আগামী বাজেট দেশের বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক হবে : অর্থমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী বাজেট দেশের বেসরকারি খাতের জন্য উৎসাহব্যঞ্জক একটি বাজেট হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। তিনি বলেছেন, দেশের বেসরকারি খাত অর্থনৈতিক সমৃদ্ধির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং বিষয়টি বিবেচনায় রেখে আগামী বাজেটে বেসরকারি খাতে থেকে প্রাপ্ত সুপারিশসূহ বিবেচনা করা হবে।

আজ রবিবার (১০ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকা চেম্বার, সমকাল এবং চ্যানেল ২৪ যৌথভাবে এ ‘প্রাক-বাজেট’ আলোচনার আয়োজন করে। ‘২০২৪-২৫ : বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক ওই আলোচনাসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

আবুল হাসান মাহমুদ বলেন, ‘মূল্যস্ফীতি কমিয়ে আনার পাশাপাশি বাজার পর্যবেক্ষণে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আশাবাদ ব্যক্ত করে শিগগিরই এ বিষয়ে সুফল আসবে।’ এ ছাড়াও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা, প্রয়োজনীয় নীতি সংস্কার, দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ, মানবসম্পদের দক্ষতা উন্নয়ন, আমদানি বিকল্প শিল্পখাতের বিকাশ, পণ্যের বহুমুখীকরণ, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং আভ্যন্তরীণ সম্পদের সুষম ব্যবহার প্রভৃতি বিষয়গুলো আগামী বাজেটে প্রাধান্য পাবে বলে অর্থমন্ত্রী মত প্রকাশ করেন।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদ সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনাসভায় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, এমপি এবং জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য মো. আবুল কালাম আজাদ, এমপি বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন।

এ ছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

স্টকমার্কেটবিডি.কম///

১৬ রমজান থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগামী ১৬ রমজান থেকে ঈদ পর্যন্ত ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়িয়ে দেওয়া হবে।

বর্তমানে একজন যাত্রী উত্তরা প্রান্ত থেকে রাত ৮টা পর্যন্ত এবং মতিঝিল প্রান্ত থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে চড়তে পারেন।

তবে ১৬ রমজান থেকে তারা উত্তরা প্রান্ত থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল প্রান্ত থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত মেট্রোরেলে চড়তে পারবেন।

এ ছাড়া, রমজানের প্রথম দিন থেকেই পিক আওয়ার বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইফতারের সময় যাত্রীরা ২৫০ মিলিমিটার পানির বোতল বহনের সুযোগ পাবেন।

আজ রবিবার মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ফুয়াং সিরামিকস
  2. গোল্ডেনসন
  3. আলিফ ইন্ডাস্ট্রিজ
  4. সেন্ট্রাল ফার্মা
  5. বেষ্ট হোল্ডিংস
  6. ওরিয়ন ইনফিউশন
  7. আফতাব অটোস
  8. ফরচুন সুজ
  9. লাভেলো আইসক্রিম
  10. জিকিউ বলপেন।

লেনদেনের শীর্ষে ফুয়াং সিরামিকস; ২য় স্থানে গোল্ডেনসন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফুয়াং সিরামিকস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৩৫ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে গোল্ডেনসন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ১২ লাখ টাকা।

আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সেন্ট্রাল ফার্মা ১৫ কোটি ৪০ লাখ, বেষ্ট হোল্ডিংসের ১২ কোটি ১০ লাখ, ওরিয়ন ইনফিউশনের ১১ কোটি ৮৮ লাখ, আফতাব অটোসের ১১ কোটি ৪১ লাখ, ফরচুন সুজের ৯ কোটি ৯০ লাখ, লাভেলো আইসক্রিমের ৯ কোটি ৭০ লাখ ও জিকিউ বলপেনের ৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার : বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রবিবার রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেয়া যাবে না।

ভারত থেকে ২ দিনের মধ্যে পিঁয়াজ বাংলাদেশে আসবে বলেও তিনি জানান। প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে পিঁয়াজ এলে দামও কমে আসবে।

স্টকমার্কেটবিডি.কম////

ডিএসই’র সার্ভার ত্রুটি নিয়েই চলছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। তবে লেনদেন চালু রয়েছে।

আজ রবিবার শুরু থেকেই ডিএসর ওয়েবসাইটিতে সূচক সংক্রান্ত বিভিন্ন ভুল তথ্য দেখাচ্ছে। সূচকের লেখিচত্র বা গ্রাফ হালনাগাদ হচ্ছে না। তাই ওয়েবসাইট থেকে বাজারের প্রকৃত অবস্থা জানা যাচ্ছে না। বরং বাজারের বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে এই সূচক।

এই অবস্থায় লেদেন চালু রেখেছে ডিএসই। প্রতিষ্ঠানটির ভাষ্য, ডিএসইর ইনডেক্সে কিছু সমস্যা দেখা দিয়েছে। তবে এটা নিয়ে প্যানিক হবেন না।

এদিন বেলা ১২:৪০ টায় ডিএসই ব্রড ইনডেক্স ডিএসইএক্স ৬,১১২ পয়েন্ট দেখাচ্ছে। আজ লেনদেন শুরুতেও একই অবস্থানেই ছিল। এসময়টিতে প্রতিটি শেয়াররের দামই বেশ উঠানামা করলেও সূচকের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

এসময় পর্যন্ত ৩৯৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৮৩টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।

দিনের প্রথম ২ ঘন্টা ৪০ মিনিটে ডিএসইতে লেনদেন হয়েছে ২৬২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম////

ওয়েব কটসের লেনদেন শুরু সোমবার

ওয়েব কোটসের লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে এসএমই ফ্লাটফর্মে সদ্য তালিকাভুক্ত এগ্রো অর্গানিক পিএলসির শেয়ার লেনদেন শুরু হবে আগামীকাল সোমবার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারের এসএমই ফ্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

পেপার ও প্রিন্টিং খাত এবং ‘এন’ ক্যাটাগরির আওতায় কোম্পানিটির ট্রেডিং কোড- “WEBCOATS” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ৭৯০০১ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি কিউআইও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

নতুন ইউনিট স্থাপন করবে নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, জেনেরিক ওষুধ উৎপাদনের নতুন ইউনিট নির্মাণে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১৪৫ কোটি ২৭ লাখ টাকা। ইউনিটটির মোট আয়তন প্রায় ২০ হাজার ঘনফুট, যেখানে একটি প্রডাকশন ফ্লোর থাকবে। ফলে কোম্পানিটির বিদ্যমান বার্ষিক উৎপাদনক্ষমতা বাড়বে প্রায় ১০০ কোটি ইউনিট।

ইউনিটটি ব্যয়ের একটি অংশ কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) এসভিপিও সুবিধা আধুনিকীকরণ ও সম্প্রসারণের জন্য সংগৃহীত তহবিলের অব্যবহৃত অর্থ থেকে ব্যয় করবে। এরই মধ্যে কোম্পানিটি আইপিওর মোট ৭৫ কোটি টাকার ৭১ দশমিক ৩১ শতাংশ ব্যয় করেছে। বাকি ১৩ কোটি ১২ লাখ টাকা নতুন উৎপাদন ইউনিট নির্মাণে ব্যবহার করবে।

এ বিষয়ে অনুমোদনের জন্য আগামী ২ মে কোম্পানিটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ইজিএমের সময় ও স্থান কোম্পানিটির পক্ষ থেকে পরে জানানো হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ এপ্রিল।

২০২২ সালের ১৮ অক্টোবর শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া নাভানা ফার্মাসিউটিক্যালসের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম////

বিজিএমইএতে পূর্ণ প্যানেলে সম্মিলিত পরিষদ জয়ী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর ২০২৪-২৬ সাল মেয়াদি নেতৃত্ব নির্বাচনে সম্মিলিত পরিষদ ৩৫টি সদস্যপদের সবকটিতে জয়ী হয়েছে। গতকাল ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে মোট ২ হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ২২৬ জন, যা শতকরা হিসাবে ৮৯ দশমিক ১২। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৩৯ জন, যা ৯০ দশমিক ৫০ শতাংশ। আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোট দিয়েছেন, যা ৮৩ দশমিক ৪০ শতাংশ।

গতকাল সকাল ১০টা থেকে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনে ‘ফোরাম’ ও ‘সম্মিলিত পরিষদ’ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। সম্মিলিত পরিষদের নেতৃত্বে ছিলেন সেহা ডিজাইন লিমিটেডের চেয়ারম্যান এবং বিজিএমইএর বতর্মান সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচি। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর ফোরামের নেতৃত্ব দেন সুরমা গার্মেন্টসের পরিচালক ফয়সাল সামাদ। তিনি বর্তমান কমিটির পরিচালক। এর আগে একবার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

দ্বিবার্ষিক এ নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে মোট ৩৫টি পরিচালক পদের বিপরীতে লড়েন ৭০ প্রার্থী। এর মধ্যে ঢাকা থেকে নির্বাচিত হন ২৬ এবং চট্টগ্রাম থেকে ৯ জন। ঢাকা থেকে নির্বাচিতরা হলেন শহীদুল আজম, এসএম মান্নান (কচি), আসিফ আশরাফ, আব্দুল্লাহ হিল রাকিব, মো. ইমরানুর রহমান, আরশাদ জামাল (দীপু), মিরান আলি, শোভন ইসলাম, হারুন অর রশিদ, মোহাম্মদ সোহেল সাদাত, মো. আশিকুর রহমান (তুহিন), আনোয়ার হোসাইন (মানিক), শামস মাহমুদ, মেসবাহ উদ্দিন খান, খন্দকার রাফিকুল ইসলাম, মো. নাসির উদ্দিন, রাজিব চৌধুরী, আবরার হোসাইন সায়েম, মো. শাহাদাত হোসেন, মো. জাকির হোসাইন, নুসরাত বারি আশা, মো. মহিউদ্দিন রুবেল, শেহরিন সালাম ওইশি, মো. নুরুল ইসলাম, সাইফুদ্দিন সিদ্দিক সাগর, মো. রাসেল আলম (মিরু)। চট্টগ্রাম থেকে নির্বাচিত ৯ জন হচ্ছেন রাকিবুল আলম চৌধুরী, সৈয়দ নজরুল ইসলাম, মোহাম্মদ মুসা, আমজাদ হোসাইন চৌধুরী, এম আহসানুল হক, মোস্তাফা সরওয়ার রিয়াদ, মোহাম্মদ রাকিব আল নাসের, গাজি মো. শহিদ উল্লাহ, মো. আবসার হোসাইন।

স্টকমার্কেটবিডি.কম////

ফাইন ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ১৪৪.৮০ টাকা। গত ৭ মার্চ সর্বশেষ তা ১৮০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ফাইন ফুডস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি