স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আগামী বাজেট দেশের বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক একটি বাজেট হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের বেসরকারি খাত অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বিষয়টি বিবেচনায় রেখে আগামী বাজেটে বেসরকারি খাতে থেকে প্রাপ্ত সুপারিশসূহ বিবেচনা করা হবে।
আজ রবিবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার, সমকাল এবং চ্যানেল ২৪ যৌথভাবে এ ‘প্রাক-বাজেট’ আলোচনার আয়োজন করে। ‘২০২৪-২৫ : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক ওই আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
আবুল হাসান মাহমুদ বলেন, ‘মূল্যস্ফীতি কমিয়ে আনার পাশাপাশি বাজার পর্যবেক্ষণে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করে শিগগিরই এ বিষয়ে সুফল আসবে।’ এ ছাড়াও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, প্রয়োজনীয় নীতি সংস্কার, দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, আমদানি বিকল্প শিল্পখাতের বিকাশ, পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আভ্যন্তরীণ সম্পদের সুষম ব্যবহার প্রভৃতি বিষয়গুলো আগামী বাজেটে প্রাধান্য পাবে বলে অর্থমন্ত্রী মত প্রকাশ করেন।
ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনাসভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, এমপি এবং জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, এমপি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।
এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।
স্টকমার্কেটবিডি.কম///