধি মোতাবেক আবেদন করতে হবে। আবেদনের নিয়মাবলি স্থানীয় শিল্পনগরী কার্যালয়ে অথবা বিসিকের ওয়েবসাইটে পাওয়া যাবে। সম্প্রতি বিসিকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে সবচেয়ে বেশি প্লট খালি রয়েছে মুন্সীগঞ্জ, রাজশাহী-২ ও গোপালগঞ্জ (সম্প্রসারণ) শিল্পনগরীতে। এর মধ্যে মুন্সীগঞ্জ বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্পনগরীতে ৩৬২টি, রাজশাহী-২ শিল্পনগরীতে ২৪৪টি এবং গোপালগঞ্জ শিল্পনগরীতে ১০৯টি প্লট খালি রয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জের ভৈরব শিল্পনগরীতে ৮৯টি, মুন্সীগঞ্জ এপিআই শিল্পপার্কে ১টি, নরসিংদী (সম্প্রসারণ) শিল্পনগরীতে ১০টি, মাদারীপুর (সম্প্রসারণ) শিল্পনগরীতে ২৯টি, নোয়াখালীতে ৮টি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৬৮টি, মৌলভীবাজারে ২টি, রাঙামাটিতে ২টি, সুনামগঞ্জে ৩৬টি, খাগড়াছড়িতে ১৩টি, পাবনায় ১টি, পটুয়াখালীতে ১টি, মেহেরপুরে ২টি, পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬টি, ঝালকাঠিতে ৫টি, বরগুনায় ৪৮টি, ভোলায় ৪টি এবং চুয়াডাঙ্গায় ৫৮টি শিল্প প্লট খালি আছে।

বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হতে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে গত ১৫ অক্টোবর। প্লটের মূল্য এককালীন অথবা ৫ বছরে ১০ কিস্তিতে পরিশোধ করা যাবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার সময় প্লটের জমির মোট মূল্যের ২০ শতাংশ পে-অর্ডার বা ডিডি (সংশ্লিষ্ট শিল্পনগরী কার্যালয়ের অনুকূলে) আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। প্রতি বর্গফুটের সর্বনিম্ন দাম পড়বে ৯৯ টাকা থেকে ২ হাজার ১০৪ টাকার মধ্যে। বরাদ্দযোগ্য খালি শিল্প প্লটের সংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রকৃত শিল্পোদ্যোক্তাদের মধ্যে প্লট বরাদ্দ নীতিমালা অনুযায়ী প্লট বরাদ্দ দেওয়া হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

৯ মাসে গ্রামীণফোনের মুনাফা ২ হাজার ৭২০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চলতি বছরের প্রথম নয় মাসে দেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের মুনাফা তিন দশমিক ১২ শতাংশ বেড়ে হয়েছে ২ হাজার ৭২০ কোটি ৬৩ লাখ টাকা।

গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছিল ২ হাজার ৬৩৮ কোটি টাকা।

গ্রামীণফোনের আর্থিক বিবরণীতে বলা হয়েছে, তিন প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ১৫ পয়সা। এটি ২০২২ সালের একই সময়ে ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।

তবে তৃতীয় প্রান্তিকে মোবাইল ফোন অপারেটরটির মুনাফা কমেছে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ১৫ লাখ টাকা। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৬৮ শতাংশ কম।

ফলে, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গ্রামীণফোনের ইপিএস কমে হয়েছে পাঁচ টাকা ৫৩ পয়সা। এটি আগের বছরের একই প্রান্তিকে ছিল ছয় টাকা ৭২ পয়সা।

রাজস্ব আয়, কভারেজ ও গ্রাহক সংখ্যার দিক থেকে গত জুন শেষে গ্রামীণফোনের ভয়েস গ্রাহক সংখ্যা ছিল আট কোটি ১৩ লাখ ও ডাটা গ্রাহক ছিল চার কোটি ৬১ লাখ।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা; ২য় এমারেল্ড অয়েল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৩৪ লাখ টাকা।

সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশবন্ধু পলিমারের ১৬ কোটি ১৭ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পার ১৫ কোটি ৯১ লাখ, জেমিনী সী ফুডের ১৫ কোটি ৮৫ লাখ, ফু-ওয়াং ফুডসের ১০ কোটি ৬ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৯ কোটি ৭৯ লাখ, কহিনূর কেমিক্যালসের ৯ কোটি ৭৯ লাখ ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড ৯ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

  1. স্কয়ার ফার্মা
  2. এমারেল্ড অয়েল
  3. সোনালী আঁশ
  4. দেশবন্ধু পলিমার
  5. সী পার্ল বিচ রিসোর্ট
  6. জেমিনী সী ফুড
  7. ফু-ওয়াং ফুডস
  8. ওরিয়ন ইনফিউশন
  9. কহিনূর কেমিক্যালস
  10. লাফার্জ হোলসিম বিডি।

দিনশেষে দুই শেয়ারবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচক কিছুটা বেড়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৮২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৩৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৩৮ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭১ টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৮টির আর দর অপরিবর্তিত আছে ১৭৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – স্কয়ার ফার্মা, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, দেশবন্ধু পলিমার, সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা, জেমিনী সী ফুড, ফু-ওয়াং ফুডস, ওরিয়ন ইনফিউশন, কহিনূর কেমিক্যালস ও লাফার্জ হোলসিম বিডি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ১২ লাখ টাকা। গত সোমবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৮৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রাইম ব্যাংক ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আজ অলিম্পিক এক্সেসরিজের বোর্ড সভা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর পল্টনে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি